
ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই দেশটির পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রসহ কিয়েভের পশ্চিমা মিত্ররা। মস্কোর অভিযোগ, ইউক্রেনে পশ্চিমাদের অব্যাহত সামরিক সহায়তার কারণেই এ যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশ্বাস, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে এ অবস্থার পরিবর্তন হতে পারে। কারণ, এই যুদ্ধের অবসান চান ট্রাম্প।
কাজাখস্তানে গত বৃহস্পতিবার ইউরেশীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের বিষয়ে নিজের এমন মনোভাবের কথা জানান রুশ প্রেসিডেন্ট। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ভোটে জিতলে ট্রাম্প কীভাবে এই যুদ্ধ থামাবেন তার স্পষ্ট কোনো পরিকল্পনা নেই। সাংবাদিকদের পুতিন বলেছেন, এ ধরনের কোনো পরিকল্পনার বিষয়ে তাঁরও কোনো ধারণা নেই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চান। আমরা এটিকে অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছি। তাঁর পরিকল্পনার বিস্তারিত আমার জানা নেই। তবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই যে তিনি যা বলেছেন সেটি অত্যন্ত আন্তরিকভাবেই বলেছেন। যুদ্ধ থামানোর বিষয়ে তাঁর বক্তব্যের প্রতি মস্কোর সমর্থন রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নিজের প্রচারণায় ক্ষমতায় এলে ইউক্রেন যুদ্ধ থামানোর যে দাবি করেছেন ট্রাম্প তা নিয়ে কিয়েভের সংশয় রয়েছে। সম্প্রতি ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘যদি ট্রাম্প জানেন, এই যুদ্ধ কীভাবে শেষ করতে হবে, তবে তাঁর উচিত সেই প্রক্রিয়াটি আজই আমাদের বলে দেওয়া। তবে তাঁর সেই প্রক্রিয়ায় যদি ইউক্রেনের স্বাধীনতার ঝুঁকি থাকে, যদি আমরা রাষ্ট্রীয় মর্যাদা হারাই, তবে আমরা তার জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে চাই। আমরা পরিকল্পনাটি জানতে চাই।’
ভলোদিমির জেলেনস্কি মনে করেন, ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধ শেষ করতে কোনো পরিকল্পনা করে থাকেন, তবে সেই পরিকল্পনায় ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের মতো কোনো বিষয় থাকলে তা এড়িয়ে চলা উচিত। এই বিষয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করতে এবং তাঁর দলের পরিকল্পনা শুনতে সব সময় প্রস্তুত রয়েছেন বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
ট্রাম্পের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে রয়টার্স জানিয়েছে, সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের শীর্ষস্থানীয় দুই উপদেষ্টা ইউক্রেন যুদ্ধ বন্ধের একটি পরিকল্পনা তাঁর কাছে তুলে ধরেছেন। ওই পরিকল্পনায় যুদ্ধ বন্ধে ইউক্রেনকে চাপ দেওয়ার কথা বলা হয়েছে। এতে বলা হয়, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসলেই কেবল কিয়েভকে অস্ত্র সরবরাহ করবে ওয়াশিংটন।
এদিকে পুরোনো শর্তে শান্তি আলোচনা শুরু করতে ইউক্রেনের প্রতি ফের আহ্বান জানিয়েছেন পুতিন। বৃহস্পতিবার এসসিও সম্মেলনে তিনি বলেন, ২০২২ সালের ইস্তাম্বুল চুক্তি এখনো আলোচনার টেবিলে আছে এবং এটি ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার ভিত্তি হিসেবে কাজ করতে পারে। এ সময় তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতার উদ্যোগ নেওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানান।
ভ্লাদিমির পুতিন বলেন, ‘ইস্তাম্বুল চুক্তির জন্য তুর্কি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানাই। তিনি এই কাজে মধ্যস্থতাকারী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। এই চুক্তিগুলো এখনো বাতিল হয়ে যায়নি। ইউক্রেনীয় আলোচক দলের প্রধান এই চুক্তির শর্তগুলোর বিষয়ে একমত হয়েছিলেন। এর মানে দাঁড়ায়, এই চুক্তির শর্তগুলো ইউক্রেনের জন্য যথেষ্ট সন্তোষজনক ছিল।’
