
দেশের সীমানা পেরিয়ে দূর দেশে ভ্রমণ পৃথিবীজুড়েই দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। ভারতও এর ব্যতিক্রম নয়। প্রতিবছর দেশটি থেকে বিপুলসংখ্যক পর্যটক বিভিন্ন দেশে ঘুরতে যান। যেমনটা গিয়েছিলেন জয়পুরের দম্পতি রুচিকা সামদান ও রোহিত নিয়াতি। পাঁচ সপ্তাহের স্মরণীয় এক যাত্রায় বাংলাদেশি মুদ্রার হিসাবে মাত্র সাড়ে ৫ লাখ টাকা খরচ করে তাঁরা ইউরোপের ১৫টি দেশ ঘুরে এসেছেন। দুজন মিলে এত কম খরচে কীভাবে দীর্ঘদিন ইউরোপে ঘুরে বেড়ালেন, তা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে।
খুব কম টাকায় রুচিকা ও রোহিতের ইউরোপ ঘুরে দেখার অভিজ্ঞতা নিয়ে বুধবার একটি প্রতিবেদন ছেপেছে ভারতের ‘মিন্ট’ পত্রিকা। এতে জানানো হয়, একটি সতর্ক পরিকল্পনার মাধ্যমে এমন অসম্ভবকে সম্ভব করেছেন ওই দম্পতি। পুরো যাত্রায় তাঁদের খরচ হয়েছে মাত্র ৪ লাখ রুপি।
রুচিকা ও রোহিতের স্মরণীয় সেই যাত্রাটি শুরু হয়েছিল ২০২২ সালের গ্রীষ্মে। দিল্লি থেকে ডেনমার্কের কোপেনহেগেন ফ্লাইটের মধ্য দিয়ে। ভ্রমণে তাঁদের প্রথম কৌশলটি ছিল সাশ্রয়ী ফ্লাইট এবং নৈসর্গিক ট্রেন ভ্রমণকে বেছে নেওয়া। এর ফলে একদিকে যেমন খরচ বেঁচেছে, অন্যদিকে বিভিন্ন সংস্কৃতি এবং দুর্দান্ত সব দৃশ্যাবলির ভেতর দিয়ে রোমাঞ্চকর এক অভিযান শুরু হয়েছিল তাঁদের।
বিদেশ ভ্রমণে খরচ বাঁচানোর বিষয়ে রোহিত প্রাথমিক পরিকল্পনার ওপরই জোর দিয়েছেন সবচেয়ে বেশি। ১০ দিনের ট্রেন যাত্রাকে তাঁরা এমনভাবে সাজিয়েছিলেন, যেন ইউরোপের বিভিন্ন শহরগামী বাজেট ফ্লাইটগুলোকে তাঁরা ব্যবহার করতে পারেন। এভাবে ভ্রমণ করে মৌসুমি ছাড়ের মাধ্যমে কোনো কোনো ক্ষেত্রে তাঁদের অর্ধেক খরচই বেঁচে গিয়েছিল।
শহরগুলোতে থাকার দু-এক দিনের জন্য থাকার ব্যবস্থা করতেও বেশ কৌশলী ছিলেন রোহিত-রুচিকা দম্পতি। দেখা গেছে, তাঁরা ডেনমার্কের কোপেনহেগেন, জার্মানির বার্লিন এবং ফ্রান্সের প্যারিসের মতো শহরগুলোতে থাকা বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের বাসায় তাঁরা আতিথ্য নিয়েছেন। এভাবে তাঁরা তাঁদের সম্ভাব্য হোটেল খরচের ৭০ ভাগই বাঁচাতে পেরেছিলেন। এর ফলে একদিকে যেমন কাছের মানুষগুলোর সঙ্গে দেখা হওয়ার সুযোগ ঘটেছে, তেমনি এর মাধ্যমে স্থানীয় অভিজ্ঞতাগুলোও আরও ভালো হয়েছে।
দীর্ঘ ভ্রমণে খাবারের খরচও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ক্ষেত্রে কৌশলী না হলে ভ্রমণ খরচ দ্রুত বেড়ে যেতে পারে। রুচিকা আর রোহিত অবশ্য বিষয়টি পরিচিত মানুষদের ঘরোয়া পার্টি কিংবা আড্ডাতেই সেরে ফেলার চেষ্টা করেছেন। আর বাইরে খাবারের জন্য তাঁরা ‘দ্য ফর্ক’-এর মতো ইউরোপে জনপ্রিয় কয়েকটি অ্যাপের সুবিধা নিয়েছিলেন। এর ফলে তাঁরা ডিসকাউন্টে স্থানীয় ঐতিহ্য মিশ্রিত খাবারের স্বাদ নিতে পেরেছেন।
