
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাড়াটে যোদ্ধা বাহিনী ভাগনারের ক্ষণস্থায়ী বিদ্রোহ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও আরও কিছু দেশের প্রধানের সঙ্গে কথা বলেছেন ভলোদিমির জেলেনস্কি। তাঁদের মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও আছেন।
জো বাইডেনের সঙ্গে তাঁর দীর্ঘ আলোচনা হয়েছে বলে জেলেনস্কি জানিয়েছেন। গতকাল রোববার একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ভাগনার বিদ্রোহ নিয়ে তাঁর আলোচনা হয়েছে। তাঁর মতে, রাশিয়ার এই পরিস্থিতি প্রমাণ করে, পুতিনের জনপ্রিয়তা কমছে।
জেলেনস্কি টুইটারে জানান, বাইডেনের আগে পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও কথা হয়েছে।
জেলেনস্কি বলেছেন, সবার সঙ্গেই রাশিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে তাঁর। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে এই বিদ্রোহ সহায়তা করবে কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। কয়েক দিনের মধ্যেই ন্যাটোর বৈঠক শুরু হবে। সেখানে এই বিষয়গুলো যাতে আলোচনায় আসে, সে কারণেই এদিন সকলকে আলাদা করে ফোন করেন তিনি।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত এক বছরে শুধু যুক্তরাজ্য ১৭ হাজার ইউক্রেনের সেনাকে প্রশিক্ষণ দিয়েছে। পাঁচ সপ্তাহের এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন ইন্টারফেস’।
কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, লিথুনিয়ার মতো দেশ এই প্রশিক্ষণে যুক্তরাজ্যকে সাহায্য করেছে বলে জানানো হয়েছে।
ইউক্রেনের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এই সেনা প্রশিক্ষণ নিতে এসেছিলেন। তাঁরা সকলেই দেশের জন্য লড়তে চান। পাঁচ সপ্তাহে তাঁরা অনেকটাই প্রশিক্ষণ পেয়েছেন।
এদিকে সোমবারই লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন। ইউক্রেনকে কীভাবে সাহায্য করা হবে, সামরিক দিক থেকে আর কী কী সাহায্য দেওয়া প্রয়োজন, এই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, ইউক্রেন নয়, রাশিয়া এবার নিজের সমস্যার দিকে মন দিক। নিজের জনগণকে সামলাক। দেশের ভিতর বিদ্রোহের আগুন বন্ধ করুক।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাড়াটে যোদ্ধা বাহিনী ভাগনারের ক্ষণস্থায়ী বিদ্রোহ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও আরও কিছু দেশের প্রধানের সঙ্গে কথা বলেছেন ভলোদিমির জেলেনস্কি। তাঁদের মধ্যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও আছেন।
জো বাইডেনের সঙ্গে তাঁর দীর্ঘ আলোচনা হয়েছে বলে জেলেনস্কি জানিয়েছেন। গতকাল রোববার একাধিক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ভাগনার বিদ্রোহ নিয়ে তাঁর আলোচনা হয়েছে। তাঁর মতে, রাশিয়ার এই পরিস্থিতি প্রমাণ করে, পুতিনের জনপ্রিয়তা কমছে।
জেলেনস্কি টুইটারে জানান, বাইডেনের আগে পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও কথা হয়েছে।
জেলেনস্কি বলেছেন, সবার সঙ্গেই রাশিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে তাঁর। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে এই বিদ্রোহ সহায়তা করবে কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। কয়েক দিনের মধ্যেই ন্যাটোর বৈঠক শুরু হবে। সেখানে এই বিষয়গুলো যাতে আলোচনায় আসে, সে কারণেই এদিন সকলকে আলাদা করে ফোন করেন তিনি।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত এক বছরে শুধু যুক্তরাজ্য ১৭ হাজার ইউক্রেনের সেনাকে প্রশিক্ষণ দিয়েছে। পাঁচ সপ্তাহের এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন ইন্টারফেস’।
কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, লিথুনিয়ার মতো দেশ এই প্রশিক্ষণে যুক্তরাজ্যকে সাহায্য করেছে বলে জানানো হয়েছে।
ইউক্রেনের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এই সেনা প্রশিক্ষণ নিতে এসেছিলেন। তাঁরা সকলেই দেশের জন্য লড়তে চান। পাঁচ সপ্তাহে তাঁরা অনেকটাই প্রশিক্ষণ পেয়েছেন।
এদিকে সোমবারই লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন। ইউক্রেনকে কীভাবে সাহায্য করা হবে, সামরিক দিক থেকে আর কী কী সাহায্য দেওয়া প্রয়োজন, এই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, ইউক্রেন নয়, রাশিয়া এবার নিজের সমস্যার দিকে মন দিক। নিজের জনগণকে সামলাক। দেশের ভিতর বিদ্রোহের আগুন বন্ধ করুক।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের নীতিনির্ধারকেরা গ্যাবার্ডের পূর্বতন রাজনৈতিক অবস্থান নিয়ে সন্দিহান ছিলেন। তাই তাঁকে এই অভিযানের পরিকল্পনায় সম্পৃক্ত করা হয়নি।
১ ঘণ্টা আগে
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘সে (মাচাদো) আগামী সপ্তাহে আমার সঙ্গে দেখা করতে আসছে। আমি তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। আমি নোবেলের বিষয়টি শুনেছি। যদি সে এমন কিছু করে, তবে এটি বড় সম্মানের বিষয় হবে।’
২ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ডস (আইআরজিসি)। শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে তারা বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেডলাইন ঘোষণা করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ কিউবার বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিকে অত্যন্ত ‘শোচনীয়’ হিসেবে বর্ণনা করলেও, দেশটির কমিউনিস্ট সরকারের পতন এখন সময়ের ব্যাপার—এমন কোনো প্রমাণ পায়নি। গত সপ্তাহে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, কারাকাসের সমর্থন...
৫ ঘণ্টা আগে