আজকের পত্রিকা ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার তীব্রতায় কয়েক ঘণ্টা বন্ধ ছিল রাজধানীর চারটি প্রধান বিমানবন্দর। ইউক্রেনের খারকিভ ও ওডেসোয় রাশিয়ার পাল্টা হামলায় একজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার রুশ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোকে লক্ষ্য করে বিভিন্ন দিক থেকে ড্রোন ছুড়েছে কিয়েভ। এর মধ্যে কমপক্ষে ১৯টি ড্রোন মস্কোর আকাশে প্রবেশ করার আগেই ধ্বংস করা হয়েছে।
এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, শুধু মস্কো নয়, আরও কয়েকটি শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন শহরে অন্তত ২৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তারা।
গতকাল সোমবার, ইউক্রেনীয় সেনাদের নতুন করে রাশিয়ার কুরস্কে প্রবেশের খবরের পর এই হামলাগুলো চালানো হলো। মস্কোসহ অন্য শহরগুলোতে ড্রোন হামলার ব্যাপারে কোনো মন্তব্য না করলেও কুরস্কে অভিযানের বিষয়ে কথা বলেছে ইউক্রেন কর্তৃপক্ষ।
ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, গত রোববার কুরস্ক অঞ্চলের ততকিনো গ্রামের কাছে একটি রুশ ড্রোন কমান্ড ইউনিটে হামলা চালিয়েছে কিয়েভ সেনারা। এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কুরস্কের রিলস্ক শহরের একটি বিদ্যুৎকেন্দ্র। শহরটির ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্দর কিনশতেইন মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে জানান, ড্রোন হামলায় বিদ্যুৎকেন্দ্রটির দুটি ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়েছে। ট্রান্সফর্মারের ধাতব অংশ ছিটকে গিয়ে আহত হয়েছে দুই কিশোর।
চলতি বছরের এপ্রিলে মস্কো দাবি করেছিল, ইউক্রেনের সেনাদের হটিয়ে পুরোপুরিভাবে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়েছে তারা। তবে কিয়েভের দাবি, সীমান্তের ওপারে এখনো তাদের সেনারা সক্রিয় রয়েছে। সোমবার এক বিবৃতিতে ইউক্রেন জানায়, ‘কুরস্ক অভিযানের শুরু থেকে নয় মাস পরও অঞ্চলটিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী।’
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রাশিয়া। তবে, একাধিক রুশ সামরিক ব্লগার জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী রিলস্কের একটি গ্রামে ঢোকার চেষ্টা করছে। তারা কিছু ছবিও প্রকাশ করেছে, যেখানে সীমান্তে ট্যাংক-প্রতিরোধী কাঠামো ভেদ করে রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সমরযান ঢুকে পড়ছে বলে দেখা যায়। তবে, ছবিগুলো কতটুকু নির্ভরযোগ্য তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর সামির বাসিন্দাদের সীমান্ত থেকে ১২ কিলোমিটার পর্যন্ত দূরত্বের বাড়ি-ঘর খালি করে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, বড় ধরনের হামলার পরিকল্পনা করা হচ্ছে বলেই বাসিন্দাদের সরে যেতে বলেছে ইউক্রেন।

রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার তীব্রতায় কয়েক ঘণ্টা বন্ধ ছিল রাজধানীর চারটি প্রধান বিমানবন্দর। ইউক্রেনের খারকিভ ও ওডেসোয় রাশিয়ার পাল্টা হামলায় একজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার রুশ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোকে লক্ষ্য করে বিভিন্ন দিক থেকে ড্রোন ছুড়েছে কিয়েভ। এর মধ্যে কমপক্ষে ১৯টি ড্রোন মস্কোর আকাশে প্রবেশ করার আগেই ধ্বংস করা হয়েছে।
এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, শুধু মস্কো নয়, আরও কয়েকটি শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন শহরে অন্তত ২৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তারা।
গতকাল সোমবার, ইউক্রেনীয় সেনাদের নতুন করে রাশিয়ার কুরস্কে প্রবেশের খবরের পর এই হামলাগুলো চালানো হলো। মস্কোসহ অন্য শহরগুলোতে ড্রোন হামলার ব্যাপারে কোনো মন্তব্য না করলেও কুরস্কে অভিযানের বিষয়ে কথা বলেছে ইউক্রেন কর্তৃপক্ষ।
ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, গত রোববার কুরস্ক অঞ্চলের ততকিনো গ্রামের কাছে একটি রুশ ড্রোন কমান্ড ইউনিটে হামলা চালিয়েছে কিয়েভ সেনারা। এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কুরস্কের রিলস্ক শহরের একটি বিদ্যুৎকেন্দ্র। শহরটির ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সান্দর কিনশতেইন মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে জানান, ড্রোন হামলায় বিদ্যুৎকেন্দ্রটির দুটি ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়েছে। ট্রান্সফর্মারের ধাতব অংশ ছিটকে গিয়ে আহত হয়েছে দুই কিশোর।
চলতি বছরের এপ্রিলে মস্কো দাবি করেছিল, ইউক্রেনের সেনাদের হটিয়ে পুরোপুরিভাবে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়েছে তারা। তবে কিয়েভের দাবি, সীমান্তের ওপারে এখনো তাদের সেনারা সক্রিয় রয়েছে। সোমবার এক বিবৃতিতে ইউক্রেন জানায়, ‘কুরস্ক অভিযানের শুরু থেকে নয় মাস পরও অঞ্চলটিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী।’
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রাশিয়া। তবে, একাধিক রুশ সামরিক ব্লগার জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী রিলস্কের একটি গ্রামে ঢোকার চেষ্টা করছে। তারা কিছু ছবিও প্রকাশ করেছে, যেখানে সীমান্তে ট্যাংক-প্রতিরোধী কাঠামো ভেদ করে রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সমরযান ঢুকে পড়ছে বলে দেখা যায়। তবে, ছবিগুলো কতটুকু নির্ভরযোগ্য তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শহর সামির বাসিন্দাদের সীমান্ত থেকে ১২ কিলোমিটার পর্যন্ত দূরত্বের বাড়ি-ঘর খালি করে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, বড় ধরনের হামলার পরিকল্পনা করা হচ্ছে বলেই বাসিন্দাদের সরে যেতে বলেছে ইউক্রেন।

সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট ক্র্যান-মন্টানায় থার্টিফার্স্ট নাইটের এক জনাকীর্ণ বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ড পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
১২ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ–আইপিএলে বাংলাদেশে ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোর কারণে বলিউড অভিনেতা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে গাদ্দার বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
চলতি বছরের শুরুর দিকে ভারত-পাকিস্তানের মধ্যকার সামরিক সংঘাতের সময় যুদ্ধবিরতি অর্জনে মধ্যস্থতা করেছে চীন—এমনটাই দাবি করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তবে চীনের মধ্যস্থতার এই দাবি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লির সরকারি সূত্রগুলো। কিন্তু কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো আসেনি।
২ ঘণ্টা আগে
গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের আবহের মধ্যেই ২০২৫ সালে ৬৯ হাজারেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। গতকাল বুধবার প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলে অভিবাসনের ভারসাম্য ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে।
৪ ঘণ্টা আগে