Ajker Patrika

রুশ হামলায় ইউক্রেনের ৩০ শতাংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়েছে: জেলেনস্কি

রুশ হামলায় ইউক্রেনের ৩০ শতাংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়েছে: জেলেনস্কি

গত এক সপ্তাহে রুশ হামলায় ৩০ শতাংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এক টুইট বার্তায় জেলেনস্কি বলেন, রুশ হামলায় ইউক্রেন জুড়ে তীব্র বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে।

রাশিয়া নতুন করে ইউক্রেনের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। জ্বালানি অবকাঠামোয় হামলা চালানোয় দেশটির রাজধানী কিয়েভসহ অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইউক্রেনের রণাঙ্গনে পেরে উঠছে না। তারই প্রতিশোধ হিসেবে মস্কো শীতের আগে জ্বালানি অবকাঠামোগুলোয় ক্ষতি করার চেষ্টা করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাবছেন এতে ইউক্রেনের প্রতিরোধ দুর্বল হতে পারে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর গত ১০ অক্টোবর দেশটিতে সবচেয়ে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়। আহত হয় ১০৫ জন। এই হামলা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিন্দা শুরু হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত