
অর্থনৈতিক দৈন্য অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে চীনা বিনিয়োগের দিকে নজর দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। এর অংশ হিসেবে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। পাহারা বসানো হয়েছে বুদ্ধমূর্তি সংরক্ষণের জন্য। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এপির প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের গ্রামীণ এলাকার বিভিন্ন গুহায় যেন ধ্যানে বসে আছে বহু প্রাচীন বুদ্ধ মূর্তি। শত শত মিটার নিচে থাকা এসব মূর্তিকে তামার তৈরি মূর্তির বৃহৎ সংগ্রহশালা বলে মনে করা হয়। তবে ধ্বংসের বদলে এখন এসব সংরক্ষণেই যেন মনোযোগী তালেবান।
আফগানিস্তানের প্রথম শতকের বৌদ্ধ ভিক্ষুদের নির্মিত মেস আয়নাক মঠের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তালেবান নেতা হাকুমুল্লাহ মুবারিজ। তিনি বলেন, এসব স্থাপনার সুরক্ষা আফগান ও চীনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এর আগে হাকুমুল্লাহ মুবারিজ মার্কিন সমর্থিত আফগান বাহিনীর সঙ্গে লড়াইরত একটি তালেবান যুদ্ধ ইউনিটের নেতৃত্ব ছিলেন। গত বছর কাবুলের পশ্চিমা সমর্থিত সরকারের পতন ঘটলে তাঁর নেতৃত্বাধীন বাহিনীর সদস্যরা মেস আয়নাক তামার মঠের ধ্বংসাবশেষ সংরক্ষণে এগিয়ে আসে। হাকুমুল্লাহ মুবারিজ বলেন, ‘আমরা জানতাম, এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে।’
আফগানিস্তানের আনুমানিক এক ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদকে দেশটির সমৃদ্ধ ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে বিবেচনা করছে দেশটির কর্তৃপক্ষ। তবে দীর্ঘদিনের ক্রমাগত যুদ্ধ ও সহিংসতার ফলে কোনো সরকারই দেশের খনিজ সম্পদকে সেভাবে কাজে লাগাতে পারেনি। এখন পশ্চিমা সমর্থিত সরকারের পতন এবং মার্কিন বাহিনী প্রত্যাহারের পর দেশটিতে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠছে তুরস্ক, ইরান ও রাশিয়ার মতো দেশগুলো। তালেবানের পক্ষ থেকেও অন্য দেশগুলোর এমন আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
তবে আফগানিস্তানে বিনিয়োগের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে চীন। তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তানে একটি বৃহৎ আকারের প্রকল্প হতে পারে মেস আয়নাকে। যা সম্ভাব্যভাবে এশিয়ার ভূ-রাজনৈতিক মানচিত্র পাল্টে দিতে পারে।
দুই দশক আগে যখন তালেবান প্রথম ক্ষমতায় আসে, তখন তারা দেশটির অন্য অংশে বিশালাকার বুদ্ধমূর্তি ধ্বংস করে দুনিয়াজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছিল। এসব মূর্তিকে ‘পৌত্তলিক প্রতীক’ হিসেবে আখ্যায়িত করত তালেবান।

অর্থনৈতিক দৈন্য অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে চীনা বিনিয়োগের দিকে নজর দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। এর অংশ হিসেবে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। পাহারা বসানো হয়েছে বুদ্ধমূর্তি সংরক্ষণের জন্য। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এপির প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের গ্রামীণ এলাকার বিভিন্ন গুহায় যেন ধ্যানে বসে আছে বহু প্রাচীন বুদ্ধ মূর্তি। শত শত মিটার নিচে থাকা এসব মূর্তিকে তামার তৈরি মূর্তির বৃহৎ সংগ্রহশালা বলে মনে করা হয়। তবে ধ্বংসের বদলে এখন এসব সংরক্ষণেই যেন মনোযোগী তালেবান।
আফগানিস্তানের প্রথম শতকের বৌদ্ধ ভিক্ষুদের নির্মিত মেস আয়নাক মঠের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তালেবান নেতা হাকুমুল্লাহ মুবারিজ। তিনি বলেন, এসব স্থাপনার সুরক্ষা আফগান ও চীনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এর আগে হাকুমুল্লাহ মুবারিজ মার্কিন সমর্থিত আফগান বাহিনীর সঙ্গে লড়াইরত একটি তালেবান যুদ্ধ ইউনিটের নেতৃত্ব ছিলেন। গত বছর কাবুলের পশ্চিমা সমর্থিত সরকারের পতন ঘটলে তাঁর নেতৃত্বাধীন বাহিনীর সদস্যরা মেস আয়নাক তামার মঠের ধ্বংসাবশেষ সংরক্ষণে এগিয়ে আসে। হাকুমুল্লাহ মুবারিজ বলেন, ‘আমরা জানতাম, এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে।’
আফগানিস্তানের আনুমানিক এক ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদকে দেশটির সমৃদ্ধ ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে বিবেচনা করছে দেশটির কর্তৃপক্ষ। তবে দীর্ঘদিনের ক্রমাগত যুদ্ধ ও সহিংসতার ফলে কোনো সরকারই দেশের খনিজ সম্পদকে সেভাবে কাজে লাগাতে পারেনি। এখন পশ্চিমা সমর্থিত সরকারের পতন এবং মার্কিন বাহিনী প্রত্যাহারের পর দেশটিতে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠছে তুরস্ক, ইরান ও রাশিয়ার মতো দেশগুলো। তালেবানের পক্ষ থেকেও অন্য দেশগুলোর এমন আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
তবে আফগানিস্তানে বিনিয়োগের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে চীন। তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তানে একটি বৃহৎ আকারের প্রকল্প হতে পারে মেস আয়নাকে। যা সম্ভাব্যভাবে এশিয়ার ভূ-রাজনৈতিক মানচিত্র পাল্টে দিতে পারে।
দুই দশক আগে যখন তালেবান প্রথম ক্ষমতায় আসে, তখন তারা দেশটির অন্য অংশে বিশালাকার বুদ্ধমূর্তি ধ্বংস করে দুনিয়াজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছিল। এসব মূর্তিকে ‘পৌত্তলিক প্রতীক’ হিসেবে আখ্যায়িত করত তালেবান।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৪ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৪ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
৫ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
৬ ঘণ্টা আগে