
চীনে করোনার সংক্রমণ ঠেকাতে সন্দেহভাজন করোনা রোগীদের রাখা হচ্ছে ধাতব বাক্সে। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমের বেশ কয়েকটি ভিডিওতে এমনটি দেখা গেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, কোয়ারেন্টিন সেন্টারে সারির পর সারি করে রাখা হয়েছে ধাতব বাক্স। বাসে করে সেখানে আনা হচ্ছে করোনা রোগীদের।
চীনে ‘শূন্য-কোভিড’ নীতিতে করোনার সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী মাসেই চীনে শীতকালীন অলিম্পিক শুরু হবে। এর আগে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে লাখ লাখ মানুষকে কোরায়েন্টিনে রাখা হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, অন্তঃসত্ত্বা নারী, শিশু, বৃদ্ধসহ করোনায় আক্রান্তদের কাঠের বিছানা ও একটি টয়লেট দিয়ে সজ্জিত ধাতব বাক্সে দুই সপ্তাহ আবদ্ধ করে রাখা হচ্ছে। একটি এলাকার মধ্যে একজন করোনায় আক্রান্ত হলেও ওই এলাকার সবাইকে এভাবে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।
ডেইলি মেইল আরও জানায়, চীনের বেশ কিছু এলাকায় গভীর রাতে গিয়ে মানুষকে কোয়ারেন্টিন সেন্টারে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে। করোনার সংক্রমণ বাড়ায় চীনে প্রায় ২ কোটি মানুষ এখন ঘরবন্দী রয়েছে। এমনকি তারা বাড়ির বাইরে খাবার কেনার জন্যও যেতে পারছে না।
সম্প্রতি কঠোর লকডাউনের কারণে চিকিৎসা করাতে দেরি হওয়ায় চীনের একজন অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত হয়। এসব ঘটনার পর চীনের ‘শূন্য-কোভিড’ নীতি নিয়ে প্রশ্ন উঠেছে।
চীনে ২০১৯ সালের প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকেই দেশটিতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

চীনে করোনার সংক্রমণ ঠেকাতে সন্দেহভাজন করোনা রোগীদের রাখা হচ্ছে ধাতব বাক্সে। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমের বেশ কয়েকটি ভিডিওতে এমনটি দেখা গেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, কোয়ারেন্টিন সেন্টারে সারির পর সারি করে রাখা হয়েছে ধাতব বাক্স। বাসে করে সেখানে আনা হচ্ছে করোনা রোগীদের।
চীনে ‘শূন্য-কোভিড’ নীতিতে করোনার সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী মাসেই চীনে শীতকালীন অলিম্পিক শুরু হবে। এর আগে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে লাখ লাখ মানুষকে কোরায়েন্টিনে রাখা হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, অন্তঃসত্ত্বা নারী, শিশু, বৃদ্ধসহ করোনায় আক্রান্তদের কাঠের বিছানা ও একটি টয়লেট দিয়ে সজ্জিত ধাতব বাক্সে দুই সপ্তাহ আবদ্ধ করে রাখা হচ্ছে। একটি এলাকার মধ্যে একজন করোনায় আক্রান্ত হলেও ওই এলাকার সবাইকে এভাবে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।
ডেইলি মেইল আরও জানায়, চীনের বেশ কিছু এলাকায় গভীর রাতে গিয়ে মানুষকে কোয়ারেন্টিন সেন্টারে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে। করোনার সংক্রমণ বাড়ায় চীনে প্রায় ২ কোটি মানুষ এখন ঘরবন্দী রয়েছে। এমনকি তারা বাড়ির বাইরে খাবার কেনার জন্যও যেতে পারছে না।
সম্প্রতি কঠোর লকডাউনের কারণে চিকিৎসা করাতে দেরি হওয়ায় চীনের একজন অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত হয়। এসব ঘটনার পর চীনের ‘শূন্য-কোভিড’ নীতি নিয়ে প্রশ্ন উঠেছে।
চীনে ২০১৯ সালের প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকেই দেশটিতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

স্টেট ডিপার্টমেন্টের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী, যেসব আবেদনকারীর দুটি দেশের নাগরিকত্ব (দ্বৈত নাগরিক) রয়েছে এবং যাঁরা ভিসার জন্য আবেদন করছেন এমন একটি দেশের বৈধ পাসপোর্ট ব্যবহার করে, যে দেশটি নিষেধাজ্ঞার তালিকায় নেই—তাঁরা এই ভিসা স্থগিতের আওতায় পড়বেন না।
৫ মিনিট আগে
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের শীর্ষ নেতৃত্বে গভীর মতপার্থক্য ও ক্ষমতার দ্বন্দ্বের চিত্র উঠে এসেছে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে। এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। বাইরের হুমকির বদলে সরকারের ভেতরের বিভক্তিই এখন তাঁর সবচেয়ে বড় উদ্বেগের ক
৯ মিনিট আগে
২৬ বছর বয়সী ওই যুবকের নাম এরফান সোলতানি। তাঁকে ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) তেহরানের পশ্চিমে অবস্থিত শহর ফারদিসের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংগঠন হেনগাও জানায়, গ্রেপ্তারের কয়েক দিনের মধ্যেই কর্তৃপক্ষ তাঁর পরিবারকে জানায়, বুধবার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
১ ঘণ্টা আগে
দক্ষিণ চীন সাগরে মহড়া শেষ করে মার্কিন বিমানবাহী রণতরী সেখান থেকে সরে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে বলে জানা গেছে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই খবরের ঠিক আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেন।
৩ ঘণ্টা আগে