ইউক্রেনের প্রতি আলোচনায় নতুন করে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই চুক্তি; ইস্তাম্বুল চুক্তি এখনো আলোচনার টেবিলে আছে এবং এটি শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ভিত্তি হিসেবে কাজ করতে পারে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া কখনো শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেনি এবং এখনো এ ধরনের আলোচনার জন্য মস্কো প্রস্তুত রয়েছে।’
ইউক্রেন বরাবরই শান্তি আলোচনায় অনীহা দেখিয়ে আসছে উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, তারা সরাসরি পশ্চিমাদের নির্দেশে আলোচনার টেবিলে বসতে অস্বীকৃতি জানিয়েছে। এটি যে ওয়াশিংটনের অনুরোধে হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ইউক্রেনীয় কর্মকর্তারাও এ বিষয়গুলো অস্বীকার করেন না।
মস্কোর তরফে আলোচনার কথা বলা হলেও ভৌগোলিক অখণ্ডতার বিষয়ে ছাড় দিয়ে কোনো আলোচনায় বসতে রাজি নয় কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রেই ইয়ারমাক সাংবাদিকদের বলেছেন, ‘যুদ্ধে কীভাবে ন্যায়সংগত শান্তি অর্জন করা যায়, সে বিষয়ে কিয়েভ যেকোনো পরামর্শ শুনতে রাজি। তবে আমরা মূল্যবোধ, স্বাধীনতা, গণতন্ত্র, আঞ্চলিক অখণ্ডতাসহ সার্বভৌমত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো ছাড় দিতে প্রস্তুত নই।’
তিনি বলেন, কিয়েভ সব সময় ওয়াশিংটন থেকে দুই দলেরই (রিপাবলিকান ও ডেমোক্র্যাট) সমর্থন পেয়ে আসছে। জরিপে দেখা গেছে, যুদ্ধের দুই বছর পরও বেশির ভাগ আমেরিকান এখনো ইউক্রেনকে সমর্থন করেন।

ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই দেশটির পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রসহ কিয়েভের পশ্চিমা মিত্ররা। মস্কোর অভিযোগ, ইউক্রেনে পশ্চিমাদের অব্যাহত সামরিক সহায়তার কারণেই এ যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশ্বাস, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে এ অবস্থার পরিবর্তন হতে পারে। কারণ, এই যুদ্ধের অবসান চান ট্রাম্প।
কাজাখস্তানে গত বৃহস্পতিবার ইউরেশীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের বিষয়ে নিজের এমন মনোভাবের কথা জানান রুশ প্রেসিডেন্ট। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ভোটে জিতলে ট্রাম্প কীভাবে এই যুদ্ধ থামাবেন তার স্পষ্ট কোনো পরিকল্পনা নেই। সাংবাদিকদের পুতিন বলেছেন, এ ধরনের কোনো পরিকল্পনার বিষয়ে তাঁরও কোনো ধারণা নেই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে চান। আমরা এটিকে অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছি। তাঁর পরিকল্পনার বিস্তারিত আমার জানা নেই। তবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই যে তিনি যা বলেছেন সেটি অত্যন্ত আন্তরিকভাবেই বলেছেন। যুদ্ধ থামানোর বিষয়ে তাঁর বক্তব্যের প্রতি মস্কোর সমর্থন রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নিজের প্রচারণায় ক্ষমতায় এলে ইউক্রেন যুদ্ধ থামানোর যে দাবি করেছেন ট্রাম্প তা নিয়ে কিয়েভের সংশয় রয়েছে। সম্প্রতি ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘যদি ট্রাম্প জানেন, এই যুদ্ধ কীভাবে শেষ করতে হবে, তবে তাঁর উচিত সেই প্রক্রিয়াটি আজই আমাদের বলে দেওয়া। তবে তাঁর সেই প্রক্রিয়ায় যদি ইউক্রেনের স্বাধীনতার ঝুঁকি থাকে, যদি আমরা রাষ্ট্রীয় মর্যাদা হারাই, তবে আমরা তার জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে চাই। আমরা পরিকল্পনাটি জানতে চাই।’
ভলোদিমির জেলেনস্কি মনে করেন, ডোনাল্ড ট্রাম্প যদি যুদ্ধ শেষ করতে কোনো পরিকল্পনা করে থাকেন, তবে সেই পরিকল্পনায় ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের মতো কোনো বিষয় থাকলে তা এড়িয়ে চলা উচিত। এই বিষয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করতে এবং তাঁর দলের পরিকল্পনা শুনতে সব সময় প্রস্তুত রয়েছেন বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
