
এক জুনিয়র মন্ত্রীকে বরখাস্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেই সঙ্গে ক্ষমতাসীন লেবার পার্টি থেকেও তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, একটি হোয়াটসঅ্যাপ বার্তার কারণে জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুইনকে গতকাল শনিবার বরখাস্ত করা হয়েছে।
তবে মন্ত্রীর দাবি, তাঁর বক্তব্য ভুল বোঝা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুইন এক্স হ্যান্ডলে ক্ষমা চেয়ে বলেছেন, তিনি ডেইলি মেইলের একটি প্রতিবেদনের পর দুঃখ প্রকাশ করছেন। প্রতিবেদনে বলা হয়েছিল, তিনি হোয়াটসঅ্যাপে তাঁর নির্বাচনী এলাকার জনগণ এবং অন্য সংসদ সদস্যদের নিয়ে অপমানজনক বার্তা পাঠিয়েছিলেন।
মন্ত্রী বলেন, ‘আমি গভীরভাবে আমার “ভুলভাবে বিচার করা” মন্তব্যগুলোর জন্য অনুতপ্ত এবং যে কোনো অসন্তোষের জন্য ক্ষমাপ্রার্থী। প্রধানমন্ত্রী এবং দলের নেওয়া সিদ্ধান্ত আমি বুঝতে পারছি। বরখাস্ত হওয়ায় আমি খুবই দুঃখিত, তবে সরকার ও জনগণকে যেকোনোভাবে সমর্থন করব।’
সরকারের একজন মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী স্টারমার জনসেবায় উচ্চ মান বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘যে কোনো মন্ত্রী এই মানদণ্ডে ব্যর্থ হলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী দ্বিধা করবেন না।’
লেবার পার্টি গত জুলাইয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয় পায়। তবে সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, দলের জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে। অর্থনীতি নিয়ে ব্যাপক চাপের মুখে রয়েছে লেবার সরকার।
এর মধ্যে গত মাসে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদের খবর প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম। এর জেরে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আর্থিক পরিষেবার দায়িত্বে থাকা মন্ত্রী টিউলিপ পদত্যাগ করেন।
এর আগে গত নভেম্বরে পরিবহনমন্ত্রী লুইস হেইগ পদত্যাগ করেন। সরকারে যোগদানের আগে একটি ছোট অপরাধের জন্য দায় স্বীকার করে পদত্যাগ করেন তিনি।

এক জুনিয়র মন্ত্রীকে বরখাস্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেই সঙ্গে ক্ষমতাসীন লেবার পার্টি থেকেও তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, একটি হোয়াটসঅ্যাপ বার্তার কারণে জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুইনকে গতকাল শনিবার বরখাস্ত করা হয়েছে।
তবে মন্ত্রীর দাবি, তাঁর বক্তব্য ভুল বোঝা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুইন এক্স হ্যান্ডলে ক্ষমা চেয়ে বলেছেন, তিনি ডেইলি মেইলের একটি প্রতিবেদনের পর দুঃখ প্রকাশ করছেন। প্রতিবেদনে বলা হয়েছিল, তিনি হোয়াটসঅ্যাপে তাঁর নির্বাচনী এলাকার জনগণ এবং অন্য সংসদ সদস্যদের নিয়ে অপমানজনক বার্তা পাঠিয়েছিলেন।
মন্ত্রী বলেন, ‘আমি গভীরভাবে আমার “ভুলভাবে বিচার করা” মন্তব্যগুলোর জন্য অনুতপ্ত এবং যে কোনো অসন্তোষের জন্য ক্ষমাপ্রার্থী। প্রধানমন্ত্রী এবং দলের নেওয়া সিদ্ধান্ত আমি বুঝতে পারছি। বরখাস্ত হওয়ায় আমি খুবই দুঃখিত, তবে সরকার ও জনগণকে যেকোনোভাবে সমর্থন করব।’
সরকারের একজন মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী স্টারমার জনসেবায় উচ্চ মান বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘যে কোনো মন্ত্রী এই মানদণ্ডে ব্যর্থ হলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী দ্বিধা করবেন না।’
লেবার পার্টি গত জুলাইয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয় পায়। তবে সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, দলের জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে। অর্থনীতি নিয়ে ব্যাপক চাপের মুখে রয়েছে লেবার সরকার।
এর মধ্যে গত মাসে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদের খবর প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম। এর জেরে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং আর্থিক পরিষেবার দায়িত্বে থাকা মন্ত্রী টিউলিপ পদত্যাগ করেন।
এর আগে গত নভেম্বরে পরিবহনমন্ত্রী লুইস হেইগ পদত্যাগ করেন। সরকারে যোগদানের আগে একটি ছোট অপরাধের জন্য দায় স্বীকার করে পদত্যাগ করেন তিনি।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
১০ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
১০ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদিবিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদিবিদ্বেষী ঘি ঢালার সমান।
১১ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
১২ ঘণ্টা আগে