শহরগুলোতে যাতায়াতের ক্ষেত্রে পারতপক্ষে ট্যাক্সি কিংবা বেশি খরচের যানবাহনে চড়েননি ওই দম্পতি। সব সময় পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেছেন তাঁরা। এতে ইউরোপের সাধারণ পরিবেশ এবং রীতিনীতিকে তাঁরা খুব কাছ থেকে দেখতে পেরেছেন। অনেক ক্ষেত্রে তাঁরা হেঁটেও বহু পথ পাড়ি দিয়েছেন। দেখা গেছে, ইউরোপের বাতাস গায়ে লাগিয়ে তাঁরা প্রতিদিন গড়ে ২০ হাজার পদক্ষেপ ফেলেছেন।
ইউরোপের শহর থেকে শহরে পুরো যাত্রাজুড়ে তাঁরা নরওয়েতে সাগর আর উপত্যকার মিতালি, বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত পোল্যান্ডের ক্র্যাকো শহর কিংবা প্যারিসের ডিজনিল্যান্ডের মতো বিশেষ বিশেষ স্থানগুলোতে ভ্রমণ করেছেন। এই বিষয়গুলো প্রতিটি শহরের সংস্কৃতি এবং ইতিহাসকে জানার সুযোগ করে দিয়েছে। পুরো যাত্রায় বিনা মূল্যের হাঁটার অভিজ্ঞতাকেই সবচেয়ে রোমাঞ্চকর বলে মনে হয়েছে তাঁদের। এর ফলে তাঁরা আরও বেশি এবং বিচিত্র অভিজ্ঞতা লাভের সুযোগ পেয়েছেন।
ভারত থেকে ডেনমার্ক পৌঁছানোর পর তাঁরা একে একে সুইডেন, নরওয়ে, পোল্যান্ড, চেক রিপাবলিক, জার্মানি, লুক্সেমবার্গ, বেলজিয়াম, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রিয়া এবং সবশেষে ক্রোয়েশিয়ায় গিয়ে ভ্রমণের সমাপ্তি টানেন।

দেশের সীমানা পেরিয়ে দূর দেশে ভ্রমণ পৃথিবীজুড়েই দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। ভারতও এর ব্যতিক্রম নয়। প্রতিবছর দেশটি থেকে বিপুলসংখ্যক পর্যটক বিভিন্ন দেশে ঘুরতে যান। যেমনটা গিয়েছিলেন জয়পুরের দম্পতি রুচিকা সামদান ও রোহিত নিয়াতি। পাঁচ সপ্তাহের স্মরণীয় এক যাত্রায় বাংলাদেশি মুদ্রার হিসাবে মাত্র সাড়ে ৫ লাখ টাকা খরচ করে তাঁরা ইউরোপের ১৫টি দেশ ঘুরে এসেছেন। দুজন মিলে এত কম খরচে কীভাবে দীর্ঘদিন ইউরোপে ঘুরে বেড়ালেন, তা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে।
খুব কম টাকায় রুচিকা ও রোহিতের ইউরোপ ঘুরে দেখার অভিজ্ঞতা নিয়ে বুধবার একটি প্রতিবেদন ছেপেছে ভারতের ‘মিন্ট’ পত্রিকা। এতে জানানো হয়, একটি সতর্ক পরিকল্পনার মাধ্যমে এমন অসম্ভবকে সম্ভব করেছেন ওই দম্পতি। পুরো যাত্রায় তাঁদের খরচ হয়েছে মাত্র ৪ লাখ রুপি।
রুচিকা ও রোহিতের স্মরণীয় সেই যাত্রাটি শুরু হয়েছিল ২০২২ সালের গ্রীষ্মে। দিল্লি থেকে ডেনমার্কের কোপেনহেগেন ফ্লাইটের মধ্য দিয়ে। ভ্রমণে তাঁদের প্রথম কৌশলটি ছিল সাশ্রয়ী ফ্লাইট এবং নৈসর্গিক ট্রেন ভ্রমণকে বেছে নেওয়া। এর ফলে একদিকে যেমন খরচ বেঁচেছে, অন্যদিকে বিভিন্ন সংস্কৃতি এবং দুর্দান্ত সব দৃশ্যাবলির ভেতর দিয়ে রোমাঞ্চকর এক অভিযান শুরু হয়েছিল তাঁদের।
