
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির রাজধানী বার্লিনের ব্রিটিশ দূতাবাসের এক প্রহরীকে গ্রেপ্তার করা হয় বছর খানেক আগে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর বিচারও শুরু হয়েছে। রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাচারসহ মোট আটটি অপরাধে তাঁর বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট আইনে অভিযুক্ত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পটসডামে বসবাসকারী ওই ব্রিটিশ নাগরিকের নাম ডেভিড ব্যালেন্টিন স্মিথ। তিনি বার্লিনের ব্রিটিশ দূতাবাসের প্রহরী হিসেবে কাজ করতেন। সম্প্রতি তাঁকে জার্মানি থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে, রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মান পুলিশ ডেভিড ব্যালেন্টিনকে ২০২১ সালে আগস্টে গ্রেপ্তার করে।
বিচারপতি মার্ক ওয়াল বলেছেন, স্মিথের বিরুদ্ধে আনীত অভিযোগের বিচারকাজ শুরু করতে কোনো বাধা নেই। স্মিথ গত সপ্তাহে লন্ডনের ওল্ড বেইলিকে আদালতে হাজির করা হয়েছিল এবং ২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বার্লিনে রাশিয়ার সামরিক অ্যাটাশে হিসেবে কর্মরত মেজর জেনারেল সের্গেই চুখুরভকে যুক্তরাজ্যের বেসামরিক কর্মচারীদের সম্পর্কে তথ্য দেওয়ার একটি অভিযোগে তাঁকে আদালত দোষী সাব্যস্ত করেন।
আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্মিথ তাঁর বিরুদ্ধে আনীত আরও ৭টি অভিযোগ স্বীকার করেছেন। এসব অভিযোগের মধ্যে রয়েছে, শত্রু দেশের জন্য বিশেষ করে রাশিয়ার কাছে গুরুত্ব বহন করে এমন তথ্য ও বস্তু সংগ্রহ করা এবং ব্রিটিশ দূতাবাসের নকশা রাশিয়ার কাছে হস্তান্তর করা।

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানির রাজধানী বার্লিনের ব্রিটিশ দূতাবাসের এক প্রহরীকে গ্রেপ্তার করা হয় বছর খানেক আগে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর বিচারও শুরু হয়েছে। রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাচারসহ মোট আটটি অপরাধে তাঁর বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট আইনে অভিযুক্ত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পটসডামে বসবাসকারী ওই ব্রিটিশ নাগরিকের নাম ডেভিড ব্যালেন্টিন স্মিথ। তিনি বার্লিনের ব্রিটিশ দূতাবাসের প্রহরী হিসেবে কাজ করতেন। সম্প্রতি তাঁকে জার্মানি থেকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে, রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মান পুলিশ ডেভিড ব্যালেন্টিনকে ২০২১ সালে আগস্টে গ্রেপ্তার করে।
বিচারপতি মার্ক ওয়াল বলেছেন, স্মিথের বিরুদ্ধে আনীত অভিযোগের বিচারকাজ শুরু করতে কোনো বাধা নেই। স্মিথ গত সপ্তাহে লন্ডনের ওল্ড বেইলিকে আদালতে হাজির করা হয়েছিল এবং ২০২০ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বার্লিনে রাশিয়ার সামরিক অ্যাটাশে হিসেবে কর্মরত মেজর জেনারেল সের্গেই চুখুরভকে যুক্তরাজ্যের বেসামরিক কর্মচারীদের সম্পর্কে তথ্য দেওয়ার একটি অভিযোগে তাঁকে আদালত দোষী সাব্যস্ত করেন।
আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্মিথ তাঁর বিরুদ্ধে আনীত আরও ৭টি অভিযোগ স্বীকার করেছেন। এসব অভিযোগের মধ্যে রয়েছে, শত্রু দেশের জন্য বিশেষ করে রাশিয়ার কাছে গুরুত্ব বহন করে এমন তথ্য ও বস্তু সংগ্রহ করা এবং ব্রিটিশ দূতাবাসের নকশা রাশিয়ার কাছে হস্তান্তর করা।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
২ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
৪ ঘণ্টা আগে
ফোরামে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। আমি বিশ্বাস করি, তাঁরা এখন এমন এক জায়গায় আছে, যেখান থেকে এক হয়ে চুক্তি সম্পন্ন করতে পারে। আর যদি তাঁরা তা না করে, তবে তাঁরা স্টুপিড। আমি জানি তাঁরা আসলে নির্বোধ নন, কিন্তু এই সমাধান করতে না পারলে তাঁদের নির্বোধই বলতে হবে।’
৪ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আবারও গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ফোরামে দেওয়া ভাষণে তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইউরোপীয় মিত্রদের প্রতি হুঁশিয়ারি...
৫ ঘণ্টা আগে