আজকের পত্রিকা ডেস্ক

তুরস্কের ইস্তাম্বুলে আজ বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মুখোমুখি শান্তি আলোচনা হওয়ার কথা থাকলেও এর বিস্তারিত এখনো অনিশ্চিত। ২০২২ সালের পর এটিই হতে যাচ্ছে দেশ দুটির মধ্যে প্রথম সরাসরি আলোচনা।
তবে এমন পরিস্থিতির মধ্যে নিজের গুরুত্ব তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইউক্রেনে যুদ্ধবিরতির আলোচনা সফল হতে পারে, শুধুমাত্র যদি তাঁর সঙ্গে পুতিনের দেখা হয়।
বর্তমানে উপসাগরীয় দেশগুলোতে সফররত ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘দেখুন, কিছুই ঘটবে না যতক্ষণ না পুতিন এবং আমি একসঙ্গে বসি। ঠিক আছে?’
তিনি আরও যোগ করেন, ‘এটা স্পষ্ট যে, তিনি (পুতিন) যাচ্ছেন না (তুরস্কে)। তিনি ভেবেছিলেন, আমি যাব। আমি না গেলে, তিনি যাবেন না। আমি বিশ্বাস করি, আপনারা পছন্দ করুন বা না করুন, আমাদের দেখা না হওয়া পর্যন্ত কিছুই ঘটবে না। কিন্তু এটা সমাধান করতে হবে, কারণ অনেক মানুষ মারা যাচ্ছে।’
এদিকে লাইভ প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল ইতিমধ্যেই তুরস্কে অবস্থান করছে। তবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এখনো কোনো বৈঠক নির্ধারিত হয়নি।
পুতিন ও ট্রাম্প কেউই এই আলোচনায় উপস্থিত থাকবেন না। ইউক্রেনের প্রতিনিধি দলটি এখনো তুরস্কের আঙ্কারায় অবস্থান করছে, তারা এখনো ইস্তাম্বুলে পৌঁছাননি।
তুরস্কের বৈঠককে সামনে রেখে এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন—বৈঠকে পুতিন উপস্থিত থাকলে তিনিও যাবেন।
তবে আজ বৃহস্পতিবার সকালে জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া কিছু ‘অভিনেতা’ বা ‘নকল প্রতিনিধি’ পাঠিয়েছে। কারণ তাদের প্রতিনিধি দল অত্যন্ত জুনিয়র পর্যায়ের।
এই প্রেক্ষাপটে ট্রাম্পের মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে, যেখানে তিনি সরাসরিই বলেছেন, ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে তাঁর এবং পুতিনের ব্যক্তিগত সাক্ষাতের ওপর।

তুরস্কের ইস্তাম্বুলে আজ বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মুখোমুখি শান্তি আলোচনা হওয়ার কথা থাকলেও এর বিস্তারিত এখনো অনিশ্চিত। ২০২২ সালের পর এটিই হতে যাচ্ছে দেশ দুটির মধ্যে প্রথম সরাসরি আলোচনা।
তবে এমন পরিস্থিতির মধ্যে নিজের গুরুত্ব তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইউক্রেনে যুদ্ধবিরতির আলোচনা সফল হতে পারে, শুধুমাত্র যদি তাঁর সঙ্গে পুতিনের দেখা হয়।
বর্তমানে উপসাগরীয় দেশগুলোতে সফররত ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘দেখুন, কিছুই ঘটবে না যতক্ষণ না পুতিন এবং আমি একসঙ্গে বসি। ঠিক আছে?’
তিনি আরও যোগ করেন, ‘এটা স্পষ্ট যে, তিনি (পুতিন) যাচ্ছেন না (তুরস্কে)। তিনি ভেবেছিলেন, আমি যাব। আমি না গেলে, তিনি যাবেন না। আমি বিশ্বাস করি, আপনারা পছন্দ করুন বা না করুন, আমাদের দেখা না হওয়া পর্যন্ত কিছুই ঘটবে না। কিন্তু এটা সমাধান করতে হবে, কারণ অনেক মানুষ মারা যাচ্ছে।’
এদিকে লাইভ প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল ইতিমধ্যেই তুরস্কে অবস্থান করছে। তবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এখনো কোনো বৈঠক নির্ধারিত হয়নি।
পুতিন ও ট্রাম্প কেউই এই আলোচনায় উপস্থিত থাকবেন না। ইউক্রেনের প্রতিনিধি দলটি এখনো তুরস্কের আঙ্কারায় অবস্থান করছে, তারা এখনো ইস্তাম্বুলে পৌঁছাননি।
তুরস্কের বৈঠককে সামনে রেখে এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন—বৈঠকে পুতিন উপস্থিত থাকলে তিনিও যাবেন।
তবে আজ বৃহস্পতিবার সকালে জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া কিছু ‘অভিনেতা’ বা ‘নকল প্রতিনিধি’ পাঠিয়েছে। কারণ তাদের প্রতিনিধি দল অত্যন্ত জুনিয়র পর্যায়ের।
এই প্রেক্ষাপটে ট্রাম্পের মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে, যেখানে তিনি সরাসরিই বলেছেন, ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে তাঁর এবং পুতিনের ব্যক্তিগত সাক্ষাতের ওপর।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৩ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৪ ঘণ্টা আগে