
রুশ জেনারেলদের হত্যা করতে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়ার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। এ ছাড়া নিউইয়র্ক টাইমসে এসংক্রান্ত সংবাদ প্রকাশ করাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদ। আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব বলেছে।
গতকাল বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘এটা সত্য যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সেনাদের গোয়েন্দা তথ্য দেয়, যাতে তারা ইউক্রেনকে রক্ষা করতে পারে। কিন্তু আমরা রাশিয়ার জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের অবস্থান সম্পর্কিত গোয়েন্দা তথ্য কখনোই দিই না। ইউক্রেনের সেনাবাহিনী কোন লক্ষ্যবস্তুতে হামলা করবে, সেই সিদ্ধান্তেও আমরা অংশ নিই না।’
গত বুধবার নিউইয়র্ক টাইমস কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয় যে ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের ইউনিটগুলোর অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এ কারণে রাশিয়ার জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের হত্যা করার সুযোগ পেয়েছে ইউক্রেন।
এ খবর প্রকাশের পর সারা বিশ্বে সাড়া পড়ে যায়। এরপর তীব্র প্রতিক্রিয়া জানান জন কিরবি। তিনি বলেন, ‘ইউক্রেন বাহিনী কখন কাকে হামলা করবে সেই সিদ্ধান্ত তারা নিজেরাই নেয়। তাদের সিদ্ধান্তে আমাদের কোনো অংশগ্রহণ নেই। ইউক্রেন বাহিনী সাধারণত নিজেরা যুদ্ধক্ষেত্র থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যের সঙ্গে আমাদের ও মিত্রদের দেওয়া তথ্যের সমন্বয় করে সিদ্ধান্ত নিয়ে থাকে।’
এদিকে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন। তিনি কড়া সমালোচনা করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র শুধু ইউক্রেনীয়দের নিজেদের দেশ রক্ষায় সহায়তা করতে গোয়েন্দা তথ্য দিয়ে থাকে। আমরা রুশ জেনারেলদের হত্যার উদ্দেশ্যে কোনো গোয়েন্দা তথ্য দিই না।’
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, ‘চলমান যুদ্ধে ইউক্রেনের সেনারা ১২ জন রুশ জেনারেলকে হত্যা করেছে।’ তবে নিউইয়র্ক টাইমস ওই প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রকৃতপক্ষে কতজন জেনারেলকে হত্যা করা হয়েছে, সেই সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এ অভিযানে ইউক্রেন বেশ কয়েকজন রুশ জেনারেলকে হত্যার দাবি করলেও রাশিয়া একাধিক জেনারেলকে হত্যার দাবি অস্বীকার করেছে।

রুশ জেনারেলদের হত্যা করতে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়ার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। এ ছাড়া নিউইয়র্ক টাইমসে এসংক্রান্ত সংবাদ প্রকাশ করাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদ। আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব বলেছে।
গতকাল বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘এটা সত্য যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সেনাদের গোয়েন্দা তথ্য দেয়, যাতে তারা ইউক্রেনকে রক্ষা করতে পারে। কিন্তু আমরা রাশিয়ার জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের অবস্থান সম্পর্কিত গোয়েন্দা তথ্য কখনোই দিই না। ইউক্রেনের সেনাবাহিনী কোন লক্ষ্যবস্তুতে হামলা করবে, সেই সিদ্ধান্তেও আমরা অংশ নিই না।’
গত বুধবার নিউইয়র্ক টাইমস কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয় যে ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের ইউনিটগুলোর অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। এ কারণে রাশিয়ার জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের হত্যা করার সুযোগ পেয়েছে ইউক্রেন।
এ খবর প্রকাশের পর সারা বিশ্বে সাড়া পড়ে যায়। এরপর তীব্র প্রতিক্রিয়া জানান জন কিরবি। তিনি বলেন, ‘ইউক্রেন বাহিনী কখন কাকে হামলা করবে সেই সিদ্ধান্ত তারা নিজেরাই নেয়। তাদের সিদ্ধান্তে আমাদের কোনো অংশগ্রহণ নেই। ইউক্রেন বাহিনী সাধারণত নিজেরা যুদ্ধক্ষেত্র থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং সেই তথ্যের সঙ্গে আমাদের ও মিত্রদের দেওয়া তথ্যের সমন্বয় করে সিদ্ধান্ত নিয়ে থাকে।’
এদিকে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন। তিনি কড়া সমালোচনা করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র শুধু ইউক্রেনীয়দের নিজেদের দেশ রক্ষায় সহায়তা করতে গোয়েন্দা তথ্য দিয়ে থাকে। আমরা রুশ জেনারেলদের হত্যার উদ্দেশ্যে কোনো গোয়েন্দা তথ্য দিই না।’
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, ‘চলমান যুদ্ধে ইউক্রেনের সেনারা ১২ জন রুশ জেনারেলকে হত্যা করেছে।’ তবে নিউইয়র্ক টাইমস ওই প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রকৃতপক্ষে কতজন জেনারেলকে হত্যা করা হয়েছে, সেই সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এ অভিযানে ইউক্রেন বেশ কয়েকজন রুশ জেনারেলকে হত্যার দাবি করলেও রাশিয়া একাধিক জেনারেলকে হত্যার দাবি অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা এবং পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে পরিচিত কাশিওয়াজাকি-কারিওয়া জাপানের সাগর উপকূলে নিইগাতা প্রিফেকচারের ৪ দশমিক ২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত। সাতটি রিঅ্যাক্টর পুরোপুরি চালু থাকলে কেন্দ্রটি সর্বোচ্চ ৮ দশমিক ২ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা লাখ লাখ পরিবারের বিদ্যুৎ চাহিদা মেট
২ ঘণ্টা আগে
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউরোপীয় ইউনিয়নকে তাদের তথাকথিত ‘অ্যান্টি-কোয়ারশন ইনস্ট্রুমেন্ট’ সক্রিয় করার আহ্বান জানান। অনানুষ্ঠানিকভাবে একে বলা হয় ‘ট্রেড বাজুকা’। এই ব্যবস্থার আওতায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় বাজারে প্রবেশ সীমিত করতে পারে বা রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করতে পারে...
৪ ঘণ্টা আগে