
হঠাৎ করে ইউক্রেন সফরে গেছেন জার্মানির অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী বরার্ট হ্যাবেক। আজ সোমবার তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন। যুদ্ধ-পরবর্তী ইউক্রেন গঠন বিষয়ে আলোচনা করতেই তাঁর এ সফর বলে জানা গেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জার্মানির অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বরার্ট হ্যাবেকের কিয়েভ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিরাপত্তাজনিত কারণে তাঁর সফরের বিস্তারিত জানাতে তিনি অস্বীকার করেছেন।
জার্মানির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অর্থমন্ত্রী হ্যাবেক একটি ছোট ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে ট্রেনযোগে কিয়েভে গেছেন। স্থানীয় সংবাদমাধ্যম বিল্ড জানিয়েছে, অর্থমন্ত্রী কিয়েভ যাওয়ার আগে রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সে সময় তিনি বলেন, এই যুদ্ধে ইউক্রেন জয়ী হবে এবং আমরা ইউক্রেনকে পুনর্নির্মাণ করব—এমন সংকেত দিতে আমরা কিয়েভে যাচ্ছি।
ইউক্রেন ভবিষ্যতে জার্মানির শক্তিশালী অর্থনৈতিক অংশীদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী বরার্ট হ্যাবেক।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেন সফরে গেলেন হ্যাবেক। তিনি অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পাশাপাশি জার্মানির ভাইস চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে চ্যান্সেলর ওলাফ শুলজ, পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকসহ আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিয়েভ সফর করেছেন।
হ্যাবেকের সফরসঙ্গীর মধ্যে রয়েছেন ফেডারেশন অফ জার্মান ইন্ডাস্ট্রিজের (বিডিআই) প্রধান সিগফ্রাইড রাসওয়ার্ম। তিনি বলেছেন, আমরা ইউক্রেনকে এই বার্তা দিতে চাই যে, জার্মানি অর্থনৈতিক সহায়তা নিয়ে তাদের পাশে আছে।
এর আগে বিশ্বব্যাংক জানিয়েছে, যুদ্ধ-পরবর্তী ইউক্রেনকে পুনর্গঠন করতে কমপক্ষে ৩৮ হাজার কোটি ইউরো প্রয়োজন হবে।

হঠাৎ করে ইউক্রেন সফরে গেছেন জার্মানির অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী বরার্ট হ্যাবেক। আজ সোমবার তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন। যুদ্ধ-পরবর্তী ইউক্রেন গঠন বিষয়ে আলোচনা করতেই তাঁর এ সফর বলে জানা গেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জার্মানির অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বরার্ট হ্যাবেকের কিয়েভ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিরাপত্তাজনিত কারণে তাঁর সফরের বিস্তারিত জানাতে তিনি অস্বীকার করেছেন।
জার্মানির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অর্থমন্ত্রী হ্যাবেক একটি ছোট ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে ট্রেনযোগে কিয়েভে গেছেন। স্থানীয় সংবাদমাধ্যম বিল্ড জানিয়েছে, অর্থমন্ত্রী কিয়েভ যাওয়ার আগে রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সে সময় তিনি বলেন, এই যুদ্ধে ইউক্রেন জয়ী হবে এবং আমরা ইউক্রেনকে পুনর্নির্মাণ করব—এমন সংকেত দিতে আমরা কিয়েভে যাচ্ছি।
ইউক্রেন ভবিষ্যতে জার্মানির শক্তিশালী অর্থনৈতিক অংশীদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী বরার্ট হ্যাবেক।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেন সফরে গেলেন হ্যাবেক। তিনি অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পাশাপাশি জার্মানির ভাইস চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে চ্যান্সেলর ওলাফ শুলজ, পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকসহ আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিয়েভ সফর করেছেন।
হ্যাবেকের সফরসঙ্গীর মধ্যে রয়েছেন ফেডারেশন অফ জার্মান ইন্ডাস্ট্রিজের (বিডিআই) প্রধান সিগফ্রাইড রাসওয়ার্ম। তিনি বলেছেন, আমরা ইউক্রেনকে এই বার্তা দিতে চাই যে, জার্মানি অর্থনৈতিক সহায়তা নিয়ে তাদের পাশে আছে।
এর আগে বিশ্বব্যাংক জানিয়েছে, যুদ্ধ-পরবর্তী ইউক্রেনকে পুনর্গঠন করতে কমপক্ষে ৩৮ হাজার কোটি ইউরো প্রয়োজন হবে।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৬ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৮ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৯ ঘণ্টা আগে