
ইউক্রেনের মারিউপোল শহর দখলে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। সেখানকার ইউক্রেনীয় সেনাদের আজ বুধবারের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছে রুশ বাহিনী। এরই মধ্যে ইউক্রেনের একজন মেরিন কমান্ডার বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমে সাহায্য চেয়ে একটি ভিডিও পাঠিয়েছেন।
ওই ভিডিওতে মেজর সের্হি ভোলিনা জানান, তাঁর সৈন্যরা আত্মসমর্পণ করবে না। তবে তিনি ৫০০ জন আহত সৈন্য এবং শত শত নারী ও শিশুদের জন্য আন্তর্জাতিক সহায়তার অনুরোধ করেছেন। তাঁদের মারিউপোল শহরের একটি ইস্পাত কারখানায় লুকিয়ে রাখা হয়েছে বলেও ভিডিওতে জানান মেজর সের্হি।
ওই ভিডিওতে ইউক্রেনের মেরিন কমান্ডার মেজর সের্হি ভোলিনা বলেন, ‘আমাদের কয়েক ঘণ্টা বাকি। বিশ্বনেতাদের আমাদের সাহায্য করার জন্য আহ্বান জানাই। আমরা তাদের অনুরোধ করছি আমাদের তৃতীয় কোনো দেশে নিয়ে যাওয়ার জন্য।’
কত জন সেনা মারিউপোলে আছে তার সংখ্যা উল্লেখ না করে ইউক্রেনের ন্যাশনাল গার্ডের কমান্ডার মেজর ভোলিনা বলেন, ‘শত্রুর সংখ্যা আমাদের থেকে কয়েক ডজন গুণ বেশি। আহতদের অবস্থা খুব খারাপ। তারা বেসমেন্টে পড়ে পচে যাচ্ছে।’
গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া এবং তার দুই দিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই মারিউপোল শহর দখল করতে চাইছে রুশ বাহিনী। ইউক্রেনের এই বন্দরনগরীর দখল নিতে পারা রাশিয়ার জন্য কৌশলগত জয় হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে বিবিসিকে বলেন, ‘মারিউপোলে প্রায় ২০ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এ ছাড়া অসংখ্য মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।’
বিশ্ব সম্পর্কিত পড়ুন:

ইউক্রেনের মারিউপোল শহর দখলে নেওয়ার দাবি করেছে রুশ বাহিনী। সেখানকার ইউক্রেনীয় সেনাদের আজ বুধবারের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছে রুশ বাহিনী। এরই মধ্যে ইউক্রেনের একজন মেরিন কমান্ডার বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমে সাহায্য চেয়ে একটি ভিডিও পাঠিয়েছেন।
ওই ভিডিওতে মেজর সের্হি ভোলিনা জানান, তাঁর সৈন্যরা আত্মসমর্পণ করবে না। তবে তিনি ৫০০ জন আহত সৈন্য এবং শত শত নারী ও শিশুদের জন্য আন্তর্জাতিক সহায়তার অনুরোধ করেছেন। তাঁদের মারিউপোল শহরের একটি ইস্পাত কারখানায় লুকিয়ে রাখা হয়েছে বলেও ভিডিওতে জানান মেজর সের্হি।
ওই ভিডিওতে ইউক্রেনের মেরিন কমান্ডার মেজর সের্হি ভোলিনা বলেন, ‘আমাদের কয়েক ঘণ্টা বাকি। বিশ্বনেতাদের আমাদের সাহায্য করার জন্য আহ্বান জানাই। আমরা তাদের অনুরোধ করছি আমাদের তৃতীয় কোনো দেশে নিয়ে যাওয়ার জন্য।’
কত জন সেনা মারিউপোলে আছে তার সংখ্যা উল্লেখ না করে ইউক্রেনের ন্যাশনাল গার্ডের কমান্ডার মেজর ভোলিনা বলেন, ‘শত্রুর সংখ্যা আমাদের থেকে কয়েক ডজন গুণ বেশি। আহতদের অবস্থা খুব খারাপ। তারা বেসমেন্টে পড়ে পচে যাচ্ছে।’
গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া এবং তার দুই দিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই মারিউপোল শহর দখল করতে চাইছে রুশ বাহিনী। ইউক্রেনের এই বন্দরনগরীর দখল নিতে পারা রাশিয়ার জন্য কৌশলগত জয় হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে বিবিসিকে বলেন, ‘মারিউপোলে প্রায় ২০ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। এ ছাড়া অসংখ্য মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।’
বিশ্ব সম্পর্কিত পড়ুন:

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা এবং পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে।
২ ঘণ্টা আগে
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে পরিচিত কাশিওয়াজাকি-কারিওয়া জাপানের সাগর উপকূলে নিইগাতা প্রিফেকচারের ৪ দশমিক ২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত। সাতটি রিঅ্যাক্টর পুরোপুরি চালু থাকলে কেন্দ্রটি সর্বোচ্চ ৮ দশমিক ২ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা লাখ লাখ পরিবারের বিদ্যুৎ চাহিদা মেট
২ ঘণ্টা আগে
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউরোপীয় ইউনিয়নকে তাদের তথাকথিত ‘অ্যান্টি-কোয়ারশন ইনস্ট্রুমেন্ট’ সক্রিয় করার আহ্বান জানান। অনানুষ্ঠানিকভাবে একে বলা হয় ‘ট্রেড বাজুকা’। এই ব্যবস্থার আওতায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় বাজারে প্রবেশ সীমিত করতে পারে বা রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করতে পারে...
৪ ঘণ্টা আগে