
ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের একটি সমরাস্ত্র গুদাম ধ্বংস করতে রাশিয়ার সেনাবাহিনী এই হাইপারসনিক অস্ত্র ব্যবহার করেছে। এই প্রথম ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কোনো হাইপারসনিক অস্ত্রের ব্যবহার করা হলো। রাশিয়ার ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটির নাম ‘কিনজল’। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে—‘রাশিয়া বলেছে—তাঁরা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি সমরাস্ত্র গুদাম ধ্বংস করতে প্রথমবারের মতো নতুন কিনজল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।’
শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেছেন, ‘হাইপারসনিক অ্যারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ “কিনজল অ্যাভিয়েশন মিসাইল সিস্টেম” ইউক্রেনের ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের দেলিয়াতিন গ্রামে ক্ষেপণাস্ত্র এবং বিমানের গোলাবারুদের এক বিশাল ভূগর্ভস্থ গুদাম ধ্বংস করেছে।’ ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলটি ন্যাটোর সদস্য দেশ রোমানিয়ার সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ওডেসা বন্দরের নিকটবর্তী ইউক্রেনের সামরিক স্থাপনা ধ্বংস করতে জাহাজ-বিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ব্যবহার করেছে।
তবে এই বিষয়ে ইউক্রেন সরকারের পক্ষ থেকে বা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ‘কিনজাল’ অর্থ ড্যাগার বা তীক্ষ্ণ ছোরা। রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিসেম্বরে বলেছিলেন—রাশিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে বিশ্বে প্রধান অবস্থানে রয়েছে। তাঁর মতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতি, উচ্চতার কারণে এটিকে ট্র্যাক করা ও আটকানো অনেক কঠিন।
কিনজাল ক্ষেপণাস্ত্র সর্বপ্রথম ২০১৮ সালে উন্মোচন করা হয়।

ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের একটি সমরাস্ত্র গুদাম ধ্বংস করতে রাশিয়ার সেনাবাহিনী এই হাইপারসনিক অস্ত্র ব্যবহার করেছে। এই প্রথম ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে কোনো হাইপারসনিক অস্ত্রের ব্যবহার করা হলো। রাশিয়ার ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটির নাম ‘কিনজল’। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে—‘রাশিয়া বলেছে—তাঁরা ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি সমরাস্ত্র গুদাম ধ্বংস করতে প্রথমবারের মতো নতুন কিনজল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।’
শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেছেন, ‘হাইপারসনিক অ্যারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ “কিনজল অ্যাভিয়েশন মিসাইল সিস্টেম” ইউক্রেনের ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের দেলিয়াতিন গ্রামে ক্ষেপণাস্ত্র এবং বিমানের গোলাবারুদের এক বিশাল ভূগর্ভস্থ গুদাম ধ্বংস করেছে।’ ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলটি ন্যাটোর সদস্য দেশ রোমানিয়ার সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ওডেসা বন্দরের নিকটবর্তী ইউক্রেনের সামরিক স্থাপনা ধ্বংস করতে জাহাজ-বিরোধী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ব্যবহার করেছে।
তবে এই বিষয়ে ইউক্রেন সরকারের পক্ষ থেকে বা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ‘কিনজাল’ অর্থ ড্যাগার বা তীক্ষ্ণ ছোরা। রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিসেম্বরে বলেছিলেন—রাশিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে বিশ্বে প্রধান অবস্থানে রয়েছে। তাঁর মতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতি, উচ্চতার কারণে এটিকে ট্র্যাক করা ও আটকানো অনেক কঠিন।
কিনজাল ক্ষেপণাস্ত্র সর্বপ্রথম ২০১৮ সালে উন্মোচন করা হয়।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
২ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
২ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৫ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৫ ঘণ্টা আগে