
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলোচনার বিষয়টি নাকচ করেছে ক্রেমলিন। মস্কো জানিয়েছে, এই মুহূর্তে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ভ্লাদিমির পুতিনের আলোচনার খবরের কোনো ভিত্তি নেই। ক্রেমলিন স্থানীয় সময় আজ সোমবার এই তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন। সাংবাদিকেরা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেলেনস্কির আলোচনার প্রস্তাব করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে পেশকভ এই কথা বলেন।
সাংবাদিকদের পেশকভ বলেন, ‘ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কির আলোচনা তখনই সম্ভব যখন উভয় পক্ষই তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবেন।’ তবে, মস্কো এবং কিয়েভের মধ্যকার আলোচনা কয়েক মাস ধরেই স্থগিত হয়ে রয়েছে। এর আগে, বেশ কয়েক দফা আলোচনায় বসলেও কোনো ফলাফল বের করে আনা সম্ভব হয়নি এই আলোচনা থেকে।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ স্থগিত বা পরিস্থিতি উন্নয়নে কোনো আলোচনা চলছে কি না বা ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা রয়েছে কিনা এই বিষয়ে পেশকভ বলেন, ‘ইউক্রেনের প্রতিনিধিদল একেবারেই রাডারের বাইরে চলে গিয়েছেন। এখন কোনো আলোচনার প্রক্রিয়া চলমান নেই। ”
পেশকভ আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি বৈঠক কেবল তখনই সম্ভব যখন উভয় পক্ষের প্রতিনিধিদের দ্বারা প্রয়োজনীয় হোমওয়ার্ক সম্পন্ন করার পরই এটি সম্ভব। এবং এই বিষয়টি অনুপস্থিত হওয়ায় বৈঠকের জন্য কোনো প্রয়োজনীয় পূর্বশর্ত হাজির নেই।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলোচনার বিষয়টি নাকচ করেছে ক্রেমলিন। মস্কো জানিয়েছে, এই মুহূর্তে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ভ্লাদিমির পুতিনের আলোচনার খবরের কোনো ভিত্তি নেই। ক্রেমলিন স্থানীয় সময় আজ সোমবার এই তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন। সাংবাদিকেরা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেলেনস্কির আলোচনার প্রস্তাব করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে পেশকভ এই কথা বলেন।
সাংবাদিকদের পেশকভ বলেন, ‘ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কির আলোচনা তখনই সম্ভব যখন উভয় পক্ষই তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবেন।’ তবে, মস্কো এবং কিয়েভের মধ্যকার আলোচনা কয়েক মাস ধরেই স্থগিত হয়ে রয়েছে। এর আগে, বেশ কয়েক দফা আলোচনায় বসলেও কোনো ফলাফল বের করে আনা সম্ভব হয়নি এই আলোচনা থেকে।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ স্থগিত বা পরিস্থিতি উন্নয়নে কোনো আলোচনা চলছে কি না বা ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা রয়েছে কিনা এই বিষয়ে পেশকভ বলেন, ‘ইউক্রেনের প্রতিনিধিদল একেবারেই রাডারের বাইরে চলে গিয়েছেন। এখন কোনো আলোচনার প্রক্রিয়া চলমান নেই। ”
পেশকভ আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি বৈঠক কেবল তখনই সম্ভব যখন উভয় পক্ষের প্রতিনিধিদের দ্বারা প্রয়োজনীয় হোমওয়ার্ক সম্পন্ন করার পরই এটি সম্ভব। এবং এই বিষয়টি অনুপস্থিত হওয়ায় বৈঠকের জন্য কোনো প্রয়োজনীয় পূর্বশর্ত হাজির নেই।’

কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যৌথ সামরিক কমান্ড নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানিয়েছে, খুব শিগগিরই তাদের বিমান যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে পৌঁছাবে। গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এসব কার্যক্রম আগে থেকেই পরিকল্পিত ছিল।
৫ মিনিট আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দৃঢ়ভাবে বলেছেন যে, তুরস্ক ও কাতারের কোনো সেনাকে তিনি গাজায় পা রাখতে দেবেন না। এর কয়েক দিন আগেই হোয়াইট হাউস ঘোষণা দেয়, গাজার যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থা তদারকির জন্য গঠিত একটি গুরুত্বপূর্ণ কমিটিতে এই দুই দেশের কর্মকর্তারা থাকবেন।
২৪ মিনিট আগে
ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিহারের বিধায়ক নীতিন নবীন। এর আগে, তিনি বিজেপির ভারপ্রাপ্ত জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার নীতিন নতুন জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন।
১ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটক রাজ্যের পুলিশ ডিরেক্টর জেনারেল (সিভিল রাইটস এনফোর্সমেন্ট–ডিজিপি) রামচন্দ্র রাওকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সঙ্গে তাঁর আপত্তিকর অবস্থার একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে