
সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় নিখোঁজ ছয় স্কিয়ারের মাঝে পাঁচজনের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। প্রায় তিন হাজার ৭০৬ মিটার উচ্চতার তেতে ব্লানচে পর্বতের কাছে এসব মরদেহ পাওয়া যায়। ষষ্ঠ ব্যক্তির খোঁজ চলছে। এক প্রতিবেদনে খবরটি দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ম্যাটারহর্ন পর্বতের পাদদেশে অবস্থিত স্কিইংয়ের জন্য বিখ্যাত রিসোর্ট এলাকা জারমাত থেকে গত শনিবার যাত্রা শুরু করেন এই স্কিয়াররা। সুইজারল্যান্ড ও ইতালির সীমান্তবর্তী এলাকা অ্যারোলার দিকে যাচ্ছিলেন তারা স্কি করে। পরে তাদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলে তল্লাশি শুরু করে সুইজারল্যান্ডের ভালে ক্যান্টনের পুলিশ। খারাপ আবহাওয়া ও তুষারধসের ঝুঁকির কারণে তল্লাশি চালানো কঠিন হলেও পাঁচজনের মরদেহ খুঁজে পেয়েছে পুলিশ।
সুইস পুলিশ নিশ্চিত করেছে যে স্কিইয়াররা সবাই সুইস নাগরিক এবং তাদের বয়স ২১ থেকে ৫৮-র মধ্যে।
আল্পস পর্বতমালার অন্যতম উঁচু পর্বতের নাম ম্যাটারহর্ন। এর চূড়ার উচ্চতা চার হাজার ৪৭৮ মিটার। সুইজারল্যান্ড ও ইতালি সীমান্তের মধ্যে অবস্থিত ম্যাটারহর্ন দেখতে অনেকটা পিরামিডের মতো। এটি দেখতে প্রতিবছর অনেক পর্যটক সুইজারল্যান্ডের স্যার্মাট শহরে ভিড় জমান।
কয়েক দিন ধরেই সুইস আল্পসে প্রবল বাতাস বইছে এবং গত ২৪ ঘণ্টা ধরে ভারী তুষারপাত হচ্ছে। জারমাতের পার্শ্ববর্তী একটি শীতকালীন অবকাশকেন্দ্র সাস-ফি বর্তমানে তুষারের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জারমাতের এয়ার রেসকিউ সার্ভিসের প্রধান অঞ্জন ট্রাফার বিবিসিকে জানিয়েছিলেন, আবহাওয়া বর্তমানে এতটাই খারাপ যে, ‘হেলিকপ্টার ব্যবহার করার সুযোগ নেই’। সেই সঙ্গে ‘অত্যন্ত প্রবল বাতাস, ভারী তুষার, উচ্চ তুষারপাতের ঝুঁকি এবং দৃষ্টিসীমা শূন্যে নেমে এসেছে।’
জারমাত থেকে অ্যারোলা যাওয়ার পথটি জারমাত থেকে চ্যামোনিক্স পর্যন্ত চলে যাওয়া বিখ্যাত ১২০ কিলোমিটার দৈর্ঘ্যের (৭৫ মাইল) ‘হোত রুটে’র অংশ। এটি খুব জনপ্রিয় একটি রুট। কিন্তু শুধুমাত্র অভিজ্ঞ স্কিয়ারদের জন্য উপযুক্ত। এটি সম্পন্ন করতে বেশ কয়েক দিন সময় লাগে।

সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় নিখোঁজ ছয় স্কিয়ারের মাঝে পাঁচজনের মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। প্রায় তিন হাজার ৭০৬ মিটার উচ্চতার তেতে ব্লানচে পর্বতের কাছে এসব মরদেহ পাওয়া যায়। ষষ্ঠ ব্যক্তির খোঁজ চলছে। এক প্রতিবেদনে খবরটি দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ম্যাটারহর্ন পর্বতের পাদদেশে অবস্থিত স্কিইংয়ের জন্য বিখ্যাত রিসোর্ট এলাকা জারমাত থেকে গত শনিবার যাত্রা শুরু করেন এই স্কিয়াররা। সুইজারল্যান্ড ও ইতালির সীমান্তবর্তী এলাকা অ্যারোলার দিকে যাচ্ছিলেন তারা স্কি করে। পরে তাদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলে তল্লাশি শুরু করে সুইজারল্যান্ডের ভালে ক্যান্টনের পুলিশ। খারাপ আবহাওয়া ও তুষারধসের ঝুঁকির কারণে তল্লাশি চালানো কঠিন হলেও পাঁচজনের মরদেহ খুঁজে পেয়েছে পুলিশ।
সুইস পুলিশ নিশ্চিত করেছে যে স্কিইয়াররা সবাই সুইস নাগরিক এবং তাদের বয়স ২১ থেকে ৫৮-র মধ্যে।
আল্পস পর্বতমালার অন্যতম উঁচু পর্বতের নাম ম্যাটারহর্ন। এর চূড়ার উচ্চতা চার হাজার ৪৭৮ মিটার। সুইজারল্যান্ড ও ইতালি সীমান্তের মধ্যে অবস্থিত ম্যাটারহর্ন দেখতে অনেকটা পিরামিডের মতো। এটি দেখতে প্রতিবছর অনেক পর্যটক সুইজারল্যান্ডের স্যার্মাট শহরে ভিড় জমান।
কয়েক দিন ধরেই সুইস আল্পসে প্রবল বাতাস বইছে এবং গত ২৪ ঘণ্টা ধরে ভারী তুষারপাত হচ্ছে। জারমাতের পার্শ্ববর্তী একটি শীতকালীন অবকাশকেন্দ্র সাস-ফি বর্তমানে তুষারের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জারমাতের এয়ার রেসকিউ সার্ভিসের প্রধান অঞ্জন ট্রাফার বিবিসিকে জানিয়েছিলেন, আবহাওয়া বর্তমানে এতটাই খারাপ যে, ‘হেলিকপ্টার ব্যবহার করার সুযোগ নেই’। সেই সঙ্গে ‘অত্যন্ত প্রবল বাতাস, ভারী তুষার, উচ্চ তুষারপাতের ঝুঁকি এবং দৃষ্টিসীমা শূন্যে নেমে এসেছে।’
জারমাত থেকে অ্যারোলা যাওয়ার পথটি জারমাত থেকে চ্যামোনিক্স পর্যন্ত চলে যাওয়া বিখ্যাত ১২০ কিলোমিটার দৈর্ঘ্যের (৭৫ মাইল) ‘হোত রুটে’র অংশ। এটি খুব জনপ্রিয় একটি রুট। কিন্তু শুধুমাত্র অভিজ্ঞ স্কিয়ারদের জন্য উপযুক্ত। এটি সম্পন্ন করতে বেশ কয়েক দিন সময় লাগে।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
১০ ঘণ্টা আগে