
রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারকে মস্কো আরও অস্ত্র এবং গোলাবারুদ দেবে বলে আশ্বস্ত করেছে। রোববার ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এ কথা জানান। কয়েক মাস ধরে বাখমুতে তুমুল লড়াই চলছে ওয়াগনার সদস্যদের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, কয়েক দিন ধরেই গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে বলে জানাচ্ছিলেন ওয়াগনার প্রধান। গোলাবারুদ না দিলে তাঁদের সদস্যদের বাখমুত থেকে প্রত্যাহার করা হবে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে হুমকিও দিয়েছিলেন তিনি।
গত কয়েক দিনে কয়েকটি ভিডিওবার্তা প্রকাশ করেন ইয়েভজেনি। তিনি বলেন, রাশিয়া বাখমুতে তাদের ওপর নির্ভর হলেও কোনো রকম সহায়তা করছে না। ফলে গোলাবারুদের অভাবে তাঁর বাহিনীর সদস্যরা নিহত হচ্ছে।
এরপর বাখমুত থেকে গ্রুপের সদস্যদের ফিরিয়ে নেওয়ার কথা জানান তিনি। নতুন এ ঘোষণায় প্রিগোজিনের ওয়াগনার সৈন্যদের সামনে দাঁড়িয়ে বলেছেন, ‘১০ মে আমরা বাখমুতের ওয়াগনার সৈন্যদের রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরত পাঠাতে বাধ্য হব। এর মধ্য দিয়ে বাখমুতে আমাদের আর কোনো সৈন্য থাকবে না। সৈন্যদের ক্ষয়ক্ষতি হ্রাস করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এই হুমকির পরই দ্রুত নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে রাশিয়া। মস্কো প্রশাসন বিবৃতিতে জানিয়েছে, ওয়াগনার গ্রুপকে সব রকম সাহায্য করা হবে। তাদের প্রয়োজনীয় গোলাবারুদ এবং অস্ত্র সরবরাহ করা হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
বাখমুতের জন্য যুদ্ধ কয়েক মাস ধরে চলছে। ধারণা করা হচ্ছে, এতে কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। এই যুদ্ধে ওয়াগনার গ্রুপ এবং রুশ সৈন্যরা এক হয়ে যুদ্ধ করেছে ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে। ইউক্রেন যেকোনো মূল্যে শহরটিকে রক্ষার চেষ্টা করে যাচ্ছে।

রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনারকে মস্কো আরও অস্ত্র এবং গোলাবারুদ দেবে বলে আশ্বস্ত করেছে। রোববার ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এ কথা জানান। কয়েক মাস ধরে বাখমুতে তুমুল লড়াই চলছে ওয়াগনার সদস্যদের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, কয়েক দিন ধরেই গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে বলে জানাচ্ছিলেন ওয়াগনার প্রধান। গোলাবারুদ না দিলে তাঁদের সদস্যদের বাখমুত থেকে প্রত্যাহার করা হবে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে হুমকিও দিয়েছিলেন তিনি।
গত কয়েক দিনে কয়েকটি ভিডিওবার্তা প্রকাশ করেন ইয়েভজেনি। তিনি বলেন, রাশিয়া বাখমুতে তাদের ওপর নির্ভর হলেও কোনো রকম সহায়তা করছে না। ফলে গোলাবারুদের অভাবে তাঁর বাহিনীর সদস্যরা নিহত হচ্ছে।
এরপর বাখমুত থেকে গ্রুপের সদস্যদের ফিরিয়ে নেওয়ার কথা জানান তিনি। নতুন এ ঘোষণায় প্রিগোজিনের ওয়াগনার সৈন্যদের সামনে দাঁড়িয়ে বলেছেন, ‘১০ মে আমরা বাখমুতের ওয়াগনার সৈন্যদের রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ফেরত পাঠাতে বাধ্য হব। এর মধ্য দিয়ে বাখমুতে আমাদের আর কোনো সৈন্য থাকবে না। সৈন্যদের ক্ষয়ক্ষতি হ্রাস করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এই হুমকির পরই দ্রুত নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে রাশিয়া। মস্কো প্রশাসন বিবৃতিতে জানিয়েছে, ওয়াগনার গ্রুপকে সব রকম সাহায্য করা হবে। তাদের প্রয়োজনীয় গোলাবারুদ এবং অস্ত্র সরবরাহ করা হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
বাখমুতের জন্য যুদ্ধ কয়েক মাস ধরে চলছে। ধারণা করা হচ্ছে, এতে কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। এই যুদ্ধে ওয়াগনার গ্রুপ এবং রুশ সৈন্যরা এক হয়ে যুদ্ধ করেছে ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে। ইউক্রেন যেকোনো মূল্যে শহরটিকে রক্ষার চেষ্টা করে যাচ্ছে।

ভেনেজুয়েলায় নাটকীয় সামরিক অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার গ্রিনল্যান্ড নিয়ে নজিরবিহীন কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব রুখতে উত্তর আটলান্টিক মহাসাগরের এই বিশাল দ্বীপটির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ মালিকানা প্রয়োজন বলে দাবি করেছে
১৮ মিনিট আগে
২০২৪ সালের পর ফের ইউক্রেনে ওরেশনিক হামলা চালাল রাশিয়া। ইউক্রেনকে আতঙ্কিত করতে এবং যুদ্ধ বন্ধের আলোচনার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পশ্চিমাদের কাছে রাশিয়ার সামরিক শক্তির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ওরেশনিক’ হাইপারসনিক মিসাইল উৎক্ষেপণ করেছেন বলে মনে করছেন বিশ্লেষকে
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে বিক্ষোভকারীরা সহিংস কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ অভিহিত করে তিনি বলেন, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই এসব কর্মকাণ্ডে লিপ্ত।
৪ ঘণ্টা আগে
ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
১৪ ঘণ্টা আগে