
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বেইজিং ম্যারাথন স্থগিত ঘোষণা করেছে চীন। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বেইজিং ম্যারাথন স্থগিত থাকবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শীর্ষ একজন স্বাস্থ্য কর্মকর্তা দেশে ফের করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করার পর বেইজিং ম্যারাথন স্থগিতের সিদ্ধান্তটি এল।
চীনে ১১ প্রদেশে নতুন করে ১৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের সবাই করোনার উচ্চ সংক্রামক ডেলটা ধরনে আক্রান্ত। করোনা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেওয়ায় ২০২২ সালের শীতকালীন অলিম্পিক নিয়েও সংশয় তৈরি হয়েছে।
বিশ্বে এখনো করোনার প্রকোপ কমেনি। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ৯৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৭৫৮ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৪১০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৬৩ হাজার ৭৫২ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৮৭৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বেইজিং ম্যারাথন স্থগিত ঘোষণা করেছে চীন। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বেইজিং ম্যারাথন স্থগিত থাকবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শীর্ষ একজন স্বাস্থ্য কর্মকর্তা দেশে ফের করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করার পর বেইজিং ম্যারাথন স্থগিতের সিদ্ধান্তটি এল।
চীনে ১১ প্রদেশে নতুন করে ১৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের সবাই করোনার উচ্চ সংক্রামক ডেলটা ধরনে আক্রান্ত। করোনা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেওয়ায় ২০২২ সালের শীতকালীন অলিম্পিক নিয়েও সংশয় তৈরি হয়েছে।
বিশ্বে এখনো করোনার প্রকোপ কমেনি। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছেন ৩ লাখ ২০ হাজার ৯৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৭৫৮ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৪১০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৬৩ হাজার ৭৫২ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৮৭৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৮ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
১০ ঘণ্টা আগে