
সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় নিখোঁজ ছয় স্কিয়ারের মাঝে পাঁচজনের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। প্রায় তিন হাজার ৭০৬ মিটার উচ্চতার তেতে ব্লানচে পর্বতের কাছে এসব মরদেহ পাওয়া যায়। ষষ্ঠ ব্যক্তির খোঁজ চলছে। এক প্রতিবেদনে খবরটি দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ম্যাটারহর্ন পর্বতের পাদদেশে অবস্থিত স্কিইংয়ের জন্য বিখ্যাত রিসোর্ট এলাকা জারমাত থেকে গত শনিবার যাত্রা শুরু করেন এই স্কিয়াররা। সুইজারল্যান্ড ও ইতালির সীমান্তবর্তী এলাকা অ্যারোলার দিকে যাচ্ছিলেন তারা স্কি করে। পরে তাদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলে তল্লাশি শুরু করে সুইজারল্যান্ডের ভালে ক্যান্টনের পুলিশ। খারাপ আবহাওয়া ও তুষারধসের ঝুঁকির কারণে তল্লাশি চালানো কঠিন হলেও পাঁচজনের মরদেহ খুঁজে পেয়েছে পুলিশ।
সুইস পুলিশ নিশ্চিত করেছে যে স্কিইয়াররা সবাই সুইস নাগরিক এবং তাদের বয়স ২১ থেকে ৫৮-র মধ্যে।
আল্পস পর্বতমালার অন্যতম উঁচু পর্বতের নাম ম্যাটারহর্ন। এর চূড়ার উচ্চতা চার হাজার ৪৭৮ মিটার। সুইজারল্যান্ড ও ইতালি সীমান্তের মধ্যে অবস্থিত ম্যাটারহর্ন দেখতে অনেকটা পিরামিডের মতো। এটি দেখতে প্রতিবছর অনেক পর্যটক সুইজারল্যান্ডের স্যার্মাট শহরে ভিড় জমান।
কয়েক দিন ধরেই সুইস আল্পসে প্রবল বাতাস বইছে এবং গত ২৪ ঘণ্টা ধরে ভারী তুষারপাত হচ্ছে। জারমাতের পার্শ্ববর্তী একটি শীতকালীন অবকাশকেন্দ্র সাস-ফি বর্তমানে তুষারের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জারমাতের এয়ার রেসকিউ সার্ভিসের প্রধান অঞ্জন ট্রাফার বিবিসিকে জানিয়েছিলেন, আবহাওয়া বর্তমানে এতটাই খারাপ যে, ‘হেলিকপ্টার ব্যবহার করার সুযোগ নেই’। সেই সঙ্গে ‘অত্যন্ত প্রবল বাতাস, ভারী তুষার, উচ্চ তুষারপাতের ঝুঁকি এবং দৃষ্টিসীমা শূন্যে নেমে এসেছে।’
জারমাত থেকে অ্যারোলা যাওয়ার পথটি জারমাত থেকে চ্যামোনিক্স পর্যন্ত চলে যাওয়া বিখ্যাত ১২০ কিলোমিটার দৈর্ঘ্যের (৭৫ মাইল) ‘হোত রুটে’র অংশ। এটি খুব জনপ্রিয় একটি রুট। কিন্তু শুধুমাত্র অভিজ্ঞ স্কিয়ারদের জন্য উপযুক্ত। এটি সম্পন্ন করতে বেশ কয়েক দিন সময় লাগে।

সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় নিখোঁজ ছয় স্কিয়ারের মাঝে পাঁচজনের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। প্রায় তিন হাজার ৭০৬ মিটার উচ্চতার তেতে ব্লানচে পর্বতের কাছে এসব মরদেহ পাওয়া যায়। ষষ্ঠ ব্যক্তির খোঁজ চলছে। এক প্রতিবেদনে খবরটি দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ম্যাটারহর্ন পর্বতের পাদদেশে অবস্থিত স্কিইংয়ের জন্য বিখ্যাত রিসোর্ট এলাকা জারমাত থেকে গত শনিবার যাত্রা শুরু করেন এই স্কিয়াররা। সুইজারল্যান্ড ও ইতালির সীমান্তবর্তী এলাকা অ্যারোলার দিকে যাচ্ছিলেন তারা স্কি করে। পরে তাদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলে তল্লাশি শুরু করে সুইজারল্যান্ডের ভালে ক্যান্টনের পুলিশ। খারাপ আবহাওয়া ও তুষারধসের ঝুঁকির কারণে তল্লাশি চালানো কঠিন হলেও পাঁচজনের মরদেহ খুঁজে পেয়েছে পুলিশ।
