
রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (৩০ মে) ভোরের এই ড্রোন হামলায় শহরটির বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মস্কোর কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বার্তা আদান-প্রদানের সামাজিক মাধ্যম টেলিগ্রামে জানান, ড্রোন হামলার ফলে মারাত্মক ক্ষতি হয়নি। সব ধরনের জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তবে কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু বলেননি মেয়র।
মস্কো অঞ্চলের গভর্নর অ্যান্দ্রে ভোরোবিভ টেলিগ্রামে লেখেন, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সহায়তায় অনেকগুলো ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, দুটি ড্রোন মস্কোতে দুটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবন দুটির অনেকগুলো অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ কয়েকটি বার্তা আদান-প্রদানের মাধ্যম জানায়, মস্কোর উপকণ্ঠে এবং আশপাশের এলাকা থেকে ৪ থেকে ১০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া হামলার শিকার ভবন দুটি থেকে সব বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন শহরের মেয়র সোবিয়ানিন।
এদিকে আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (৩০ মে) সকালে রুশ বাহিনী এ হামলা চালায়। হামলার পর কিয়েভের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অধিকাংশ রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ২০টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে একটি আবাসিক ভবনে আগুন ধরে অন্তত একজন নিহত ও চারজন আহত হয়েছে বলে জানায় প্রতিরক্ষা বাহিনী।
চলতি মে মাসজুড়েই কিয়েভে বেশ কয়েক দফা হামলা চালিয়েছে মস্কো। এসব হামলার অধিকাংশই চালানো হয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (৩০ মে) ভোরের এই ড্রোন হামলায় শহরটির বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মস্কোর কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বার্তা আদান-প্রদানের সামাজিক মাধ্যম টেলিগ্রামে জানান, ড্রোন হামলার ফলে মারাত্মক ক্ষতি হয়নি। সব ধরনের জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তবে কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু বলেননি মেয়র।
মস্কো অঞ্চলের গভর্নর অ্যান্দ্রে ভোরোবিভ টেলিগ্রামে লেখেন, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সহায়তায় অনেকগুলো ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, দুটি ড্রোন মস্কোতে দুটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবন দুটির অনেকগুলো অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
রুশ কয়েকটি বার্তা আদান-প্রদানের মাধ্যম জানায়, মস্কোর উপকণ্ঠে এবং আশপাশের এলাকা থেকে ৪ থেকে ১০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া হামলার শিকার ভবন দুটি থেকে সব বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন শহরের মেয়র সোবিয়ানিন।
এদিকে আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (৩০ মে) সকালে রুশ বাহিনী এ হামলা চালায়। হামলার পর কিয়েভের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা অধিকাংশ রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ২০টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে একটি আবাসিক ভবনে আগুন ধরে অন্তত একজন নিহত ও চারজন আহত হয়েছে বলে জানায় প্রতিরক্ষা বাহিনী।
চলতি মে মাসজুড়েই কিয়েভে বেশ কয়েক দফা হামলা চালিয়েছে মস্কো। এসব হামলার অধিকাংশই চালানো হয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানে সামরিক হামলার হুমকি দেওয়া অব্যাহত রেখেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মুখে ইরানি সরকার যখন ক্রমবর্ধমান চাপের মুখে, তখন প্রশাসন জানিয়েছে যে সম্ভাব্য বিভিন্ন বিকল্পের মধ্যে ‘বিমান হামলা’ অন্যতম।
১৩ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য করা যেকোনো দেশের ওপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। দেশটিতে বিক্ষোভ সহিংসভাবে দমনের কারণে তেহরান সরকারের ওপর চাপ বাড়াতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
৩২ মিনিট আগে
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৯ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৯ ঘণ্টা আগে