
প্রায় অর্ধশতাব্দী পর রাশিয়ার চাঁদে অভিযান ব্যর্থ হয়েছে। মহাকাশযান লুনা-২৫ অবতরণের আগেই চাঁদের বুকে বিধ্বস্ত হয়েছে। আর এ খবর শুনে এই অভিযানের সংশ্লিষ্ট বিজ্ঞানী ‘অসুস্থ হয়ে’ মস্কোর হাসপাতালে ভর্তি হয়েছেন।
দ্য ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে বলেছে, পদার্থবিদ ও মহাকাশচারী মিখাইল মারোভের বয়স ৯০ বছর। শনিবার লুনা-২৫ বিধ্বস্ত হওয়ার পর তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। ক্রেমলিনের পাশের হাসপাতালে তিনি ভর্তি হন।
নিউজ চ্যানেল আরবিসি ও মস্কোভস্কি কোসোমোলেটস পত্রিকাকে মিখাইল বলেন, বিধ্বস্ত হওয়ার খবরটি তিনি মেনে নিতে পারেননি।
সাবেক সোভিয়েত ইউনিয়নের মহাকাশ অভিযানগুলোতেও কাজ করেছেন মিখাইল মারোভের। তিনি লুনা-২৫-এর অভিযানকে সারা জীবনের কাজের অভিজ্ঞতার ফলাফল হিসেবে উল্লেখ করেন।
মিখাইল বলেন, ‘এটি দুঃখজনক যে, মহাকাশযানটি চাঁদে অবতরণ করতে পারেনি। চাঁদের অভিযানের সফলতা দেখার জন্য এই শেষ আশা ছিল আমার।’
মহাকাশযান ধ্বংসের পেছনের কারণগুলো গভীরভাবে আলোচনা ও পরীক্ষা করা হবে বলে তিনি আশা করেন।
লুনা-২৫-এর মাধ্যমে সাবেক সোভিয়েত ইউনিয়নের চাঁদের অভিযানের উত্তরাধিকার হতে চেয়েছিল মস্কো।
গত রোববার রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা বলেছে, হঠাৎ করে লুনা-২৫-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যার ফলে চাঁদের অভিযান অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
সংস্থাটি আরও জানায়, লুনা-২৫ মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগে অনির্ধারিত একটি কক্ষপথে ঢুকে পড়েছিল ও চাঁদের পৃষ্ঠে বিধ্বস্ত হওয়ার কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে।
রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা বলছে, তারা ধ্বংসের কারণ উদ্ঘাটনে তদন্ত করবে। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য নির্দিষ্ট কোনো কারিগরি সমস্যার কথা বলা হয়নি।

প্রায় অর্ধশতাব্দী পর রাশিয়ার চাঁদে অভিযান ব্যর্থ হয়েছে। মহাকাশযান লুনা-২৫ অবতরণের আগেই চাঁদের বুকে বিধ্বস্ত হয়েছে। আর এ খবর শুনে এই অভিযানের সংশ্লিষ্ট বিজ্ঞানী ‘অসুস্থ হয়ে’ মস্কোর হাসপাতালে ভর্তি হয়েছেন।
দ্য ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে বলেছে, পদার্থবিদ ও মহাকাশচারী মিখাইল মারোভের বয়স ৯০ বছর। শনিবার লুনা-২৫ বিধ্বস্ত হওয়ার পর তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। ক্রেমলিনের পাশের হাসপাতালে তিনি ভর্তি হন।
নিউজ চ্যানেল আরবিসি ও মস্কোভস্কি কোসোমোলেটস পত্রিকাকে মিখাইল বলেন, বিধ্বস্ত হওয়ার খবরটি তিনি মেনে নিতে পারেননি।
সাবেক সোভিয়েত ইউনিয়নের মহাকাশ অভিযানগুলোতেও কাজ করেছেন মিখাইল মারোভের। তিনি লুনা-২৫-এর অভিযানকে সারা জীবনের কাজের অভিজ্ঞতার ফলাফল হিসেবে উল্লেখ করেন।
মিখাইল বলেন, ‘এটি দুঃখজনক যে, মহাকাশযানটি চাঁদে অবতরণ করতে পারেনি। চাঁদের অভিযানের সফলতা দেখার জন্য এই শেষ আশা ছিল আমার।’
মহাকাশযান ধ্বংসের পেছনের কারণগুলো গভীরভাবে আলোচনা ও পরীক্ষা করা হবে বলে তিনি আশা করেন।
লুনা-২৫-এর মাধ্যমে সাবেক সোভিয়েত ইউনিয়নের চাঁদের অভিযানের উত্তরাধিকার হতে চেয়েছিল মস্কো।
গত রোববার রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা বলেছে, হঠাৎ করে লুনা-২৫-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যার ফলে চাঁদের অভিযান অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
সংস্থাটি আরও জানায়, লুনা-২৫ মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগে অনির্ধারিত একটি কক্ষপথে ঢুকে পড়েছিল ও চাঁদের পৃষ্ঠে বিধ্বস্ত হওয়ার কারণে কাজ করা বন্ধ করে দিয়েছে।
রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা বলছে, তারা ধ্বংসের কারণ উদ্ঘাটনে তদন্ত করবে। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য নির্দিষ্ট কোনো কারিগরি সমস্যার কথা বলা হয়নি।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৫ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৬ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৭ ঘণ্টা আগে