সুইস পুলিশ নিশ্চিত করেছে যে স্কিইয়াররা সবাই সুইস নাগরিক এবং তাদের বয়স ২১ থেকে ৫৮-র মধ্যে।
আল্পস পর্বতমালার অন্যতম উঁচু পর্বতের নাম ম্যাটারহর্ন। এর চূড়ার উচ্চতা চার হাজার ৪৭৮ মিটার। সুইজারল্যান্ড ও ইতালি সীমান্তের মধ্যে অবস্থিত ম্যাটারহর্ন দেখতে অনেকটা পিরামিডের মতো। এটি দেখতে প্রতিবছর অনেক পর্যটক সুইজারল্যান্ডের স্যার্মাট শহরে ভিড় জমান।
কয়েক দিন ধরেই সুইস আল্পসে প্রবল বাতাস বইছে এবং গত ২৪ ঘণ্টা ধরে ভারী তুষারপাত হচ্ছে। জারমাতের পার্শ্ববর্তী একটি শীতকালীন অবকাশকেন্দ্র সাস-ফি বর্তমানে তুষারের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জারমাতের এয়ার রেসকিউ সার্ভিসের প্রধান অঞ্জন ট্রাফার বিবিসিকে জানিয়েছিলেন, আবহাওয়া বর্তমানে এতটাই খারাপ যে, ‘হেলিকপ্টার ব্যবহার করার সুযোগ নেই’। সেই সঙ্গে ‘অত্যন্ত প্রবল বাতাস, ভারী তুষার, উচ্চ তুষারপাতের ঝুঁকি এবং দৃষ্টিসীমা শূন্যে নেমে এসেছে।’
জারমাত থেকে অ্যারোলা যাওয়ার পথটি জারমাত থেকে চ্যামোনিক্স পর্যন্ত চলে যাওয়া বিখ্যাত ১২০ কিলোমিটার দৈর্ঘ্যের (৭৫ মাইল) ‘হোত রুটে’র অংশ। এটি খুব জনপ্রিয় একটি রুট। কিন্তু শুধুমাত্র অভিজ্ঞ স্কিয়ারদের জন্য উপযুক্ত। এটি সম্পন্ন করতে বেশ কয়েক দিন সময় লাগে।

অভিযুক্তদের বিরুদ্ধে ব্রিজিতের লৈঙ্গিক পরিচয় নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো এবং এই দম্পতির মধ্যকার ২৪ বছরের বয়সের ব্যবধান নিয়ে ‘বিদ্বেষমূলক মন্তব্য’ করার অভিযোগ আনা হয়েছিল।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ডেনমার্কের অধীনস্থ দ্বীপ গ্রিনল্যান্ডে সামরিক হামলা চালান, তবে তা ন্যাটো জোটের শেষ পরিণতি ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।
২ ঘণ্টা আগে
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মাচাদো ফক্স নিউজকে বলেন, নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ, যিনি মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তাঁকে ‘বিশ্বাস করা যায় না’।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় আমেরিকা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিচারের জন্য নিউইয়র্কে ধরে নিয়ে যাওয়ার পর, দেশটিতে নিজেদের স্যাটেলাইট ট্র্যাকিং স্টেশন ও অন্যান্য স্পর্শকাতর প্রযুক্তিগত অবকাঠামো হারানোর ঝুঁকিতে পড়েছে চীন। হংকংভিত্তিক ইংরেজি দৈনিক সাউথ চায় মর্নিং...
৫ ঘণ্টা আগে