
পশ্চিমা বিশ্বকে সতর্ক করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাত মানে বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের মাত্র এক কদম দূরে পৌঁছে যাওয়া। তিনি বলেছেন, তবে কেউই নিশ্চয় এমন দৃশ্য দেখতে চাইবে না। স্থানীয় সময় আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন এ কথা বলেন।
বর্তমানে ইউক্রেন যুদ্ধ ১৯৬২ সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমের সঙ্গে মস্কোর সম্পর্কে গভীরতম সংকটের সূত্রপাত করেছে। সাম্প্রতিক সময়ে পুতিন একাধিকবার পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। তবে তিনি বারবার বলেছেন, তিনি কখনোই ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেননি।
এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গত মাসে বলেছিলেন যে, ভবিষ্যতে ইউক্রেনে স্থল সেনা মোতায়েনের বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না। এই বিষয়টি নিয়ে অনেক পশ্চিমা দেশ ফ্রান্সকে সমর্থন না করলেও পূর্ব ইউরোপের অনেক দেশই বিষয়টিকে সমর্থন করেছে।
সেই প্রেক্ষাপটে মাখোঁর বক্তব্যকে উদ্ধৃত করে রয়টার্স পুতিনের কাছে জানতে চায়, রাশিয়া এবং ন্যাটোর মধ্যে সংঘাতের কোনো আশঙ্কা আছে কি না? জবাবে পুতিন বলেন, ‘এই আধুনিক বিশ্বে সবই সম্ভব।’ তিনি আরও বলেন, ‘এটি সবার কাছে পরিষ্কার যে, একটি পূর্ণাঙ্গ তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বিশ্ব মাত্র এক ধাপ দূরে। তবে আমি মনে করি, খুব কম মানুষই বিষয়টি নিয়ে আগ্রহী।’
এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘যদিও এরই মধ্যে ইউক্রেনে ন্যাটোর সামরিক কর্মীদের উপস্থিতির প্রমাণ আমরা পেয়েছি। রাশিয়া যুদ্ধক্ষেত্র থেকে ইংরেজি ও ফরাসি উভয় ভাষার সেনাদের গ্রেপ্তার করেছে। এতে ভালো কিছু নেই। কারণ, তারা সেখানে প্রচুর সংখ্যায় মারা যাচ্ছে।’

পশ্চিমা বিশ্বকে সতর্ক করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাত মানে বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের মাত্র এক কদম দূরে পৌঁছে যাওয়া। তিনি বলেছেন, তবে কেউই নিশ্চয় এমন দৃশ্য দেখতে চাইবে না। স্থানীয় সময় আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন এ কথা বলেন।
বর্তমানে ইউক্রেন যুদ্ধ ১৯৬২ সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমের সঙ্গে মস্কোর সম্পর্কে গভীরতম সংকটের সূত্রপাত করেছে। সাম্প্রতিক সময়ে পুতিন একাধিকবার পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন। তবে তিনি বারবার বলেছেন, তিনি কখনোই ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেননি।
এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গত মাসে বলেছিলেন যে, ভবিষ্যতে ইউক্রেনে স্থল সেনা মোতায়েনের বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না। এই বিষয়টি নিয়ে অনেক পশ্চিমা দেশ ফ্রান্সকে সমর্থন না করলেও পূর্ব ইউরোপের অনেক দেশই বিষয়টিকে সমর্থন করেছে।
সেই প্রেক্ষাপটে মাখোঁর বক্তব্যকে উদ্ধৃত করে রয়টার্স পুতিনের কাছে জানতে চায়, রাশিয়া এবং ন্যাটোর মধ্যে সংঘাতের কোনো আশঙ্কা আছে কি না? জবাবে পুতিন বলেন, ‘এই আধুনিক বিশ্বে সবই সম্ভব।’ তিনি আরও বলেন, ‘এটি সবার কাছে পরিষ্কার যে, একটি পূর্ণাঙ্গ তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বিশ্ব মাত্র এক ধাপ দূরে। তবে আমি মনে করি, খুব কম মানুষই বিষয়টি নিয়ে আগ্রহী।’
এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘যদিও এরই মধ্যে ইউক্রেনে ন্যাটোর সামরিক কর্মীদের উপস্থিতির প্রমাণ আমরা পেয়েছি। রাশিয়া যুদ্ধক্ষেত্র থেকে ইংরেজি ও ফরাসি উভয় ভাষার সেনাদের গ্রেপ্তার করেছে। এতে ভালো কিছু নেই। কারণ, তারা সেখানে প্রচুর সংখ্যায় মারা যাচ্ছে।’

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে