Ajker Patrika

করমর্দনের জন্য হাত বাড়ালেন মোদি, ফিরেও তাকালেন না মাখোঁ

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ১৬
ফ্রান্স ও ভারতের সহ-সভাপতিত্বে তৃতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মসূচি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: আনাদোলু এজেন্সি
ফ্রান্স ও ভারতের সহ-সভাপতিত্বে তৃতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মসূচি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: আনাদোলু এজেন্সি

ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এক হয়েছিলেন ৬০টি দেশের শীর্ষ নেতারা। ফ্রান্স ও ভারতের সহ–সভাপতিত্বে এই তৃতীয় এআই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের একটি ভিডিও গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, করমর্দন করতে হাত বাড়িয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাঁকে উপেক্ষা করেছেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, প্রেসিডেন্ট মাখোঁ অতিথিদের চেয়ারে বসা বিশ্ব নেতাদের সঙ্গে একে একে করমর্দন করছেন। প্রেসিডেন্ট মাখোঁ আসনের কাছে এলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর হাত বাড়িয়ে দেন। কিন্তু মাখোঁ তাঁকে উপেক্ষা করে পাশের ও পেছনের সারিতে থাকা অন্য নেতাদের সঙ্গে করমর্দন করেন। মোদির দিকে না তাকিয়ে অন্য অতিথিদের সঙ্গে আলোচনায় ব্যস্ত হয়ে পড়েন মাখোঁ। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েনসহ অন্য নেতাদের সঙ্গেও মাখোঁকে সৌজন্য বিনিময় করতে দেখা যায়।

এক্স–এ ছড়িয়ে পড়া ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘প্যারিস এআই সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বিশ্ব নেতাদের অভ্যর্থনা জানিয়েছেন, তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করমর্দনের আগ্রহকে উপেক্ষা করেছেন।’

ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ নিয়ে ফ্রান্স বা ভারতের পক্ষ থেকে কেউ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে নেটাগরিকদের কেউ কেউ এটিকে ‘কূটনৈতিক অপমান’ হিসেবে দেখছেন, আবার অন্যরা মনে করছেন, এটি সম্ভবত অনিচ্ছাকৃত।

তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে, ভিডিওটি সত্য হলেও ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে, উভয় নেতা আগেই করমর্দন করেছিলেন। এই ভিডিও ধারণ করার পরে তাঁরা একসঙ্গে সম্মেলন কক্ষে প্রবেশ করে অন্য নেতাদের শুভেচ্ছা জানান।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সোমবার প্যারিসে পৌঁছানোর পর থেকেই প্রেসিডেন্ট মাখোঁর সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী মোদি। মাখোঁ বিশ্ব নেতাদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেছিলেন, যেখানে দুই নেতাকে উষ্ণ অভ্যর্থনা ও সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত ভাগাভাগি করতে দেখা গেছে।

এর আগে, এআই অ্যাকশন সম্মেলনের সমাপনী বক্তব্য দেন নরেন্দ্র মোদি। এই অধিবেশনে প্রেসিডেন্ট মাখোঁর সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করেন মোদি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, অংশীজনদের মধ্যে দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য উভয় ক্ষেত্রে ঐক্য রয়েছে। এই অ্যাকশন সম্মেলনের গতি বজায় রাখতে ভারত পরবর্তী সম্মেলন আয়োজন করতে আগ্রহী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত