
ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত অঞ্চলে ৮০ হাজারেরও বেশি রুশ পাসপোর্ট ইস্যু করেছে মস্কো। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার মস্কো বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়ার মাইগ্রেশন বিষয়ক কর্মকর্তা রুশ সংবাদমাধ্যমগুলোকে বলেছেন, ‘ওই চারটি এলাকাকে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে যুক্ত করার পর থেকে এখন পর্যন্ত সেখানকার প্রশাসনের দেওয়া তথ্যানুসারে ৮০ হাজারেরও বেশি মানুষকে রুশ নাগরিকত্ব দেওয়া হয়েছে।’
এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া চারটি অঞ্চলে—দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন—গণভোটের আয়োজন করে। গণভোটের মাধ্যমে ওই অঞ্চলগুলোকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়া হয়। পরে অক্টোবরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ওই সব অঞ্চলকে রাশিয়ান ফেডারেশনের অংশ বলে ঘোষণা করেন। তবে ইউক্রেন, পশ্চিমা বিশ্বের দেশগুলো এবং জাতিসংঘ রাশিয়ার এই উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে।
ইউক্রেনে একদিনে আবারও ৭০ টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় আজ বুধবার ইউক্রেনজুড়ে বিভিন্ন শহরে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ফলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই এখনো জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন রয়ে গেছে। দেশটিতে বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে—ইউক্রেনের সশস্ত্রবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, রাশিয়া আজ বুধবার ইউক্রেনজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৭০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার ফলে দেশব্যাপী বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে

ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত অঞ্চলে ৮০ হাজারেরও বেশি রুশ পাসপোর্ট ইস্যু করেছে মস্কো। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার মস্কো বিষয়টি নিশ্চিত করেছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়ার মাইগ্রেশন বিষয়ক কর্মকর্তা রুশ সংবাদমাধ্যমগুলোকে বলেছেন, ‘ওই চারটি এলাকাকে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে যুক্ত করার পর থেকে এখন পর্যন্ত সেখানকার প্রশাসনের দেওয়া তথ্যানুসারে ৮০ হাজারেরও বেশি মানুষকে রুশ নাগরিকত্ব দেওয়া হয়েছে।’
এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া চারটি অঞ্চলে—দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন—গণভোটের আয়োজন করে। গণভোটের মাধ্যমে ওই অঞ্চলগুলোকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়া হয়। পরে অক্টোবরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ওই সব অঞ্চলকে রাশিয়ান ফেডারেশনের অংশ বলে ঘোষণা করেন। তবে ইউক্রেন, পশ্চিমা বিশ্বের দেশগুলো এবং জাতিসংঘ রাশিয়ার এই উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে।
ইউক্রেনে একদিনে আবারও ৭০ টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় আজ বুধবার ইউক্রেনজুড়ে বিভিন্ন শহরে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ফলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রই এখনো জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন রয়ে গেছে। দেশটিতে বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে—ইউক্রেনের সশস্ত্রবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, রাশিয়া আজ বুধবার ইউক্রেনজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৭০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার ফলে দেশব্যাপী বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে

যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৩০ মিনিট আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
১ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
২ ঘণ্টা আগে