
কদিন পরই ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক। কিন্তু এর আগেই শহরটিতে এক অস্ট্রেলিয়ান নারী সংঘবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছেন বলে বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ফ্রান্সের লে পারসিয়ান পত্রিকার বরাতে আরও বলা হয়েছে, ২৫ বছর বয়সী ওই অস্ট্রেলিয়ান নারী গত শনিবার প্যারিসের প্রতিবেশী পিগাল্লের একটি সুপরিচিত রেস্তোরাঁয় ছেঁড়া কাপড়ে প্রবেশ করেছিলেন। প্যারিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ওই এলাকাটিতে শুক্র এবং শনিবারের মধ্যে একটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার তদন্ত চলছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পিগ্যাল্লে জেলার কেবাব শপ নামে একটি রেস্তোরাঁয় আশ্রয় নিয়েছিলেন ওই নারী। তাঁর কাপড়-চোপড়ে আক্রান্ত হওয়ার চিহ্ন ছিল। নারীর ওই অবস্থা দেখে রেস্তোরাঁ কর্তৃপক্ষ সহযোগিতা চাইলে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে ওই বাহিনী নারীটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন অলিম্পিককে সামনে রেখে ফ্রান্সের নিরাপত্তা বাহিনীগুলো সন্ত্রাসী হামলাসহ, সাইবার হামলা, শ্রমিক অসন্তোষের কারণে গণবিস্ফোরণের মতো হুমকিগুলো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে।
ধর্ষণের ঘটনায় অস্ট্রেলিয়ান অলিম্পিক দলের পাবলিক অ্যাফেয়ার্স এবং কমিউনিকেশন চিফ সারা গর্ডন বিবৃতি দিয়েছেন, অস্ট্রেলিয়ার ক্রীড়াবিদেরা ইতিমধ্যে ঘটনাটির কথা জেনেছেন। উদ্ভূত পরিস্থিতিতে তাঁদেরকে দলের পোশাকে কোনো জনসমাগমে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গর্ডন আরও জানান, ফ্রান্সে পৌঁছার পর অস্ট্রেলিয়ার দলটি এখন পর্যন্ত কোনো নিরাপত্তা হুমকি অনুভব করেনি। তারা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
প্যারিসে থাকা অস্ট্রেলিয়ান কনস্যুলেট এবং ফরাসি পুলিশ প্রাথমিকভাবে ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চেষ্টা করছে।

কদিন পরই ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক। কিন্তু এর আগেই শহরটিতে এক অস্ট্রেলিয়ান নারী সংঘবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছেন বলে বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ফ্রান্সের লে পারসিয়ান পত্রিকার বরাতে আরও বলা হয়েছে, ২৫ বছর বয়সী ওই অস্ট্রেলিয়ান নারী গত শনিবার প্যারিসের প্রতিবেশী পিগাল্লের একটি সুপরিচিত রেস্তোরাঁয় ছেঁড়া কাপড়ে প্রবেশ করেছিলেন। প্যারিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ওই এলাকাটিতে শুক্র এবং শনিবারের মধ্যে একটি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার তদন্ত চলছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, পিগ্যাল্লে জেলার কেবাব শপ নামে একটি রেস্তোরাঁয় আশ্রয় নিয়েছিলেন ওই নারী। তাঁর কাপড়-চোপড়ে আক্রান্ত হওয়ার চিহ্ন ছিল। নারীর ওই অবস্থা দেখে রেস্তোরাঁ কর্তৃপক্ষ সহযোগিতা চাইলে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে ওই বাহিনী নারীটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন অলিম্পিককে সামনে রেখে ফ্রান্সের নিরাপত্তা বাহিনীগুলো সন্ত্রাসী হামলাসহ, সাইবার হামলা, শ্রমিক অসন্তোষের কারণে গণবিস্ফোরণের মতো হুমকিগুলো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে।
ধর্ষণের ঘটনায় অস্ট্রেলিয়ান অলিম্পিক দলের পাবলিক অ্যাফেয়ার্স এবং কমিউনিকেশন চিফ সারা গর্ডন বিবৃতি দিয়েছেন, অস্ট্রেলিয়ার ক্রীড়াবিদেরা ইতিমধ্যে ঘটনাটির কথা জেনেছেন। উদ্ভূত পরিস্থিতিতে তাঁদেরকে দলের পোশাকে কোনো জনসমাগমে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গর্ডন আরও জানান, ফ্রান্সে পৌঁছার পর অস্ট্রেলিয়ার দলটি এখন পর্যন্ত কোনো নিরাপত্তা হুমকি অনুভব করেনি। তারা খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
প্যারিসে থাকা অস্ট্রেলিয়ান কনস্যুলেট এবং ফরাসি পুলিশ প্রাথমিকভাবে ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চেষ্টা করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এই মর্মে ‘আশ্বস্ত’ করা হয়েছে যে—ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে ফাঁসি কার্যকর করার ‘কোনো পরিকল্পনা নেই।’
৭ মিনিট আগে
ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, তাহলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ইরান।
৮ ঘণ্টা আগে
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৯ ঘণ্টা আগে