
অবশেষে জার্মানিতে আনুষ্ঠানিকভাবে শেষ হলো অ্যাঙ্গেলা মের্কেলের যুগ। ১৬ বছর পর নতুন চ্যান্সেলর পেল দেশটি। আজ বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে এক গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠটা পেয়ে জার্মান চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হন মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) নেতা ওলাফ শলৎস।
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও জোট গঠন করতে বেশ সময় লাগে সোশ্যাল ডেমোক্র্যাটদের। সম্প্রতি গ্রিন এবং এফডিপির সঙ্গে তাদের জোট হয়। এরপরই ওলাফ শলৎসের চ্যান্সেলর হতে বাধা অনেকটাই কেটে যায়।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, বুন্ডেসটাগ গোপন ব্যালটের মাধ্যমে ভোটদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। শলৎসের চ্যান্সেলর হওয়া নিয়ে কোনো বিতর্ক হয়নি। ভোটের সূচনা করেন বুন্ডেসটাগ প্রেসিডেন্ট ব্যারবেল বাস। শলৎস ৭০৭ ভোটের মধ্যে ৩৯৫টি ভোট পান। তবে ভোটের হিসাবে দেখা গেছে, ‘ট্রাফিক লাইট কোয়ালিশন', অর্থাৎ এসপিডি-এফডিপি-গ্রিনের এই জোটের সব সদস্য শলৎসকে ভোট দেননি। তাদের সবার ভোট পেলে শলৎসের ভোট সংখ্যা ৪১৬ হওয়ার কথা। মোট ৭৩৬টি ভোটের মধ্যে শলৎসের বিপক্ষে ভোট পড়ে ৩০৩টি, ছয়জন ভোটদানে বিরত ছিলেন।
নতুন মন্ত্রিসভায় ১৬ জন মন্ত্রী থাকছেন। এর মধ্যে সাতজন আসছেন শলৎসের এসপিডি থেকে, পাঁচজন গ্রিন পার্টি এবং চারজন এফডিপি থেকে। নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন ক্রিস্টিয়ান লিন্ডনার।
এক টুইট বার্তায় শলৎস জানিয়েছেন, দায়িত্ব গ্রহণে বুন্ডেসটাগের প্রেসিডেন্টের আহ্বানে তিনি সম্মত হয়েছেন।
প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর জার্মানিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মের্কেলের দলকে পরাজিত করে জয় পায় মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।

অবশেষে জার্মানিতে আনুষ্ঠানিকভাবে শেষ হলো অ্যাঙ্গেলা মের্কেলের যুগ। ১৬ বছর পর নতুন চ্যান্সেলর পেল দেশটি। আজ বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে এক গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠটা পেয়ে জার্মান চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হন মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) নেতা ওলাফ শলৎস।
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও জোট গঠন করতে বেশ সময় লাগে সোশ্যাল ডেমোক্র্যাটদের। সম্প্রতি গ্রিন এবং এফডিপির সঙ্গে তাদের জোট হয়। এরপরই ওলাফ শলৎসের চ্যান্সেলর হতে বাধা অনেকটাই কেটে যায়।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, বুন্ডেসটাগ গোপন ব্যালটের মাধ্যমে ভোটদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। শলৎসের চ্যান্সেলর হওয়া নিয়ে কোনো বিতর্ক হয়নি। ভোটের সূচনা করেন বুন্ডেসটাগ প্রেসিডেন্ট ব্যারবেল বাস। শলৎস ৭০৭ ভোটের মধ্যে ৩৯৫টি ভোট পান। তবে ভোটের হিসাবে দেখা গেছে, ‘ট্রাফিক লাইট কোয়ালিশন', অর্থাৎ এসপিডি-এফডিপি-গ্রিনের এই জোটের সব সদস্য শলৎসকে ভোট দেননি। তাদের সবার ভোট পেলে শলৎসের ভোট সংখ্যা ৪১৬ হওয়ার কথা। মোট ৭৩৬টি ভোটের মধ্যে শলৎসের বিপক্ষে ভোট পড়ে ৩০৩টি, ছয়জন ভোটদানে বিরত ছিলেন।
নতুন মন্ত্রিসভায় ১৬ জন মন্ত্রী থাকছেন। এর মধ্যে সাতজন আসছেন শলৎসের এসপিডি থেকে, পাঁচজন গ্রিন পার্টি এবং চারজন এফডিপি থেকে। নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন ক্রিস্টিয়ান লিন্ডনার।
এক টুইট বার্তায় শলৎস জানিয়েছেন, দায়িত্ব গ্রহণে বুন্ডেসটাগের প্রেসিডেন্টের আহ্বানে তিনি সম্মত হয়েছেন।
প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর জার্মানিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মের্কেলের দলকে পরাজিত করে জয় পায় মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৮ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৮ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
১১ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
১২ ঘণ্টা আগে