
দীর্ঘ এক মাস ধরে পর্দার অন্তরালে একপ্রকার নিখোঁজই ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ধারণা করা হচ্ছিল যে তাঁকে হয়তো তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঠিক তাই ঘটল। তাঁর জায়গায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আবারও ফিরছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৫৭ বছর বয়সী কিন গ্যাং গত বছরের ডিসেম্বরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। চীনের বর্তমান প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত কিন গ্যাং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের আগে যুক্তরাষ্ট্রের চীনের রাষ্ট্রদূত ছিলেন।
গত বছরের ডিসেম্বরে দায়িত্ব গ্রহণ করা এই সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে ২৫ জুনের পর থেকে আর কোনো রাষ্ট্রীয় কূটনৈতিক কাজে অংশগ্রহণ করতে দেখা যায়নি। তখন থেকেই মূলত গুঞ্জন শুরু হয় যে তাঁকে হয়তো তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হবে।
গত জুনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বেইজিং সফরকালে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করতে এবং যোগাযোগ পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিন গ্যাং। তবে বেইজিংয়ে শ্রীলঙ্কা, ভিয়েতনাম এবং রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর থেকেই ঊর্ধ্বতন এই চীনা কূটনীতিককে জনসমক্ষে দেখা যায়নি।
গণমাধ্যমে তাঁর শেষ উপস্থিতি ছিল রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকোর সঙ্গে বৈঠকের সময়। যিনি রাশিয়ায় ভাড়াটে সেনা গোষ্ঠী ভাগনারের স্বল্পস্থায়ী বিদ্রোহের পরে চীনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে বেইজিংয়ে এসেছিলেন।
গতকাল সোমবার এক প্রেস ব্রিফিংয়ে কিন গ্যাংয়ের দীর্ঘস্থায়ী অনুপস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, এ বিষয়ে বলার মতো তাঁর কাছে কোনো তথ্য নেই। তবে চীনের কূটনৈতিক কার্যক্রম যথারীতি পরিচালিত হচ্ছে।
অবশেষে আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওয়াং ই’র নাম (৬৯) প্রকাশ করা হলো। এর মধ্য দিয়ে ওয়াং ই দ্বিতীয় দফায় চীনের পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন।

দীর্ঘ এক মাস ধরে পর্দার অন্তরালে একপ্রকার নিখোঁজই ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ধারণা করা হচ্ছিল যে তাঁকে হয়তো তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঠিক তাই ঘটল। তাঁর জায়গায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আবারও ফিরছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
৫৭ বছর বয়সী কিন গ্যাং গত বছরের ডিসেম্বরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। চীনের বর্তমান প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত কিন গ্যাং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের আগে যুক্তরাষ্ট্রের চীনের রাষ্ট্রদূত ছিলেন।
গত বছরের ডিসেম্বরে দায়িত্ব গ্রহণ করা এই সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে ২৫ জুনের পর থেকে আর কোনো রাষ্ট্রীয় কূটনৈতিক কাজে অংশগ্রহণ করতে দেখা যায়নি। তখন থেকেই মূলত গুঞ্জন শুরু হয় যে তাঁকে হয়তো তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হবে।
গত জুনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বেইজিং সফরকালে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল করতে এবং যোগাযোগ পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কিন গ্যাং। তবে বেইজিংয়ে শ্রীলঙ্কা, ভিয়েতনাম এবং রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পর থেকেই ঊর্ধ্বতন এই চীনা কূটনীতিককে জনসমক্ষে দেখা যায়নি।
গণমাধ্যমে তাঁর শেষ উপস্থিতি ছিল রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকোর সঙ্গে বৈঠকের সময়। যিনি রাশিয়ায় ভাড়াটে সেনা গোষ্ঠী ভাগনারের স্বল্পস্থায়ী বিদ্রোহের পরে চীনা কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে বেইজিংয়ে এসেছিলেন।
গতকাল সোমবার এক প্রেস ব্রিফিংয়ে কিন গ্যাংয়ের দীর্ঘস্থায়ী অনুপস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, এ বিষয়ে বলার মতো তাঁর কাছে কোনো তথ্য নেই। তবে চীনের কূটনৈতিক কার্যক্রম যথারীতি পরিচালিত হচ্ছে।
অবশেষে আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওয়াং ই’র নাম (৬৯) প্রকাশ করা হলো। এর মধ্য দিয়ে ওয়াং ই দ্বিতীয় দফায় চীনের পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৩ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৪ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৫ ঘণ্টা আগে