
ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের শহরটি ছাড়তে হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন মেয়র ভিতালি ক্লিৎস্কো। কিয়েভ পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়লে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে হতে পারে বলে জানান তিনি। এ জন্য রাজধানীবাসীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান কিয়েভের মেয়র।
বিবিসির খবরে বলা হয়, গত কয়েক সপ্তাহ মাঝে মাঝে কিয়েভের লাখ লাখ বাসিন্দাকে পানি ও বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রাশিয়ার বিমান হামলার জেরে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। বিদ্যুৎ কেন্দ্র ও সঞ্চালন লাইনে রুশ হামলায় দেশটির প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে।
ইউক্রেনের একটি টেলিভিশনে কথা বলার সময় মেয়র ক্লিৎস্কো অবকাঠামোতে রুশ হামলাকে ‘সন্ত্রাসবাদ’ ও ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘ইউক্রেনীয়দের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দরকার নেই, তাঁর দরকার ভূখণ্ড। তাই এখন যা হচ্ছে, তা গণহত্যা। তাঁর কাজ হলো, আমাদের ঠান্ডায় মেরে ফেলা নিজ ভূখণ্ড ছেড়ে পালাতে বাধ্য করা যেন এটি তিনি দখলে নিতে পারেন।’
ক্লিৎস্কো আরও বলেন, পানি ও বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে কর্তৃপক্ষ ‘সবকিছু’ করছে, তা সত্ত্বেও ভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিয়েভের কেন্দ্রে এখনো বিদ্যুৎ ও পানি আছে, তাই সেখানে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে থাকার জন্য শহরের ৩০ লাখ বাসিন্দার ব্যবস্থা নেওয়া উচিত বলেও জানান তিনি।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, বিদ্যুৎ ব্যবস্থা ও অবকাঠামোর ওপর ফের বড় ধরনের হামলা চালাতে পারে রাশিয়া।
সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। রাজধানী কিয়েভসহ ইউক্রেনের প্রধান প্রধান শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে মস্কো।

ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের শহরটি ছাড়তে হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন মেয়র ভিতালি ক্লিৎস্কো। কিয়েভ পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়লে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে হতে পারে বলে জানান তিনি। এ জন্য রাজধানীবাসীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান কিয়েভের মেয়র।
বিবিসির খবরে বলা হয়, গত কয়েক সপ্তাহ মাঝে মাঝে কিয়েভের লাখ লাখ বাসিন্দাকে পানি ও বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রাশিয়ার বিমান হামলার জেরে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতির। বিদ্যুৎ কেন্দ্র ও সঞ্চালন লাইনে রুশ হামলায় দেশটির প্রায় ৪০ শতাংশ বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে।
ইউক্রেনের একটি টেলিভিশনে কথা বলার সময় মেয়র ক্লিৎস্কো অবকাঠামোতে রুশ হামলাকে ‘সন্ত্রাসবাদ’ ও ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘ইউক্রেনীয়দের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দরকার নেই, তাঁর দরকার ভূখণ্ড। তাই এখন যা হচ্ছে, তা গণহত্যা। তাঁর কাজ হলো, আমাদের ঠান্ডায় মেরে ফেলা নিজ ভূখণ্ড ছেড়ে পালাতে বাধ্য করা যেন এটি তিনি দখলে নিতে পারেন।’
ক্লিৎস্কো আরও বলেন, পানি ও বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে কর্তৃপক্ষ ‘সবকিছু’ করছে, তা সত্ত্বেও ভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিয়েভের কেন্দ্রে এখনো বিদ্যুৎ ও পানি আছে, তাই সেখানে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে থাকার জন্য শহরের ৩০ লাখ বাসিন্দার ব্যবস্থা নেওয়া উচিত বলেও জানান তিনি।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, বিদ্যুৎ ব্যবস্থা ও অবকাঠামোর ওপর ফের বড় ধরনের হামলা চালাতে পারে রাশিয়া।
সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। রাজধানী কিয়েভসহ ইউক্রেনের প্রধান প্রধান শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে মস্কো।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
১৫ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
২০ মিনিট আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৩ ঘণ্টা আগে