
গত পাঁচ বছরে চীনের সামরিক বাহিনী আরও আক্রমণাত্মক ও বিপজ্জনক হয়ে উঠছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল মার্ক মিলে। একই সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাহিনীটি নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের সামরিক বাহিনী ক্রমেই আক্রমণাত্মক হয়ে উঠছে বলে দাবি করেছেন মার্কিন সেনাপ্রধান। গতকাল রোববার ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল আন্দিকা পারকাসার সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি।
মার্ক মিলে বলেন, ‘চীন পুরো অঞ্চলেই নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। এর সম্ভাব্য ফল এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষে যাবে না।’
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, চীনের প্রভাব কমানোর জন্য় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে যৌথ কর্মসূচির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে অঞ্চলটিতে সফর করছেন দেশটির সেনাপ্রধান। তিনি আগামী সপ্তাহে অস্ট্রেলিয়া অঞ্চলেও একই উদ্দেশে সফর করবেন।
যুক্তরাষ্ট্রের শঙ্কা, ২০২৭ সালের মধ্যে তাইওয়ানের দখল নিতে পারে চীন। এ ছাড়া সলোমন দ্বীপপুঞ্জে চীন নৌঘাঁটি করার চেষ্টা করছে এমন উদ্বেগও জানিয়েছে দেশটি।
এদিকে আগামী মঙ্গলবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই দেশগুলো গত মে মাসে গঠিত হওয়া ইন্দোপ্য়াসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের (আইপিইএএফ) অন্তর্ভুক্ত। এতে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য় সদস্য় দেশগুলো হলো অস্ট্রেলিয়া, ব্রুনেই, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

গত পাঁচ বছরে চীনের সামরিক বাহিনী আরও আক্রমণাত্মক ও বিপজ্জনক হয়ে উঠছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল মার্ক মিলে। একই সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাহিনীটি নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের সামরিক বাহিনী ক্রমেই আক্রমণাত্মক হয়ে উঠছে বলে দাবি করেছেন মার্কিন সেনাপ্রধান। গতকাল রোববার ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল আন্দিকা পারকাসার সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি।
মার্ক মিলে বলেন, ‘চীন পুরো অঞ্চলেই নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। এর সম্ভাব্য ফল এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষে যাবে না।’
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, চীনের প্রভাব কমানোর জন্য় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে যৌথ কর্মসূচির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে অঞ্চলটিতে সফর করছেন দেশটির সেনাপ্রধান। তিনি আগামী সপ্তাহে অস্ট্রেলিয়া অঞ্চলেও একই উদ্দেশে সফর করবেন।
যুক্তরাষ্ট্রের শঙ্কা, ২০২৭ সালের মধ্যে তাইওয়ানের দখল নিতে পারে চীন। এ ছাড়া সলোমন দ্বীপপুঞ্জে চীন নৌঘাঁটি করার চেষ্টা করছে এমন উদ্বেগও জানিয়েছে দেশটি।
এদিকে আগামী মঙ্গলবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই দেশগুলো গত মে মাসে গঠিত হওয়া ইন্দোপ্য়াসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের (আইপিইএএফ) অন্তর্ভুক্ত। এতে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য় সদস্য় দেশগুলো হলো অস্ট্রেলিয়া, ব্রুনেই, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৫ ঘণ্টা আগে