আজকের পত্রিকা ডেস্ক

নগ্নতাকে উদ্যাপন করতেও শৃঙ্খলা প্রয়োজন। তাই ‘নগ্ন সৈকতে’ অনুপযুক্ত আচরণ রোধে নতুন আইন চালু করেছে জার্মানির রস্টক শহর। এখন থেকে এই শহরের নগ্ন সৈকতে পোশাক পরা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের নিষিদ্ধ করা হবে।
রস্টক ট্যুরিজমের কর্মকর্তা মোরিৎজ নাওমান জানিয়েছেন, নগ্ন সৈকতে পোশাক পরা ব্যক্তিদের বিরুদ্ধে বহু অভিযোগ এসেছে। অনেক মানুষ অনুভব করেছেন, এসব ব্যক্তি তাঁদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে। তাই ‘সংঘাত এড়ানোর জন্য’ নতুন এই বিধি চালু করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, নগ্ন সৈকতে শালীন আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ন্যাচারিস্ট ফেডারেশনের প্রেসিডেন্ট স্টিফান ডেসচেনেস জানিয়েছেন, নগ্ন সৈকতে সাধারণত তিনটি কাজ এড়িয়ে চলা উচিত। প্রথমত, অন্যদের দিকে বারবার বা দীর্ঘ সময় তাকানো অনুচিত। দ্বিতীয়ত, অনুমতি ছাড়া কারও ছবি তোলা নিষেধ। তৃতীয়ত, অন্যদের শরীর বা উপস্থিতি নিয়ে অপ্রাসঙ্গিক মন্তব্য না করা।
সোমবার সিএনএন জানিয়েছে, রস্টক শহরে ১৫ কিলোমিটার দীর্ঘ সৈকত রয়েছে। এই সৈকত তিন ভাগে বিভক্ত। এর একটি হলো—শুধু নগ্ন সৈকত। আরেকটি হলো মিশ্র সৈকত (যেখানে কেউ নগ্ন বা পোশাক পরতে পারে)। অন্য অংশটিতে শুধু পোশাক পরিধেয়রাই সৈকতে অবস্থান করতে পারে।
জার্মানিতে ঐতিহ্যগতভাবে নগ্নতা অত্যন্ত জনপ্রিয় হলেও নতুন প্রজন্মের মধ্যে এটি কমে আসছে। ফলে দেশটিতে নগ্ন সৈকতের সংখ্যা ৩৭ থেকে কমিয়ে ২৭ ব্লকে নামিয়ে আনা হয়েছে।
তবে ক্যালিফোর্নিয়া থেকে নিউজিল্যান্ড—বিশ্বজুড়ে অসংখ্য জনপ্রিয় নগ্ন সৈকত রয়েছে। যাঁরা শুধু সূর্যস্নান, নরম সাদা বালুর সৈকত এবং স্বচ্ছ জল উপভোগ করতে চান, তাঁদের জন্য গ্রিসের একটি সৈকত ২০২৫ সালে সেরা সৈকত নির্বাচিত হয়েছে।

নগ্নতাকে উদ্যাপন করতেও শৃঙ্খলা প্রয়োজন। তাই ‘নগ্ন সৈকতে’ অনুপযুক্ত আচরণ রোধে নতুন আইন চালু করেছে জার্মানির রস্টক শহর। এখন থেকে এই শহরের নগ্ন সৈকতে পোশাক পরা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের নিষিদ্ধ করা হবে।
রস্টক ট্যুরিজমের কর্মকর্তা মোরিৎজ নাওমান জানিয়েছেন, নগ্ন সৈকতে পোশাক পরা ব্যক্তিদের বিরুদ্ধে বহু অভিযোগ এসেছে। অনেক মানুষ অনুভব করেছেন, এসব ব্যক্তি তাঁদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে। তাই ‘সংঘাত এড়ানোর জন্য’ নতুন এই বিধি চালু করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, নগ্ন সৈকতে শালীন আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ন্যাচারিস্ট ফেডারেশনের প্রেসিডেন্ট স্টিফান ডেসচেনেস জানিয়েছেন, নগ্ন সৈকতে সাধারণত তিনটি কাজ এড়িয়ে চলা উচিত। প্রথমত, অন্যদের দিকে বারবার বা দীর্ঘ সময় তাকানো অনুচিত। দ্বিতীয়ত, অনুমতি ছাড়া কারও ছবি তোলা নিষেধ। তৃতীয়ত, অন্যদের শরীর বা উপস্থিতি নিয়ে অপ্রাসঙ্গিক মন্তব্য না করা।
সোমবার সিএনএন জানিয়েছে, রস্টক শহরে ১৫ কিলোমিটার দীর্ঘ সৈকত রয়েছে। এই সৈকত তিন ভাগে বিভক্ত। এর একটি হলো—শুধু নগ্ন সৈকত। আরেকটি হলো মিশ্র সৈকত (যেখানে কেউ নগ্ন বা পোশাক পরতে পারে)। অন্য অংশটিতে শুধু পোশাক পরিধেয়রাই সৈকতে অবস্থান করতে পারে।
জার্মানিতে ঐতিহ্যগতভাবে নগ্নতা অত্যন্ত জনপ্রিয় হলেও নতুন প্রজন্মের মধ্যে এটি কমে আসছে। ফলে দেশটিতে নগ্ন সৈকতের সংখ্যা ৩৭ থেকে কমিয়ে ২৭ ব্লকে নামিয়ে আনা হয়েছে।
তবে ক্যালিফোর্নিয়া থেকে নিউজিল্যান্ড—বিশ্বজুড়ে অসংখ্য জনপ্রিয় নগ্ন সৈকত রয়েছে। যাঁরা শুধু সূর্যস্নান, নরম সাদা বালুর সৈকত এবং স্বচ্ছ জল উপভোগ করতে চান, তাঁদের জন্য গ্রিসের একটি সৈকত ২০২৫ সালে সেরা সৈকত নির্বাচিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর জাতীয় নিরাপত্তা দলকে জানিয়েছেন, ইরানে যদি যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে সেটি যেন খুব দ্রুত এবং চূড়ান্ত আঘাত হয়। তিনি সপ্তাহ বা মাসের পর মাস ধরে চলতে থাকা কোনো যুদ্ধ চান না। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এক মার্কিন কর্মকর্তা, আলোচনার...
৩৮ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ঘোষণা দিয়েছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চালানো যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রণীত পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া...
২ ঘণ্টা আগে
সশস্ত্র কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরাক থেকে সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশের চেষ্টা করেছে। রয়টার্সকে এমনটি জানিয়েছে সংশ্লিষ্ট তিনটি সূত্র। ইরানে সরকারবিরোধী বিক্ষোভের ওপর কয়েক দিনের কঠোর দমনপীড়নের পর সৃষ্ট অস্থিরতার সুযোগ নেওয়ার জন্য দেশটিতে বিদেশি শক্তিগুলোর সম্ভাব্য অস্থিরতা...
৩ ঘণ্টা আগে
আর্কটিক মহাদেশের উত্তরের বৃহৎ দ্বীপগুলোর মধ্যে গ্রিনল্যান্ড শুধু ভৌগোলিক দিক থেকে নয়, কৌশলগত এবং জিওপলিটিক মাত্রায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অবস্থান, আঞ্চলিক নিরাপত্তাকাঠামোতে বাফার ভূমিকা, উত্তরের সমুদ্রপথে প্রভাব এবং সম্ভাব্য প্রাকৃতিক সম্পদ—সব মিলিয়ে এটি এখন আন্তর্জাতিক শক্তি...
৩ ঘণ্টা আগে