
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাড়াটে যোদ্ধা বাহিনী ভাগনারের ক্ষণস্থায়ী বিদ্রোহ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও আরও কিছু দেশের প্রধানের সঙ্গে কথা বলেছেন ভলোদিমির জেলেনস্কি। তাঁদের মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও আছেন।
জো বাইডেনের সঙ্গে তাঁর দীর্ঘ আলোচনা হয়েছে বলে জেলেনস্কি জানিয়েছেন। গতকাল রোববার একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ভাগনার বিদ্রোহ নিয়ে তাঁর আলোচনা হয়েছে। তাঁর মতে, রাশিয়ার এই পরিস্থিতি প্রমাণ করে, পুতিনের জনপ্রিয়তা কমছে।
জেলেনস্কি টুইটারে জানান, বাইডেনের আগে পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও কথা হয়েছে।
জেলেনস্কি বলেছেন, সবার সঙ্গেই রাশিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে তাঁর। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে এই বিদ্রোহ সহায়তা করবে কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। কয়েক দিনের মধ্যেই ন্যাটোর বৈঠক শুরু হবে। সেখানে এই বিষয়গুলো যাতে আলোচনায় আসে, সে কারণেই এদিন সকলকে আলাদা করে ফোন করেন তিনি।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত এক বছরে শুধু যুক্তরাজ্য ১৭ হাজার ইউক্রেনের সেনাকে প্রশিক্ষণ দিয়েছে। পাঁচ সপ্তাহের এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন ইন্টারফেস’।
কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, লিথুনিয়ার মতো দেশ এই প্রশিক্ষণে যুক্তরাজ্যকে সাহায্য করেছে বলে জানানো হয়েছে।
ইউক্রেনের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এই সেনা প্রশিক্ষণ নিতে এসেছিলেন। তাঁরা সকলেই দেশের জন্য লড়তে চান। পাঁচ সপ্তাহে তাঁরা অনেকটাই প্রশিক্ষণ পেয়েছেন।
এদিকে সোমবারই লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন। ইউক্রেনকে কীভাবে সাহায্য করা হবে, সামরিক দিক থেকে আর কী কী সাহায্য দেওয়া প্রয়োজন, এই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, ইউক্রেন নয়, রাশিয়া এবার নিজের সমস্যার দিকে মন দিক। নিজের জনগণকে সামলাক। দেশের ভিতর বিদ্রোহের আগুন বন্ধ করুক।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাড়াটে যোদ্ধা বাহিনী ভাগনারের ক্ষণস্থায়ী বিদ্রোহ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও আরও কিছু দেশের প্রধানের সঙ্গে কথা বলেছেন ভলোদিমির জেলেনস্কি। তাঁদের মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও আছেন।
জো বাইডেনের সঙ্গে তাঁর দীর্ঘ আলোচনা হয়েছে বলে জেলেনস্কি জানিয়েছেন। গতকাল রোববার একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ভাগনার বিদ্রোহ নিয়ে তাঁর আলোচনা হয়েছে। তাঁর মতে, রাশিয়ার এই পরিস্থিতি প্রমাণ করে, পুতিনের জনপ্রিয়তা কমছে।
জেলেনস্কি টুইটারে জানান, বাইডেনের আগে পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও কথা হয়েছে।
জেলেনস্কি বলেছেন, সবার সঙ্গেই রাশিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে তাঁর। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে এই বিদ্রোহ সহায়তা করবে কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। কয়েক দিনের মধ্যেই ন্যাটোর বৈঠক শুরু হবে। সেখানে এই বিষয়গুলো যাতে আলোচনায় আসে, সে কারণেই এদিন সকলকে আলাদা করে ফোন করেন তিনি।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত এক বছরে শুধু যুক্তরাজ্য ১৭ হাজার ইউক্রেনের সেনাকে প্রশিক্ষণ দিয়েছে। পাঁচ সপ্তাহের এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন ইন্টারফেস’।
কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, লিথুনিয়ার মতো দেশ এই প্রশিক্ষণে যুক্তরাজ্যকে সাহায্য করেছে বলে জানানো হয়েছে।
ইউক্রেনের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এই সেনা প্রশিক্ষণ নিতে এসেছিলেন। তাঁরা সকলেই দেশের জন্য লড়তে চান। পাঁচ সপ্তাহে তাঁরা অনেকটাই প্রশিক্ষণ পেয়েছেন।
এদিকে সোমবারই লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন। ইউক্রেনকে কীভাবে সাহায্য করা হবে, সামরিক দিক থেকে আর কী কী সাহায্য দেওয়া প্রয়োজন, এই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, ইউক্রেন নয়, রাশিয়া এবার নিজের সমস্যার দিকে মন দিক। নিজের জনগণকে সামলাক। দেশের ভিতর বিদ্রোহের আগুন বন্ধ করুক।

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
১ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৬ ঘণ্টা আগে