
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত চলছে গত ২৪ ফেব্রুয়ারি থেকে। মার্কিন চিন্তক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব দ্য স্টাডি অব ওয়ার এই সংঘাতের গত ২৪ ঘণ্টার একটি চিত্র তুলে ধরেছে। বলা হয়েছে, এই সময়ের মধ্যে রাশিয়ান বাহিনী ইউক্রেনের বেশ কয়েকটি শহরে আক্রমণ চালিয়েছে।
ইনস্টিটিউট অব দ্য স্টাডি অব ওয়ারের এই বিশ্লেষণ তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তাতে বলা হয়েছে, ইউক্রেনের কিছু অঞ্চলে রুশ আক্রমণ জোরদার হয়েছে। আবার কোথাও তা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। সর্বশেষ বিশ্লেষণের ওপর ভিত্তি করে রাশিয়ার আক্রমণের গত ২৪ ঘণ্টার একটি চিত্র নিচে দেওয়া হলো।
কিয়েভ: রুশ বাহিনী গত সোম ও মঙ্গলবার ইরপিন ও গুটা-মেজিহিরকসাতে বিক্ষিপ্ত আক্রমণ শুরু করেছে। রাজধানীর বাইরের অঞ্চলগুলোতেই তারা আক্রমণ করেছে। গত ২৪ ঘণ্টায় শহরের ভেতরে ঢোকার কোনো চেষ্টা করেনি তারা।
মারিউপোল: রাশিয়া পূর্ব ও পশ্চিম দিক থেকে দক্ষিণাঞ্চলীয় এই শহরে হামলা চালিয়ে যাচ্ছে।
খারকিভ: রুশ বাহিনী উত্তর-পূর্বের এই শহর ঘেরাও করার চেষ্টা চালাচ্ছে। তবে সেখানে তাদের গোলাবারুদ কমে গেছে বলে মনে করা হচ্ছে।
খেরসন অঞ্চল: রাশিয়া গতকাল মঙ্গলবার এই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে। তবে তাদের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন আছে। রুশরা এখনো জাপোরিঝিয়া বা মাইকোলাইভের মতো প্রধান শহরগুলোর দিকে এগোয়নি।
ওডেসা: রাশিয়া এখনো দক্ষিণের এই বন্দরনগরীকে লক্ষ্য করে সমুদ্রপথে অভিযান শুরু করতে প্রস্তুত নয়। কারণ সেখানে স্থলপথে কোনো সেনা ব্যারাক তারা এখনো স্থাপন করেনি।
এদিকে বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশে রাশিয়ার সেনাবাহিনী হামলা জোরদার করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়ে, রুশ সেনাদের হামলার মুখে কিয়েভের পতনের আশঙ্কা করছেন দেশটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাশিয়ার সঙ্গে সমঝোতারও ইঙ্গিত দেওয়া হয়েছে। ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ ন্যাটো সদস্যপদের বিষয়ে মস্কোর সঙ্গে একটি সমঝোতায় যেতে প্রস্তুত।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত চলছে গত ২৪ ফেব্রুয়ারি থেকে। মার্কিন চিন্তক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব দ্য স্টাডি অব ওয়ার এই সংঘাতের গত ২৪ ঘণ্টার একটি চিত্র তুলে ধরেছে। বলা হয়েছে, এই সময়ের মধ্যে রাশিয়ান বাহিনী ইউক্রেনের বেশ কয়েকটি শহরে আক্রমণ চালিয়েছে।
ইনস্টিটিউট অব দ্য স্টাডি অব ওয়ারের এই বিশ্লেষণ তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তাতে বলা হয়েছে, ইউক্রেনের কিছু অঞ্চলে রুশ আক্রমণ জোরদার হয়েছে। আবার কোথাও তা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। সর্বশেষ বিশ্লেষণের ওপর ভিত্তি করে রাশিয়ার আক্রমণের গত ২৪ ঘণ্টার একটি চিত্র নিচে দেওয়া হলো।
কিয়েভ: রুশ বাহিনী গত সোম ও মঙ্গলবার ইরপিন ও গুটা-মেজিহিরকসাতে বিক্ষিপ্ত আক্রমণ শুরু করেছে। রাজধানীর বাইরের অঞ্চলগুলোতেই তারা আক্রমণ করেছে। গত ২৪ ঘণ্টায় শহরের ভেতরে ঢোকার কোনো চেষ্টা করেনি তারা।
মারিউপোল: রাশিয়া পূর্ব ও পশ্চিম দিক থেকে দক্ষিণাঞ্চলীয় এই শহরে হামলা চালিয়ে যাচ্ছে।
খারকিভ: রুশ বাহিনী উত্তর-পূর্বের এই শহর ঘেরাও করার চেষ্টা চালাচ্ছে। তবে সেখানে তাদের গোলাবারুদ কমে গেছে বলে মনে করা হচ্ছে।
খেরসন অঞ্চল: রাশিয়া গতকাল মঙ্গলবার এই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে। তবে তাদের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন আছে। রুশরা এখনো জাপোরিঝিয়া বা মাইকোলাইভের মতো প্রধান শহরগুলোর দিকে এগোয়নি।
ওডেসা: রাশিয়া এখনো দক্ষিণের এই বন্দরনগরীকে লক্ষ্য করে সমুদ্রপথে অভিযান শুরু করতে প্রস্তুত নয়। কারণ সেখানে স্থলপথে কোনো সেনা ব্যারাক তারা এখনো স্থাপন করেনি।
এদিকে বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশে রাশিয়ার সেনাবাহিনী হামলা জোরদার করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়ে, রুশ সেনাদের হামলার মুখে কিয়েভের পতনের আশঙ্কা করছেন দেশটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এমনকি ইউক্রেনের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাশিয়ার সঙ্গে সমঝোতারও ইঙ্গিত দেওয়া হয়েছে। ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভ ন্যাটো সদস্যপদের বিষয়ে মস্কোর সঙ্গে একটি সমঝোতায় যেতে প্রস্তুত।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে মোট ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৩ ঘণ্টা আগে
গাজায় প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য গঠিত নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি শান্তি, অর্থনৈতিক উন্নয়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এমনটি বলা হয়েছে কমিটির শীর্ষ কর্মকর্তা ড. আলী শাথ প্রকাশিত এক মিশন স্টেটমেন্টে।
৪ ঘণ্টা আগে