বিদেশ ভ্রমণে খরচ বাঁচানোর বিষয়ে রোহিত প্রাথমিক পরিকল্পনার ওপরই জোর দিয়েছেন সবচেয়ে বেশি। ১০ দিনের ট্রেন যাত্রাকে তাঁরা এমনভাবে সাজিয়েছিলেন, যেন ইউরোপের বিভিন্ন শহরগামী বাজেট ফ্লাইটগুলোকে তাঁরা ব্যবহার করতে পারেন। এভাবে ভ্রমণ করে মৌসুমি ছাড়ের মাধ্যমে কোনো কোনো ক্ষেত্রে তাঁদের অর্ধেক খরচই বেঁচে গিয়েছিল।
শহরগুলোতে থাকার দু-এক দিনের জন্য থাকার ব্যবস্থা করতেও বেশ কৌশলী ছিলেন রোহিত-রুচিকা দম্পতি। দেখা গেছে, তাঁরা ডেনমার্কের কোপেনহেগেন, জার্মানির বার্লিন এবং ফ্রান্সের প্যারিসের মতো শহরগুলোতে থাকা বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের বাসায় তাঁরা আতিথ্য নিয়েছেন। এভাবে তাঁরা তাঁদের সম্ভাব্য হোটেল খরচের ৭০ ভাগই বাঁচাতে পেরেছিলেন। এর ফলে একদিকে যেমন কাছের মানুষগুলোর সঙ্গে দেখা হওয়ার সুযোগ ঘটেছে, তেমনি এর মাধ্যমে স্থানীয় অভিজ্ঞতাগুলোও আরও ভালো হয়েছে।
দীর্ঘ ভ্রমণে খাবারের খরচও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ক্ষেত্রে কৌশলী না হলে ভ্রমণ খরচ দ্রুত বেড়ে যেতে পারে। রুচিকা আর রোহিত অবশ্য বিষয়টি পরিচিত মানুষদের ঘরোয়া পার্টি কিংবা আড্ডাতেই সেরে ফেলার চেষ্টা করেছেন। আর বাইরে খাবারের জন্য তাঁরা ‘দ্য ফর্ক’-এর মতো ইউরোপে জনপ্রিয় কয়েকটি অ্যাপের সুবিধা নিয়েছিলেন। এর ফলে তাঁরা ডিসকাউন্টে স্থানীয় ঐতিহ্য মিশ্রিত খাবারের স্বাদ নিতে পেরেছেন।
শহরগুলোতে যাতায়াতের ক্ষেত্রে পারতপক্ষে ট্যাক্সি কিংবা বেশি খরচের যানবাহনে চড়েননি ওই দম্পতি। সব সময় পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেছেন তাঁরা। এতে ইউরোপের সাধারণ পরিবেশ এবং রীতিনীতিকে তাঁরা খুব কাছ থেকে দেখতে পেরেছেন। অনেক ক্ষেত্রে তাঁরা হেঁটেও বহু পথ পাড়ি দিয়েছেন। দেখা গেছে, ইউরোপের বাতাস গায়ে লাগিয়ে তাঁরা প্রতিদিন গড়ে ২০ হাজার পদক্ষেপ ফেলেছেন।
ইউরোপের শহর থেকে শহরে পুরো যাত্রাজুড়ে তাঁরা নরওয়েতে সাগর আর উপত্যকার মিতালি, বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত পোল্যান্ডের ক্র্যাকো শহর কিংবা প্যারিসের ডিজনিল্যান্ডের মতো বিশেষ বিশেষ স্থানগুলোতে ভ্রমণ করেছেন। এই বিষয়গুলো প্রতিটি শহরের সংস্কৃতি এবং ইতিহাসকে জানার সুযোগ করে দিয়েছে। পুরো যাত্রায় বিনা মূল্যের হাঁটার অভিজ্ঞতাকেই সবচেয়ে রোমাঞ্চকর বলে মনে হয়েছে তাঁদের। এর ফলে তাঁরা আরও বেশি এবং বিচিত্র অভিজ্ঞতা লাভের সুযোগ পেয়েছেন।
ভারত থেকে ডেনমার্ক পৌঁছানোর পর তাঁরা একে একে সুইডেন, নরওয়ে, পোল্যান্ড, চেক রিপাবলিক, জার্মানি, লুক্সেমবার্গ, বেলজিয়াম, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রিয়া এবং সবশেষে ক্রোয়েশিয়ায় গিয়ে ভ্রমণের সমাপ্তি টানেন।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৬ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
৭ ঘণ্টা আগে