
অবশেষে জার্মানিতে আনুষ্ঠানিকভাবে শেষ হলো অ্যাঙ্গেলা মের্কেলের যুগ। ১৬ বছর পর নতুন চ্যান্সেলর পেল দেশটি। আজ বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে এক গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠটা পেয়ে জার্মান চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হন মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) নেতা ওলাফ শলৎস।
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও জোট গঠন করতে বেশ সময় লাগে সোশ্যাল ডেমোক্র্যাটদের। সম্প্রতি গ্রিন এবং এফডিপির সঙ্গে তাদের জোট হয়। এরপরই ওলাফ শলৎসের চ্যান্সেলর হতে বাধা অনেকটাই কেটে যায়।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, বুন্ডেসটাগ গোপন ব্যালটের মাধ্যমে ভোটদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। শলৎসের চ্যান্সেলর হওয়া নিয়ে কোনো বিতর্ক হয়নি। ভোটের সূচনা করেন বুন্ডেসটাগ প্রেসিডেন্ট ব্যারবেল বাস। শলৎস ৭০৭ ভোটের মধ্যে ৩৯৫টি ভোট পান। তবে ভোটের হিসাবে দেখা গেছে, ‘ট্রাফিক লাইট কোয়ালিশন', অর্থাৎ এসপিডি-এফডিপি-গ্রিনের এই জোটের সব সদস্য শলৎসকে ভোট দেননি। তাদের সবার ভোট পেলে শলৎসের ভোট সংখ্যা ৪১৬ হওয়ার কথা। মোট ৭৩৬টি ভোটের মধ্যে শলৎসের বিপক্ষে ভোট পড়ে ৩০৩টি, ছয়জন ভোটদানে বিরত ছিলেন।
নতুন মন্ত্রিসভায় ১৬ জন মন্ত্রী থাকছেন। এর মধ্যে সাতজন আসছেন শলৎসের এসপিডি থেকে, পাঁচজন গ্রিন পার্টি এবং চারজন এফডিপি থেকে। নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন ক্রিস্টিয়ান লিন্ডনার।
এক টুইট বার্তায় শলৎস জানিয়েছেন, দায়িত্ব গ্রহণে বুন্ডেসটাগের প্রেসিডেন্টের আহ্বানে তিনি সম্মত হয়েছেন।
প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর জার্মানিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মের্কেলের দলকে পরাজিত করে জয় পায় মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।

অবশেষে জার্মানিতে আনুষ্ঠানিকভাবে শেষ হলো অ্যাঙ্গেলা মের্কেলের যুগ। ১৬ বছর পর নতুন চ্যান্সেলর পেল দেশটি। আজ বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে এক গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠটা পেয়ে জার্মান চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হন মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) নেতা ওলাফ শলৎস।
নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও জোট গঠন করতে বেশ সময় লাগে সোশ্যাল ডেমোক্র্যাটদের। সম্প্রতি গ্রিন এবং এফডিপির সঙ্গে তাদের জোট হয়। এরপরই ওলাফ শলৎসের চ্যান্সেলর হতে বাধা অনেকটাই কেটে যায়।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, বুন্ডেসটাগ গোপন ব্যালটের মাধ্যমে ভোটদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। শলৎসের চ্যান্সেলর হওয়া নিয়ে কোনো বিতর্ক হয়নি। ভোটের সূচনা করেন বুন্ডেসটাগ প্রেসিডেন্ট ব্যারবেল বাস। শলৎস ৭০৭ ভোটের মধ্যে ৩৯৫টি ভোট পান। তবে ভোটের হিসাবে দেখা গেছে, ‘ট্রাফিক লাইট কোয়ালিশন', অর্থাৎ এসপিডি-এফডিপি-গ্রিনের এই জোটের সব সদস্য শলৎসকে ভোট দেননি। তাদের সবার ভোট পেলে শলৎসের ভোট সংখ্যা ৪১৬ হওয়ার কথা। মোট ৭৩৬টি ভোটের মধ্যে শলৎসের বিপক্ষে ভোট পড়ে ৩০৩টি, ছয়জন ভোটদানে বিরত ছিলেন।
নতুন মন্ত্রিসভায় ১৬ জন মন্ত্রী থাকছেন। এর মধ্যে সাতজন আসছেন শলৎসের এসপিডি থেকে, পাঁচজন গ্রিন পার্টি এবং চারজন এফডিপি থেকে। নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন ক্রিস্টিয়ান লিন্ডনার।
এক টুইট বার্তায় শলৎস জানিয়েছেন, দায়িত্ব গ্রহণে বুন্ডেসটাগের প্রেসিডেন্টের আহ্বানে তিনি সম্মত হয়েছেন।
প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর জার্মানিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মের্কেলের দলকে পরাজিত করে জয় পায় মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।

যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
২৮ মিনিট আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
১ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
২ ঘণ্টা আগে