
সুইডেনকে ন্যাটো সদস্যপদ পেতে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, ‘সুইডেনের আমাদের সমর্থন পাওয়ার প্রত্যাশা করা উচিত নয়।’ সম্প্রতি স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ ও কোরআন পোড়ানোর ঘটনায় এমন মন্তব্য করেন তিনি।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হতে আবেদন করে সুইডেন। তবে সাম্প্রতিক ইসলামবিদ্বেষী বিক্ষোভ জোটে সুইডেনের সদস্যপদ পাওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি করেছে।
তুরস্ক আগে থেকেই ন্যাটোর সদস্য হওয়ায় অন্য দেশকে জোটে যোগদানে বাধা দেওয়ার এখতিয়ার রাখে। সোমবার (২৩ জানুয়ারি) তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘ন্যাটোর সদস্যপদের জন্য সুইডেনের আমাদের সমর্থন পাওয়ার আশা করা উচিত হবে না। যারা আমাদের দূতাবাসের সামনে ওই ধরনের অসম্মানজনক কাজ করেছে, তারা কোনো ধরনের সহায়তা পাবে না।’
বিক্ষোভের অনুমতি দেওয়ায় সুইডিশ সরকারের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য দাবি করে এরদোয়ান বলেন, কোনো ধর্মীয় বিশ্বাসকে অপমান করার অধিকার কারও নেই।
রাজধানী স্টকহোমে গত শনিবার উগ্রপন্থী সুইডিশ রাজনীতিবিদ রাসমুস পালুদানকে তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ করার অনুমতি দেয় সুইডেন। আর সেখানেই বিক্ষোভের নামে কোরআন পোড়ান উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পালুদান। এর আগে গত বছরের এপ্রিলে মুসলিমদের পবিত্র রমজান মাসে পালুদানের কোরআন পোড়ানোর ঘোষণায় সুইডেনজুড়ে দাঙ্গার সৃষ্টি হয়েছিল।
শনিবার পালুদান একটি লাইটার দিয়ে ধর্মীয় গ্রন্থ আল কোরআনে আগুন ধরিয়ে দেন। এর আগে তিনি সুইডেনে ইসলাম ও অভিবাসনের সমালোচনা করে বক্তৃতা করেন। এ সময় পুলিশ তাঁকে ঘিরে রাখে। এ ঘটনার প্রতিবাদে তুরস্কের ইস্তাম্বুলে সুইডেন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন অনেকে। এ সময় রাসমুস পালুদানের ছবি পোড়ান বিক্ষোভকারীরা।

সুইডেনকে ন্যাটো সদস্যপদ পেতে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, ‘সুইডেনের আমাদের সমর্থন পাওয়ার প্রত্যাশা করা উচিত নয়।’ সম্প্রতি স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ ও কোরআন পোড়ানোর ঘটনায় এমন মন্তব্য করেন তিনি।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হতে আবেদন করে সুইডেন। তবে সাম্প্রতিক ইসলামবিদ্বেষী বিক্ষোভ জোটে সুইডেনের সদস্যপদ পাওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি করেছে।
তুরস্ক আগে থেকেই ন্যাটোর সদস্য হওয়ায় অন্য দেশকে জোটে যোগদানে বাধা দেওয়ার এখতিয়ার রাখে। সোমবার (২৩ জানুয়ারি) তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘ন্যাটোর সদস্যপদের জন্য সুইডেনের আমাদের সমর্থন পাওয়ার আশা করা উচিত হবে না। যারা আমাদের দূতাবাসের সামনে ওই ধরনের অসম্মানজনক কাজ করেছে, তারা কোনো ধরনের সহায়তা পাবে না।’
বিক্ষোভের অনুমতি দেওয়ায় সুইডিশ সরকারের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য দাবি করে এরদোয়ান বলেন, কোনো ধর্মীয় বিশ্বাসকে অপমান করার অধিকার কারও নেই।
রাজধানী স্টকহোমে গত শনিবার উগ্রপন্থী সুইডিশ রাজনীতিবিদ রাসমুস পালুদানকে তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ করার অনুমতি দেয় সুইডেন। আর সেখানেই বিক্ষোভের নামে কোরআন পোড়ান উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পালুদান। এর আগে গত বছরের এপ্রিলে মুসলিমদের পবিত্র রমজান মাসে পালুদানের কোরআন পোড়ানোর ঘোষণায় সুইডেনজুড়ে দাঙ্গার সৃষ্টি হয়েছিল।
শনিবার পালুদান একটি লাইটার দিয়ে ধর্মীয় গ্রন্থ আল কোরআনে আগুন ধরিয়ে দেন। এর আগে তিনি সুইডেনে ইসলাম ও অভিবাসনের সমালোচনা করে বক্তৃতা করেন। এ সময় পুলিশ তাঁকে ঘিরে রাখে। এ ঘটনার প্রতিবাদে তুরস্কের ইস্তাম্বুলে সুইডেন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন অনেকে। এ সময় রাসমুস পালুদানের ছবি পোড়ান বিক্ষোভকারীরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
২ ঘণ্টা আগে
অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) সদর দপ্তর গতকাল মঙ্গলবার ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে স্থানীয় সময় সকাল প্রায় ৭টায় ইসরায়েলি বাহিনী ওই কম্পাউন্ডে অভিযান চালায়। অভিযান শেষে মূল ভবনের ওপর
২ ঘণ্টা আগে
ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
২ ঘণ্টা আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১২ ঘণ্টা আগে