
তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলায় গত ১৩ নভেম্বর ছয়জন নিহত ও কমপক্ষে ৮০ জন আহত হয়। এই হামলার জেরে গত শনিবার দিবাগত রাতে সিরিয়ার উত্তরাঞ্চল ও ইরাকের বিভিন্ন অঞ্চলে ‘সন্ত্রাসীদের আস্তানা’ লক্ষ্য করে হামলা চালায় তুরস্কের সেনাবাহিনী।
ব্রিটিশভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যমতে, তুরস্কের এই হামলায় ৩৭ জন নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে সিরিয়ায় তুরস্ককে ‘সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছে রাশিয়া।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
রাশিয়া বলছে, তারা আশাবাদী যে সিরিয়ায় তুরস্ক ‘সংযম’ দেখাবে এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ’ থেকে বিরত থাকবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত আলেক্সান্ডার লাভরেন্টিয়েভ বলেন, ‘আশা রাখছি আমরা তুর্কি সহকর্মীদের উত্তেজনা বৃদ্ধি এড়াত সিরিয়ার ভূখণ্ডে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকার বিষয়টি বোঝাতে পেরেছি।’
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ থেকে উদ্ভূত আমাদের আত্মরক্ষার অধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পেন্স কিলিক বিমান অভিযানটি ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে পরিচালিত হয়েছে। জায়গাগুলো সন্ত্রাসীদের মাধ্যমে আমাদের দেশে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বরের ইস্তাম্বুলে হামলা নিয়ে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং সহযোগী সিরিয়ান কুর্দি গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে আঙ্কারা। তবে ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন কুর্দি যোদ্ধারা।

তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলায় গত ১৩ নভেম্বর ছয়জন নিহত ও কমপক্ষে ৮০ জন আহত হয়। এই হামলার জেরে গত শনিবার দিবাগত রাতে সিরিয়ার উত্তরাঞ্চল ও ইরাকের বিভিন্ন অঞ্চলে ‘সন্ত্রাসীদের আস্তানা’ লক্ষ্য করে হামলা চালায় তুরস্কের সেনাবাহিনী।
ব্রিটিশভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যমতে, তুরস্কের এই হামলায় ৩৭ জন নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে সিরিয়ায় তুরস্ককে ‘সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছে রাশিয়া।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
রাশিয়া বলছে, তারা আশাবাদী যে সিরিয়ায় তুরস্ক ‘সংযম’ দেখাবে এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ’ থেকে বিরত থাকবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত আলেক্সান্ডার লাভরেন্টিয়েভ বলেন, ‘আশা রাখছি আমরা তুর্কি সহকর্মীদের উত্তেজনা বৃদ্ধি এড়াত সিরিয়ার ভূখণ্ডে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকার বিষয়টি বোঝাতে পেরেছি।’
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ থেকে উদ্ভূত আমাদের আত্মরক্ষার অধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পেন্স কিলিক বিমান অভিযানটি ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে পরিচালিত হয়েছে। জায়গাগুলো সন্ত্রাসীদের মাধ্যমে আমাদের দেশে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বরের ইস্তাম্বুলে হামলা নিয়ে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং সহযোগী সিরিয়ান কুর্দি গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে আঙ্কারা। তবে ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন কুর্দি যোদ্ধারা।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৪ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৫ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৬ ঘণ্টা আগে