ট্রাম্পের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে রয়টার্স জানিয়েছে, সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের শীর্ষস্থানীয় দুই উপদেষ্টা ইউক্রেন যুদ্ধ বন্ধের একটি পরিকল্পনা তাঁর কাছে তুলে ধরেছেন। ওই পরিকল্পনায় যুদ্ধ বন্ধে ইউক্রেনকে চাপ দেওয়ার কথা বলা হয়েছে। এতে বলা হয়, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসলেই কেবল কিয়েভকে অস্ত্র সরবরাহ করবে ওয়াশিংটন।
এদিকে পুরোনো শর্তে শান্তি আলোচনা শুরু করতে ইউক্রেনের প্রতি ফের আহ্বান জানিয়েছেন পুতিন। বৃহস্পতিবার এসসিও সম্মেলনে তিনি বলেন, ২০২২ সালের ইস্তাম্বুল চুক্তি এখনো আলোচনার টেবিলে আছে এবং এটি ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার ভিত্তি হিসেবে কাজ করতে পারে। এ সময় তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতার উদ্যোগ নেওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানান।
ভ্লাদিমির পুতিন বলেন, ‘ইস্তাম্বুল চুক্তির জন্য তুর্কি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানাই। তিনি এই কাজে মধ্যস্থতাকারী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। এই চুক্তিগুলো এখনো বাতিল হয়ে যায়নি। ইউক্রেনীয় আলোচক দলের প্রধান এই চুক্তির শর্তগুলোর বিষয়ে একমত হয়েছিলেন। এর মানে দাঁড়ায়, এই চুক্তির শর্তগুলো ইউক্রেনের জন্য যথেষ্ট সন্তোষজনক ছিল।’
ইউক্রেনের প্রতি আলোচনায় নতুন করে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই চুক্তি; ইস্তাম্বুল চুক্তি এখনো আলোচনার টেবিলে আছে এবং এটি শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ভিত্তি হিসেবে কাজ করতে পারে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া কখনো শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেনি এবং এখনো এ ধরনের আলোচনার জন্য মস্কো প্রস্তুত রয়েছে।’
ইউক্রেন বরাবরই শান্তি আলোচনায় অনীহা দেখিয়ে আসছে উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন, তারা সরাসরি পশ্চিমাদের নির্দেশে আলোচনার টেবিলে বসতে অস্বীকৃতি জানিয়েছে। এটি যে ওয়াশিংটনের অনুরোধে হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ইউক্রেনীয় কর্মকর্তারাও এ বিষয়গুলো অস্বীকার করেন না।
মস্কোর তরফে আলোচনার কথা বলা হলেও ভৌগোলিক অখণ্ডতার বিষয়ে ছাড় দিয়ে কোনো আলোচনায় বসতে রাজি নয় কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রেই ইয়ারমাক সাংবাদিকদের বলেছেন, ‘যুদ্ধে কীভাবে ন্যায়সংগত শান্তি অর্জন করা যায়, সে বিষয়ে কিয়েভ যেকোনো পরামর্শ শুনতে রাজি। তবে আমরা মূল্যবোধ, স্বাধীনতা, গণতন্ত্র, আঞ্চলিক অখণ্ডতাসহ সার্বভৌমত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো ছাড় দিতে প্রস্তুত নই।’
তিনি বলেন, কিয়েভ সব সময় ওয়াশিংটন থেকে দুই দলেরই (রিপাবলিকান ও ডেমোক্র্যাট) সমর্থন পেয়ে আসছে। জরিপে দেখা গেছে, যুদ্ধের দুই বছর পরও বেশির ভাগ আমেরিকান এখনো ইউক্রেনকে সমর্থন করেন।

অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে ২০২৫ সালে ১ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শিক্ষার্থী ভিসা রয়েছে প্রায় ৮ হাজারেরও বেশি। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টেট ডিপার্টমেন্ট জানায়...
২০ মিনিট আগে
কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের খবরে বলা হয়েছে, ইরানের জন্য পরিচালিত যুক্তরাষ্ট্রের ‘ভার্চুয়াল অ্যাম্বাসি’ ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘এখনই ইরান ত্যাগ করুন।’ এতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে ইরান ছাড়ার জন্য নিজস্ব পরিকল্পনা রাখুন।’
১ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। চাইলে ওয়াশিংটন ‘যাচাই’ করে দেখতে পারে। তবে ইরান আলোচনার জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভ দমনের জবাবে সামরিক পদক্ষেপ নেওয়ার...
১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে