আজকের পত্রিকা ডেস্ক

ফ্রান্সের প্যারিসে বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র সাত মিনিটে। অবিশ্বাস্য এই অভিযানে চোরেরা ব্যবহার করেছে ‘চেরি পিকার’ (ট্রাকের ওপর বসানো একধরনের হাইড্রোলিক মই) ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’। চেরি পিকারের সাহায্যে তারা মূলত বাইরে থেকে জানালা ভেঙে জাদুঘরের ভেতরে ঢোকে। পরে ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’ দিয়ে কাচ কেটে ফরাসি সম্রাট নেপোলিয়ন ও সম্রাজ্ঞীর ঐতিহাসিক গয়নার সংগ্রহ থেকে ৯টি মহামূল্যবান অলংকার চুরি করে পালিয়ে যায়।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নিউনে জানিয়েছেন, চোরের দলটি ল্যুভরের বিখ্যাত ‘অ্যাপোলো গ্যালারি’-তে ঢুকে পড়েছিল। সেখানকার দুটি প্রদর্শনী কেসের কাচ কেটে ঐতিহাসিক গয়নাগুলো নিয়ে যায়। ঘটনাটি ছিল নিখুঁত পরিকল্পিত, সম্ভবত চোরেরা আগেই জায়গাটা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছিল এবং নিরাপত্তার দুর্বল দিকগুলো বুঝে নিয়েছিল। তিনি বলেন, ‘এটি নিঃসন্দেহে এমন একটি দল, যারা আগেই জাদুঘরটি ভালোভাবে পর্যবেক্ষণ করেছে।’
রোববার (১৯ অক্টোবর) পশ্চিমা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চুরির সময় চোরেরা কয়েকটি জানালা ভেঙে ফেলে এবং অন্তত দুজন ভেতরে ঢোকে। লুট শেষে তারা মোটরসাইকেলে চড়ে প্যারিস থেকে এ৬ মোটরওয়ের দিকে দ্রুত পালিয়ে যায়। আর এই পুরো ঘটনাটি ঘটেছে মাত্র সাত মিনিটে।
ল্যুভর কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি হওয়া ৯টি অলংকারের মধ্যে একটি পরে জাদুঘরের বাইরে উদ্ধার হয়েছে। ঘটনাটির পরই জাদুঘর খালি করে দেওয়া হয় এবং ফরেনসিক দল তদন্ত শুরু করে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ প্রকাশ করা না হলেও স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নিউনে বলেছেন, ‘এগুলো শুধু গয়না নয়, এগুলোর ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য অপরিমেয়।’
প্যারিস সেন্টারের মেয়র অ্যারিয়েল ওয়েইল বলেছেন, ‘এটা সত্যিই বিস্ময়কর যে ল্যুভরের মতো কঠোর পাহারা থাকা জায়গায় এমন সহজে চুরি সম্ভব হলো। এত দিন এমন দৃশ্য আমরা শুধু সিনেমায় দেখেছি।’
তিনি জানান, হঠাৎ জাদুঘর বন্ধ করে দেওয়ার পর জনসাধারণের ভেতর বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়।
ফরাসি রাজনীতিক জর্ডান বারদেলা এক্সে লিখেছেন, ‘ল্যুভর আমাদের সংস্কৃতির বৈশ্বিক প্রতীক। ফরাসি রাজকীয় গয়না চুরির এই ঘটনা আমাদের জন্য এক অসহনীয় অপমান।’
প্যারিস প্রসিকিউটর অফিস জানিয়েছে, সংগঠিত চুরি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। এই রুদ্ধশ্বাস সাত মিনিটের অভিযানের সূত্র খুঁজে বের করতে তদন্তকারীরা বর্তমানে ল্যুভরের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছেন।
এই ঘটনার পর ফ্রান্সজুড়ে জাদুঘরগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে একাধিক জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে। এর আগে গত সেপ্টেম্বরে প্যারিসের ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে সোনার রেপ্লিকা চুরি হয় এবং লিমোজের এক জাদুঘর থেকে ৬৫ লাখ ইউরো মূল্যের পোর্সেলিন হারিয়ে যায়।

ফ্রান্সের প্যারিসে বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র সাত মিনিটে। অবিশ্বাস্য এই অভিযানে চোরেরা ব্যবহার করেছে ‘চেরি পিকার’ (ট্রাকের ওপর বসানো একধরনের হাইড্রোলিক মই) ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’। চেরি পিকারের সাহায্যে তারা মূলত বাইরে থেকে জানালা ভেঙে জাদুঘরের ভেতরে ঢোকে। পরে ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’ দিয়ে কাচ কেটে ফরাসি সম্রাট নেপোলিয়ন ও সম্রাজ্ঞীর ঐতিহাসিক গয়নার সংগ্রহ থেকে ৯টি মহামূল্যবান অলংকার চুরি করে পালিয়ে যায়।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নিউনে জানিয়েছেন, চোরের দলটি ল্যুভরের বিখ্যাত ‘অ্যাপোলো গ্যালারি’-তে ঢুকে পড়েছিল। সেখানকার দুটি প্রদর্শনী কেসের কাচ কেটে ঐতিহাসিক গয়নাগুলো নিয়ে যায়। ঘটনাটি ছিল নিখুঁত পরিকল্পিত, সম্ভবত চোরেরা আগেই জায়গাটা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছিল এবং নিরাপত্তার দুর্বল দিকগুলো বুঝে নিয়েছিল। তিনি বলেন, ‘এটি নিঃসন্দেহে এমন একটি দল, যারা আগেই জাদুঘরটি ভালোভাবে পর্যবেক্ষণ করেছে।’
রোববার (১৯ অক্টোবর) পশ্চিমা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চুরির সময় চোরেরা কয়েকটি জানালা ভেঙে ফেলে এবং অন্তত দুজন ভেতরে ঢোকে। লুট শেষে তারা মোটরসাইকেলে চড়ে প্যারিস থেকে এ৬ মোটরওয়ের দিকে দ্রুত পালিয়ে যায়। আর এই পুরো ঘটনাটি ঘটেছে মাত্র সাত মিনিটে।
ল্যুভর কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি হওয়া ৯টি অলংকারের মধ্যে একটি পরে জাদুঘরের বাইরে উদ্ধার হয়েছে। ঘটনাটির পরই জাদুঘর খালি করে দেওয়া হয় এবং ফরেনসিক দল তদন্ত শুরু করে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ প্রকাশ করা না হলেও স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নিউনে বলেছেন, ‘এগুলো শুধু গয়না নয়, এগুলোর ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য অপরিমেয়।’
প্যারিস সেন্টারের মেয়র অ্যারিয়েল ওয়েইল বলেছেন, ‘এটা সত্যিই বিস্ময়কর যে ল্যুভরের মতো কঠোর পাহারা থাকা জায়গায় এমন সহজে চুরি সম্ভব হলো। এত দিন এমন দৃশ্য আমরা শুধু সিনেমায় দেখেছি।’
তিনি জানান, হঠাৎ জাদুঘর বন্ধ করে দেওয়ার পর জনসাধারণের ভেতর বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়।
ফরাসি রাজনীতিক জর্ডান বারদেলা এক্সে লিখেছেন, ‘ল্যুভর আমাদের সংস্কৃতির বৈশ্বিক প্রতীক। ফরাসি রাজকীয় গয়না চুরির এই ঘটনা আমাদের জন্য এক অসহনীয় অপমান।’
প্যারিস প্রসিকিউটর অফিস জানিয়েছে, সংগঠিত চুরি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। এই রুদ্ধশ্বাস সাত মিনিটের অভিযানের সূত্র খুঁজে বের করতে তদন্তকারীরা বর্তমানে ল্যুভরের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছেন।
এই ঘটনার পর ফ্রান্সজুড়ে জাদুঘরগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে একাধিক জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে। এর আগে গত সেপ্টেম্বরে প্যারিসের ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে সোনার রেপ্লিকা চুরি হয় এবং লিমোজের এক জাদুঘর থেকে ৬৫ লাখ ইউরো মূল্যের পোর্সেলিন হারিয়ে যায়।

জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
৩ ঘণ্টা আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
৩ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৫ ঘণ্টা আগে