
ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আজ শনিবার বার্লিনে একটি অনানুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে সুইডেন ও ফিনল্যান্ড। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য না হওয়া সত্ত্বেও উভয় দেশ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করবে বলে ধারণা করা হচ্ছে।
মস্কো জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছাকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া। যদি তারা ন্যাটোর সদস্য হয় তবে সুইডেন ও ফিনল্যান্ডের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করবে এবং শীতল যুদ্ধের সময় ফিরে আসবে বলেও মনে করে মস্কো।
এদিকে ন্যাটোর আরেক সদস্য তুরস্কও আজকের বৈঠকে যোগ দিচ্ছে বলে জানা গেছে। তবে গতকাল শুক্রবার আকস্মিকভাবে ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগ দেওয়ার উদ্যোগে আপত্তি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, ‘স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল সন্ত্রাসী সংগঠনগুলোর অতিথিশালায় পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার উদ্যোগকে সমর্থন করতে পারি না।’
এর আগে ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে ফিনল্যান্ড ইচ্ছা প্রকাশ করলে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছিলেন, ফিনল্যান্ডকে ন্যাটোতে ‘উষ্ণতার সঙ্গে স্বাগত জানানো হবে’। দেশটির যোগদান যাতে ‘দ্রুত ও মসৃণ’ হয় তার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে ফিনল্যান্ড যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে ফ্রান্সের।
তবে রাশিয়া এ ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছে। মস্কো জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ড যদি ন্যাটোতে যোগ দেয়, তবে রাশিয়া সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আজ শনিবার বার্লিনে একটি অনানুষ্ঠানিক বৈঠকে বসতে যাচ্ছে সুইডেন ও ফিনল্যান্ড। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য না হওয়া সত্ত্বেও উভয় দেশ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করবে বলে ধারণা করা হচ্ছে।
মস্কো জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছাকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া। যদি তারা ন্যাটোর সদস্য হয় তবে সুইডেন ও ফিনল্যান্ডের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করবে এবং শীতল যুদ্ধের সময় ফিরে আসবে বলেও মনে করে মস্কো।
এদিকে ন্যাটোর আরেক সদস্য তুরস্কও আজকের বৈঠকে যোগ দিচ্ছে বলে জানা গেছে। তবে গতকাল শুক্রবার আকস্মিকভাবে ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগ দেওয়ার উদ্যোগে আপত্তি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, ‘স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল সন্ত্রাসী সংগঠনগুলোর অতিথিশালায় পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার উদ্যোগকে সমর্থন করতে পারি না।’
এর আগে ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে ফিনল্যান্ড ইচ্ছা প্রকাশ করলে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছিলেন, ফিনল্যান্ডকে ন্যাটোতে ‘উষ্ণতার সঙ্গে স্বাগত জানানো হবে’। দেশটির যোগদান যাতে ‘দ্রুত ও মসৃণ’ হয় তার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে ফিনল্যান্ড যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে ফ্রান্সের।
তবে রাশিয়া এ ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছে। মস্কো জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ড যদি ন্যাটোতে যোগ দেয়, তবে রাশিয়া সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৯ মিনিট আগে
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক করেছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে বুধবার (১৪ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
৪৩ মিনিট আগে
গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক লড়াই এখন তুঙ্গে। আজ বুধবার নিজের ট্রুথ সোশ্যালের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন। ন্যাটো জোটেরই উচিত আমাদের এটি পাইয়ে দিতে নেতৃত্ব দেওয়া।
৪৩ মিনিট আগে