
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, পার্টিতে মদ্যপান যে কোভিড স্বাস্থ্যবিধি ভঙের কারণ হতে পারে এ ব্যাপারে তাঁকে কেউ সতর্ক করেনি। লকডাউনের নিয়ম ভেঙে ১০ নং ডাউনিং স্ট্রিটে পার্টির আয়োজন করে মদ্যপানের অভিযোগে তাঁর পদত্যাগের দাবি ওঠার পর তিনি এই দাবি করলেন। খবর বিবিসির।
বরিস জনসন বলছেন, ‘এটি যে বিধি বিরুদ্ধ সে বিষয়ে আমাকে কেউ সতর্ক করেনি। করলে, আমি তা মনে করতে পারতাম।’
এদিকে জনসনের বিশেষ সহকারী ডমিনিক কামিংস বলেছেন, তিনি প্রধানমন্ত্রীকে সতর্ক করেছিলেন। জনসন এমপিদের ভুল পথে পরিচালতি করছেন বলেও অভিযোগ করেন ডমিনিক।
এমপিদের ভুল পথে পরিচালিত করার অভিযোগ প্রমাণিত হলে পদত্যাগ করবেন কি না এমন প্রশ্নের জবাবে জনসন বলেন, ‘দেখা যাক, তদন্ত প্রতিবেদন কী বলে।’
উল্লেখ্য, করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে ২০২০ সালের মে মাসে যুক্তরাজ্যজুড়ে চলছিল লকডাউন। সেসময় দেশটিতে জমায়েত, পার্টি—সবকিছুর ওপরই নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি করেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, পার্টিতে মদ্যপান যে কোভিড স্বাস্থ্যবিধি ভঙের কারণ হতে পারে এ ব্যাপারে তাঁকে কেউ সতর্ক করেনি। লকডাউনের নিয়ম ভেঙে ১০ নং ডাউনিং স্ট্রিটে পার্টির আয়োজন করে মদ্যপানের অভিযোগে তাঁর পদত্যাগের দাবি ওঠার পর তিনি এই দাবি করলেন। খবর বিবিসির।
বরিস জনসন বলছেন, ‘এটি যে বিধি বিরুদ্ধ সে বিষয়ে আমাকে কেউ সতর্ক করেনি। করলে, আমি তা মনে করতে পারতাম।’
এদিকে জনসনের বিশেষ সহকারী ডমিনিক কামিংস বলেছেন, তিনি প্রধানমন্ত্রীকে সতর্ক করেছিলেন। জনসন এমপিদের ভুল পথে পরিচালতি করছেন বলেও অভিযোগ করেন ডমিনিক।
এমপিদের ভুল পথে পরিচালিত করার অভিযোগ প্রমাণিত হলে পদত্যাগ করবেন কি না এমন প্রশ্নের জবাবে জনসন বলেন, ‘দেখা যাক, তদন্ত প্রতিবেদন কী বলে।’
উল্লেখ্য, করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে ২০২০ সালের মে মাসে যুক্তরাজ্যজুড়ে চলছিল লকডাউন। সেসময় দেশটিতে জমায়েত, পার্টি—সবকিছুর ওপরই নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একইসঙ্গে, তেহরানের দমন-পীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
২১ মিনিট আগে
মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১০ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
১১ ঘণ্টা আগে