
ইতালি চার বছর আগে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) যোগদান করে একটি ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছে। কারণ এটি রপ্তানি বাড়াতে তেমন কোনো সাহায্যই করেনি। আজ রোববার ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রাসেটো এ মন্তব্য করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির পূর্ববর্তী সরকার বিআরআই-এ যোগ দেয়। একমাত্র বড় পশ্চিমা দেশ হিসেবে বিআরআই-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইতালি। তবে বর্তমান সরকারের একটি বড় অংশই চায় ইতালি এই চুক্তি থেকে সরে আসুক। গুইডো ক্রাসেটো সরকারের সেই অংশেরই প্রতিনিধি।
বিআরআই বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে মাধ্যমে চীনকে পুরোনো সিল্ক রোডের মাধ্যমে এশিয়া এবং ইউরোপের সঙ্গে চীনকে যুক্ত করতে চায়। তবে সমালোচকেরা একে চীনের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে দেখছেন।
ক্রাসেটো বলেন, ‘সিল্ক রোডে যোগদানের সিদ্ধান্তটি ছিল একটি ভয়াবহ সিদ্ধান্ত। এটি ইতালিতে চীনের রপ্তানি বহুগুণ বাড়ালেও চীনে ইতালির রপ্তানিতে একইভাবে প্রভাবিত করেনি।’
তিনি আরও বলেন, ‘আজকের ইস্যু হলো কীভাবে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট না করে বিআরআই থেকে বেরিয়ে আসা যায়। কারণ বেইজিং আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদারও।’
এর আগে, গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, তার সরকার বিআরআই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছে। তিনি শিগগিরই বেইজিং ভ্রমণ করবেন বলেও জানান।

ইতালি চার বছর আগে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) যোগদান করে একটি ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছে। কারণ এটি রপ্তানি বাড়াতে তেমন কোনো সাহায্যই করেনি। আজ রোববার ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রাসেটো এ মন্তব্য করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির পূর্ববর্তী সরকার বিআরআই-এ যোগ দেয়। একমাত্র বড় পশ্চিমা দেশ হিসেবে বিআরআই-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইতালি। তবে বর্তমান সরকারের একটি বড় অংশই চায় ইতালি এই চুক্তি থেকে সরে আসুক। গুইডো ক্রাসেটো সরকারের সেই অংশেরই প্রতিনিধি।
বিআরআই বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে মাধ্যমে চীনকে পুরোনো সিল্ক রোডের মাধ্যমে এশিয়া এবং ইউরোপের সঙ্গে চীনকে যুক্ত করতে চায়। তবে সমালোচকেরা একে চীনের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে দেখছেন।
ক্রাসেটো বলেন, ‘সিল্ক রোডে যোগদানের সিদ্ধান্তটি ছিল একটি ভয়াবহ সিদ্ধান্ত। এটি ইতালিতে চীনের রপ্তানি বহুগুণ বাড়ালেও চীনে ইতালির রপ্তানিতে একইভাবে প্রভাবিত করেনি।’
তিনি আরও বলেন, ‘আজকের ইস্যু হলো কীভাবে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট না করে বিআরআই থেকে বেরিয়ে আসা যায়। কারণ বেইজিং আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদারও।’
এর আগে, গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, তার সরকার বিআরআই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছে। তিনি শিগগিরই বেইজিং ভ্রমণ করবেন বলেও জানান।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৮ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৮ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
১১ ঘণ্টা আগে