
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্রিটিশ লেখক সালমান রুশদির প্রতি সহানুভূতি প্রকাশ করায় হত্যার হুমকি পেয়েছেন আরেক জনপ্রিয় ব্রিটিশ লেখক জে কে রাওলিং। পাকিস্তানের একজন উগ্র ব্যক্তি তাঁকে হুমকি দিয়ে বলেছেন, ‘এবার আপনার পালা।’ ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট ও ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত শুক্রবার নিউইয়র্কে এক অনুষ্ঠানের মঞ্চে ছুরিকাঘাতের শিকার হন ৭৫ বছর বয়সী বিশ্বখ্যাত লেখক সালমান রুশদি। ঘটনার পরপরই রুশদিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতালে। তাঁর বইয়ের প্রকাশক অ্যান্ড্রু উইলি জানান, ‘অস্ত্রোপচারের পর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কথা বলতে পারেননি রুশদি। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। ছুরিকাঘাতে তাঁর বাহুর স্নায়ু বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।’
এ খবর জানার পর হ্যারি পটার খ্যাত ঔপন্যাসিক জে কে রাওলিং তাঁর টুইটার অ্যাকাউন্টে রুশদির প্রতি সহানুভূতি জানিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন—‘ভয়াবহ দুঃসংবাদ! এমন খবর শোনার পর রীতিমতো অসুস্থ বোধ করছি। রুশদি দ্রুত সুস্থ হয়ে উঠুক।’
এই পোস্টের নিচে পাল্টা প্রতিউত্তর করেন পাকিস্তানি নাগরিক মীর আসিফ আজিজ। তিনি লেখেন—‘চিন্তা করবেন না। এবার আপনার পালা।’
এরপর জে কে রাওলিং টুইটারের কাছে এ ব্যাপারে সাহায্যের আবেদন জানান। উত্তরে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই মন্তব্যের মাধ্যমে টুইটারের নিয়মনীতি লঙ্ঘিত হয়নি।
ডেইলি মেইল জানিয়েছে, আমির আজিজ পাকিস্তানের করাচিতে বাস করেন। তিনি টুইটারে নিজেকে শিক্ষার্থী, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী ও গবেষণাকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি রুশদির ছুরিকাঘাতকারী হাদি মাতারকে ‘বিপ্লবী শিয়া যোদ্ধা’ বলে প্রশংসা করেছেন।

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্রিটিশ লেখক সালমান রুশদির প্রতি সহানুভূতি প্রকাশ করায় হত্যার হুমকি পেয়েছেন আরেক জনপ্রিয় ব্রিটিশ লেখক জে কে রাওলিং। পাকিস্তানের একজন উগ্র ব্যক্তি তাঁকে হুমকি দিয়ে বলেছেন, ‘এবার আপনার পালা।’ ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট ও ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত শুক্রবার নিউইয়র্কে এক অনুষ্ঠানের মঞ্চে ছুরিকাঘাতের শিকার হন ৭৫ বছর বয়সী বিশ্বখ্যাত লেখক সালমান রুশদি। ঘটনার পরপরই রুশদিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতালে। তাঁর বইয়ের প্রকাশক অ্যান্ড্রু উইলি জানান, ‘অস্ত্রোপচারের পর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কথা বলতে পারেননি রুশদি। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। ছুরিকাঘাতে তাঁর বাহুর স্নায়ু বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।’
এ খবর জানার পর হ্যারি পটার খ্যাত ঔপন্যাসিক জে কে রাওলিং তাঁর টুইটার অ্যাকাউন্টে রুশদির প্রতি সহানুভূতি জানিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন—‘ভয়াবহ দুঃসংবাদ! এমন খবর শোনার পর রীতিমতো অসুস্থ বোধ করছি। রুশদি দ্রুত সুস্থ হয়ে উঠুক।’
এই পোস্টের নিচে পাল্টা প্রতিউত্তর করেন পাকিস্তানি নাগরিক মীর আসিফ আজিজ। তিনি লেখেন—‘চিন্তা করবেন না। এবার আপনার পালা।’
এরপর জে কে রাওলিং টুইটারের কাছে এ ব্যাপারে সাহায্যের আবেদন জানান। উত্তরে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই মন্তব্যের মাধ্যমে টুইটারের নিয়মনীতি লঙ্ঘিত হয়নি।
ডেইলি মেইল জানিয়েছে, আমির আজিজ পাকিস্তানের করাচিতে বাস করেন। তিনি টুইটারে নিজেকে শিক্ষার্থী, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী ও গবেষণাকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি রুশদির ছুরিকাঘাতকারী হাদি মাতারকে ‘বিপ্লবী শিয়া যোদ্ধা’ বলে প্রশংসা করেছেন।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৫ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৫ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৮ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৮ ঘণ্টা আগে