
ঢাকা: সারা বিশ্বে এক বছরেরও বেশি সময় ধরে দাপট দেখাচ্ছে করোনা। করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথা থেকে এবং কীভাবে এই করোনা সারা বিশ্বে ছড়িয়েছে এ নিয়ে মানুষের জানার আগ্রহের কমতি নেই।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই করোনাকে ‘চীনা ভাইরাস’ নামে অভিহিত করেছিলেন। চীন থেকে গোটা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে করোনার শুরু থেকেই দাবি করেছিল যুক্তরাষ্ট্র। এবার করোনা নিয়ে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সামনে এনেছে নতুন তথ্য। গতকাল রোববার এক প্রতিবেদনে প্রথম করোনা শনাক্ত ও ছড়িয়ে পড়া নিয়ে নতুন তথ্য তুলে ধরেছে এই গণমাধ্যমটি।
রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, চীন করোনা মহামারির তথ্য প্রকাশ করার আগেই ২০১৯ সালের নভেম্বরে দেশটির উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির (ডব্লিউআইভি) তিন গবেষক হাসপাতলে চিকিৎসা নিয়েছিলেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অপ্রকাশিত একটি গোয়েন্দা প্রতিবেদনের তথ্যও উল্লেখ করেছে পত্রিকাটি।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, চীনের উহানের গবেষণাগার থেকে করোনা ছড়িয়ে পড়ার ব্যাপারে বৃহত্তর তদন্তের যে দাবি এতোদিন করা হচ্ছিল, এই প্রতিবেদনের মাধ্যমে সেই দাবিটি আরও জোরালো হলো।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, এই প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হলো যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি গুরুত্বপূর্ণ বৈঠক সন্নিকটে। ডব্লিউএইচও’র ওই বৈঠকে করোনাভাইরাসের উৎস অনুসন্ধান বিষয়ক চলমান তদন্তের পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হতে পারে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র। তবে তিনি বলেছেন, চীনে উৎপত্তিসহ করোনা মহামারির প্রথম দিনগুলো সম্পর্কে জো বাইডেন প্রশাসনের অনুসন্ধানী কাজ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনায় এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন বিশ্বের ১৬ কোটি ৭৫ লাখের বেশি মানুষ। আর মারা গেছেন প্রায় ৩৪ লাখ ৭৮ হাজার মানুষ।

ঢাকা: সারা বিশ্বে এক বছরেরও বেশি সময় ধরে দাপট দেখাচ্ছে করোনা। করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথা থেকে এবং কীভাবে এই করোনা সারা বিশ্বে ছড়িয়েছে এ নিয়ে মানুষের জানার আগ্রহের কমতি নেই।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই করোনাকে ‘চীনা ভাইরাস’ নামে অভিহিত করেছিলেন। চীন থেকে গোটা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে করোনার শুরু থেকেই দাবি করেছিল যুক্তরাষ্ট্র। এবার করোনা নিয়ে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সামনে এনেছে নতুন তথ্য। গতকাল রোববার এক প্রতিবেদনে প্রথম করোনা শনাক্ত ও ছড়িয়ে পড়া নিয়ে নতুন তথ্য তুলে ধরেছে এই গণমাধ্যমটি।
রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, চীন করোনা মহামারির তথ্য প্রকাশ করার আগেই ২০১৯ সালের নভেম্বরে দেশটির উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির (ডব্লিউআইভি) তিন গবেষক হাসপাতলে চিকিৎসা নিয়েছিলেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অপ্রকাশিত একটি গোয়েন্দা প্রতিবেদনের তথ্যও উল্লেখ করেছে পত্রিকাটি।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, চীনের উহানের গবেষণাগার থেকে করোনা ছড়িয়ে পড়ার ব্যাপারে বৃহত্তর তদন্তের যে দাবি এতোদিন করা হচ্ছিল, এই প্রতিবেদনের মাধ্যমে সেই দাবিটি আরও জোরালো হলো।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, এই প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হলো যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি গুরুত্বপূর্ণ বৈঠক সন্নিকটে। ডব্লিউএইচও’র ওই বৈঠকে করোনাভাইরাসের উৎস অনুসন্ধান বিষয়ক চলমান তদন্তের পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হতে পারে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেননি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র। তবে তিনি বলেছেন, চীনে উৎপত্তিসহ করোনা মহামারির প্রথম দিনগুলো সম্পর্কে জো বাইডেন প্রশাসনের অনুসন্ধানী কাজ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। করোনায় এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন বিশ্বের ১৬ কোটি ৭৫ লাখের বেশি মানুষ। আর মারা গেছেন প্রায় ৩৪ লাখ ৭৮ হাজার মানুষ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় নেতানিয়াহুর দপ্তর জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে...
১৬ মিনিট আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহের চীন সফর করবেন। এই সময়ে ব্রিটেন ও চীন ব্যবসায়িক সংলাপে এক ‘সোনালি যুগ’ পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে। এ উদ্যোগ সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে। উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে