
রাশিয়া দাবি করেছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পোল্যান্ডে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তার জন্য ইউক্রেনই দায়ী। মস্কোর দাবি, রাশিয়ার মিসাইল ঠেকাতে ইউক্রেন পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তারই কোনো একটি গিয়ে পোল্যান্ডে বিস্ফোরিত হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ধ্বংসাবশেষের ছবি থেকে রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত যে, ইউক্রেনে এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গাইডেড অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইলের টুকরো সেই ধ্বংসাবশেষে রয়েছে।’ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইউক্রেনের ভূখণ্ড থেকেই ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের ৩৫ কিলোমিটার কিলোমিটার দূরত্বের ওই লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছিল।’
বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে পোল্যান্ড দেশটির সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দিয়েছে। এই ঘটনায় পোল্যান্ডে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছিল ওয়ারশ। এর পরপরই দেশটি ব্রাসেলসে ন্যাটোর সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতেরা এই বিষয়ে জরুরি আলোচনায় বলেছিলেন।
এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী লুদিভাইন দেদোন্দার এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণের ভিত্তিতে, এই হামলা সম্ভবত ইউক্রেনের বিমান বিধ্বংসী ব্যবস্থার আক্রমণের ফলাফল যা রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরোধ করতে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছিল।
এর আগে, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের প্রজেওদোতে এ হামলার ঘটনা ঘটে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষাবিষয়ক এক সরকারি কমিটির জরুরি বৈঠকে দেশটির সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং দেশের জনগণকে এ পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

রাশিয়া দাবি করেছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার পোল্যান্ডে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তার জন্য ইউক্রেনই দায়ী। মস্কোর দাবি, রাশিয়ার মিসাইল ঠেকাতে ইউক্রেন পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তারই কোনো একটি গিয়ে পোল্যান্ডে বিস্ফোরিত হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ধ্বংসাবশেষের ছবি থেকে রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা দ্ব্যর্থহীনভাবে নিশ্চিত যে, ইউক্রেনে এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গাইডেড অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইলের টুকরো সেই ধ্বংসাবশেষে রয়েছে।’ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইউক্রেনের ভূখণ্ড থেকেই ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের ৩৫ কিলোমিটার কিলোমিটার দূরত্বের ওই লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছিল।’
বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে পোল্যান্ড দেশটির সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দিয়েছে। এই ঘটনায় পোল্যান্ডে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছিল ওয়ারশ। এর পরপরই দেশটি ব্রাসেলসে ন্যাটোর সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতেরা এই বিষয়ে জরুরি আলোচনায় বলেছিলেন।
এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী লুদিভাইন দেদোন্দার এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের বিশ্লেষণের ভিত্তিতে, এই হামলা সম্ভবত ইউক্রেনের বিমান বিধ্বংসী ব্যবস্থার আক্রমণের ফলাফল যা রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরোধ করতে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছিল।
এর আগে, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের প্রজেওদোতে এ হামলার ঘটনা ঘটে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষাবিষয়ক এক সরকারি কমিটির জরুরি বৈঠকে দেশটির সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং দেশের জনগণকে এ পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসীর জন্য সবটুকু আশার আলো যেন নিভে যেতে বসেছে। উপত্যকার কয়েক ডজন আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা ওই অঞ্চলে জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রমকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বুধবার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তির লক্ষ্যমাত্রা থেকে তাঁর দেশ আর মাত্র ‘১০ শতাংশ’ দূরে। তবে তিনি সতর্ক করে বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত এবং মস্কোকে পুরস্কৃত করার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
১৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
১৫ ঘণ্টা আগে