
সুইডেনকে ন্যাটো সদস্যপদ পেতে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, ‘সুইডেনের আমাদের সমর্থন পাওয়ার প্রত্যাশা করা উচিত নয়।’ সম্প্রতি স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ ও কোরআন পোড়ানোর ঘটনায় এমন মন্তব্য করেন তিনি।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হতে আবেদন করে সুইডেন। তবে সাম্প্রতিক ইসলামবিদ্বেষী বিক্ষোভ জোটে সুইডেনের সদস্যপদ পাওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি করেছে।
তুরস্ক আগে থেকেই ন্যাটোর সদস্য হওয়ায় অন্য দেশকে জোটে যোগদানে বাধা দেওয়ার এখতিয়ার রাখে। সোমবার (২৩ জানুয়ারি) তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘ন্যাটোর সদস্যপদের জন্য সুইডেনের আমাদের সমর্থন পাওয়ার আশা করা উচিত হবে না। যারা আমাদের দূতাবাসের সামনে ওই ধরনের অসম্মানজনক কাজ করেছে, তারা কোনো ধরনের সহায়তা পাবে না।’
বিক্ষোভের অনুমতি দেওয়ায় সুইডিশ সরকারের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য দাবি করে এরদোয়ান বলেন, কোনো ধর্মীয় বিশ্বাসকে অপমান করার অধিকার কারও নেই।
রাজধানী স্টকহোমে গত শনিবার উগ্রপন্থী সুইডিশ রাজনীতিবিদ রাসমুস পালুদানকে তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ করার অনুমতি দেয় সুইডেন। আর সেখানেই বিক্ষোভের নামে কোরআন পোড়ান উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পালুদান। এর আগে গত বছরের এপ্রিলে মুসলিমদের পবিত্র রমজান মাসে পালুদানের কোরআন পোড়ানোর ঘোষণায় সুইডেনজুড়ে দাঙ্গার সৃষ্টি হয়েছিল।
শনিবার পালুদান একটি লাইটার দিয়ে ধর্মীয় গ্রন্থ আল কোরআনে আগুন ধরিয়ে দেন। এর আগে তিনি সুইডেনে ইসলাম ও অভিবাসনের সমালোচনা করে বক্তৃতা করেন। এ সময় পুলিশ তাঁকে ঘিরে রাখে। এ ঘটনার প্রতিবাদে তুরস্কের ইস্তাম্বুলে সুইডেন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন অনেকে। এ সময় রাসমুস পালুদানের ছবি পোড়ান বিক্ষোভকারীরা।

সুইডেনকে ন্যাটো সদস্যপদ পেতে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, ‘সুইডেনের আমাদের সমর্থন পাওয়ার প্রত্যাশা করা উচিত নয়।’ সম্প্রতি স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ ও কোরআন পোড়ানোর ঘটনায় এমন মন্তব্য করেন তিনি।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হতে আবেদন করে সুইডেন। তবে সাম্প্রতিক ইসলামবিদ্বেষী বিক্ষোভ জোটে সুইডেনের সদস্যপদ পাওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি করেছে।
তুরস্ক আগে থেকেই ন্যাটোর সদস্য হওয়ায় অন্য দেশকে জোটে যোগদানে বাধা দেওয়ার এখতিয়ার রাখে। সোমবার (২৩ জানুয়ারি) তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘ন্যাটোর সদস্যপদের জন্য সুইডেনের আমাদের সমর্থন পাওয়ার আশা করা উচিত হবে না। যারা আমাদের দূতাবাসের সামনে ওই ধরনের অসম্মানজনক কাজ করেছে, তারা কোনো ধরনের সহায়তা পাবে না।’
বিক্ষোভের অনুমতি দেওয়ায় সুইডিশ সরকারের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য দাবি করে এরদোয়ান বলেন, কোনো ধর্মীয় বিশ্বাসকে অপমান করার অধিকার কারও নেই।
রাজধানী স্টকহোমে গত শনিবার উগ্রপন্থী সুইডিশ রাজনীতিবিদ রাসমুস পালুদানকে তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ করার অনুমতি দেয় সুইডেন। আর সেখানেই বিক্ষোভের নামে কোরআন পোড়ান উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পালুদান। এর আগে গত বছরের এপ্রিলে মুসলিমদের পবিত্র রমজান মাসে পালুদানের কোরআন পোড়ানোর ঘোষণায় সুইডেনজুড়ে দাঙ্গার সৃষ্টি হয়েছিল।
শনিবার পালুদান একটি লাইটার দিয়ে ধর্মীয় গ্রন্থ আল কোরআনে আগুন ধরিয়ে দেন। এর আগে তিনি সুইডেনে ইসলাম ও অভিবাসনের সমালোচনা করে বক্তৃতা করেন। এ সময় পুলিশ তাঁকে ঘিরে রাখে। এ ঘটনার প্রতিবাদে তুরস্কের ইস্তাম্বুলে সুইডেন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন অনেকে। এ সময় রাসমুস পালুদানের ছবি পোড়ান বিক্ষোভকারীরা।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৪ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৫ ঘণ্টা আগে