
হঠাৎ করে ইউক্রেন সফরে গেছেন জার্মানির অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী বরার্ট হ্যাবেক। আজ সোমবার তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন। যুদ্ধ-পরবর্তী ইউক্রেন গঠন বিষয়ে আলোচনা করতেই তাঁর এ সফর বলে জানা গেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জার্মানির অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বরার্ট হ্যাবেকের কিয়েভ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিরাপত্তাজনিত কারণে তাঁর সফরের বিস্তারিত জানাতে তিনি অস্বীকার করেছেন।
জার্মানির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অর্থমন্ত্রী হ্যাবেক একটি ছোট ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে ট্রেনযোগে কিয়েভে গেছেন। স্থানীয় সংবাদমাধ্যম বিল্ড জানিয়েছে, অর্থমন্ত্রী কিয়েভ যাওয়ার আগে রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সে সময় তিনি বলেন, এই যুদ্ধে ইউক্রেন জয়ী হবে এবং আমরা ইউক্রেনকে পুনর্নির্মাণ করব—এমন সংকেত দিতে আমরা কিয়েভে যাচ্ছি।
ইউক্রেন ভবিষ্যতে জার্মানির শক্তিশালী অর্থনৈতিক অংশীদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী বরার্ট হ্যাবেক।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেন সফরে গেলেন হ্যাবেক। তিনি অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পাশাপাশি জার্মানির ভাইস চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে চ্যান্সেলর ওলাফ শুলজ, পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকসহ আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিয়েভ সফর করেছেন।
হ্যাবেকের সফরসঙ্গীর মধ্যে রয়েছেন ফেডারেশন অফ জার্মান ইন্ডাস্ট্রিজের (বিডিআই) প্রধান সিগফ্রাইড রাসওয়ার্ম। তিনি বলেছেন, আমরা ইউক্রেনকে এই বার্তা দিতে চাই যে, জার্মানি অর্থনৈতিক সহায়তা নিয়ে তাদের পাশে আছে।
এর আগে বিশ্বব্যাংক জানিয়েছে, যুদ্ধ-পরবর্তী ইউক্রেনকে পুনর্গঠন করতে কমপক্ষে ৩৮ হাজার কোটি ইউরো প্রয়োজন হবে।

হঠাৎ করে ইউক্রেন সফরে গেছেন জার্মানির অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী বরার্ট হ্যাবেক। আজ সোমবার তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন। যুদ্ধ-পরবর্তী ইউক্রেন গঠন বিষয়ে আলোচনা করতেই তাঁর এ সফর বলে জানা গেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জার্মানির অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বরার্ট হ্যাবেকের কিয়েভ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিরাপত্তাজনিত কারণে তাঁর সফরের বিস্তারিত জানাতে তিনি অস্বীকার করেছেন।
জার্মানির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অর্থমন্ত্রী হ্যাবেক একটি ছোট ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে ট্রেনযোগে কিয়েভে গেছেন। স্থানীয় সংবাদমাধ্যম বিল্ড জানিয়েছে, অর্থমন্ত্রী কিয়েভ যাওয়ার আগে রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সে সময় তিনি বলেন, এই যুদ্ধে ইউক্রেন জয়ী হবে এবং আমরা ইউক্রেনকে পুনর্নির্মাণ করব—এমন সংকেত দিতে আমরা কিয়েভে যাচ্ছি।
ইউক্রেন ভবিষ্যতে জার্মানির শক্তিশালী অর্থনৈতিক অংশীদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী বরার্ট হ্যাবেক।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেন সফরে গেলেন হ্যাবেক। তিনি অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পাশাপাশি জার্মানির ভাইস চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে চ্যান্সেলর ওলাফ শুলজ, পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকসহ আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিয়েভ সফর করেছেন।
হ্যাবেকের সফরসঙ্গীর মধ্যে রয়েছেন ফেডারেশন অফ জার্মান ইন্ডাস্ট্রিজের (বিডিআই) প্রধান সিগফ্রাইড রাসওয়ার্ম। তিনি বলেছেন, আমরা ইউক্রেনকে এই বার্তা দিতে চাই যে, জার্মানি অর্থনৈতিক সহায়তা নিয়ে তাদের পাশে আছে।
এর আগে বিশ্বব্যাংক জানিয়েছে, যুদ্ধ-পরবর্তী ইউক্রেনকে পুনর্গঠন করতে কমপক্ষে ৩৮ হাজার কোটি ইউরো প্রয়োজন হবে।

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সুরক্ষিত এলাকায় চীনা মালিকানাধীন একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ১ চীনা নাগরিক ও ছয় আফগান নিহত হয়েছেন। এই ঘটনায় এক শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
২১ মিনিট আগে
গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৯ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৯ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
১২ ঘণ্টা আগে