
কদিন পরই ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক। কিন্তু এর আগেই শহরটিতে এক অস্ট্রেলিয়ান নারী সংঘবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছেন বলে বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ফ্রান্সের লে পারসিয়ান পত্রিকার বরাতে আরও বলা হয়েছে, ২৫ বছর বয়সী ওই অস্ট্রেলিয়ান নারী গত শনিবার প্যারিসের প্রতিবেশী পিগাল্লের একটি সুপরিচিত রেস্তোরাঁয় ছেঁড়া কাপড়ে প্রবেশ করেছিলেন। প্যারিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ওই এলাকাটিতে শুক্র এবং শনিবারের মধ্যে একটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার তদন্ত চলছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পিগ্যাল্লে জেলার কেবাব শপ নামে একটি রেস্তোরাঁয় আশ্রয় নিয়েছিলেন ওই নারী। তাঁর কাপড়-চোপড়ে আক্রান্ত হওয়ার চিহ্ন ছিল। নারীর ওই অবস্থা দেখে রেস্তোরাঁ কর্তৃপক্ষ সহযোগিতা চাইলে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে ওই বাহিনী নারীটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন অলিম্পিককে সামনে রেখে ফ্রান্সের নিরাপত্তা বাহিনীগুলো সন্ত্রাসী হামলাসহ, সাইবার হামলা, শ্রমিক অসন্তোষের কারণে গণবিস্ফোরণের মতো হুমকিগুলো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে।
ধর্ষণের ঘটনায় অস্ট্রেলিয়ান অলিম্পিক দলের পাবলিক অ্যাফেয়ার্স এবং কমিউনিকেশন চিফ সারা গর্ডন বিবৃতি দিয়েছেন, অস্ট্রেলিয়ার ক্রীড়াবিদেরা ইতিমধ্যে ঘটনাটির কথা জেনেছেন। উদ্ভূত পরিস্থিতিতে তাঁদেরকে দলের পোশাকে কোনো জনসমাগমে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গর্ডন আরও জানান, ফ্রান্সে পৌঁছার পর অস্ট্রেলিয়ার দলটি এখন পর্যন্ত কোনো নিরাপত্তা হুমকি অনুভব করেনি। তারা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
প্যারিসে থাকা অস্ট্রেলিয়ান কনস্যুলেট এবং ফরাসি পুলিশ প্রাথমিকভাবে ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চেষ্টা করছে।

কদিন পরই ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক। কিন্তু এর আগেই শহরটিতে এক অস্ট্রেলিয়ান নারী সংঘবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছেন বলে বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ফ্রান্সের লে পারসিয়ান পত্রিকার বরাতে আরও বলা হয়েছে, ২৫ বছর বয়সী ওই অস্ট্রেলিয়ান নারী গত শনিবার প্যারিসের প্রতিবেশী পিগাল্লের একটি সুপরিচিত রেস্তোরাঁয় ছেঁড়া কাপড়ে প্রবেশ করেছিলেন। প্যারিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ওই এলাকাটিতে শুক্র এবং শনিবারের মধ্যে একটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার তদন্ত চলছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পিগ্যাল্লে জেলার কেবাব শপ নামে একটি রেস্তোরাঁয় আশ্রয় নিয়েছিলেন ওই নারী। তাঁর কাপড়-চোপড়ে আক্রান্ত হওয়ার চিহ্ন ছিল। নারীর ওই অবস্থা দেখে রেস্তোরাঁ কর্তৃপক্ষ সহযোগিতা চাইলে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে ওই বাহিনী নারীটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন অলিম্পিককে সামনে রেখে ফ্রান্সের নিরাপত্তা বাহিনীগুলো সন্ত্রাসী হামলাসহ, সাইবার হামলা, শ্রমিক অসন্তোষের কারণে গণবিস্ফোরণের মতো হুমকিগুলো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে।
ধর্ষণের ঘটনায় অস্ট্রেলিয়ান অলিম্পিক দলের পাবলিক অ্যাফেয়ার্স এবং কমিউনিকেশন চিফ সারা গর্ডন বিবৃতি দিয়েছেন, অস্ট্রেলিয়ার ক্রীড়াবিদেরা ইতিমধ্যে ঘটনাটির কথা জেনেছেন। উদ্ভূত পরিস্থিতিতে তাঁদেরকে দলের পোশাকে কোনো জনসমাগমে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গর্ডন আরও জানান, ফ্রান্সে পৌঁছার পর অস্ট্রেলিয়ার দলটি এখন পর্যন্ত কোনো নিরাপত্তা হুমকি অনুভব করেনি। তারা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
প্যারিসে থাকা অস্ট্রেলিয়ান কনস্যুলেট এবং ফরাসি পুলিশ প্রাথমিকভাবে ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চেষ্টা করছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আমিরহোসাম খোদায়ারি ফার্দ (২১)। তিনি ইরানের আধা সামরিক বাহিনী বাসিজের সদস্য ছিলেন। তবে বিক্ষোভ দমন করতে গিয়ে তিনি প্রাণ হারান বলে দাবি করা হলেও বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
৭ মিনিট আগে
বিশ্বমঞ্চে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে ভারতের অর্থনীতি। দেশটির সরকারের বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনা অনুযায়ী, মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিবেচনায় ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। বর্তমানে ভারতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।
৩৮ মিনিট আগে
তলানিতে নামা জন্মহার টেনে তুলতে এবার এক বিচিত্র কৌশল নিয়েছে চীনা সরকার। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে দেশটিতে কনডমসহ সব ধরনের জন্মনিয়ন্ত্রণসামগ্রীর ওপর ১৩ শতাংশ বিক্রয় কর বা ভ্যাট কার্যকর করা হয়েছে। বিপরীতে, শিশুর যত্ন, বিবাহসংক্রান্ত ও বয়স্কদের সেবাকে ভ্যাটমুক্ত ঘোষণা করেছে বেইজিং।
১ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট ক্র্যান-মন্টানায় থার্টিফার্স্ট নাইটের এক জনাকীর্ণ বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ড পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে