
করোনা সংক্রমণের হার চীনে আবারও বাড়ছে। আজ রোববার দেশটিতে এক দিনেই ১৩ হাজার ১৪৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে, যা দেশটিতে দুই বছর আগে করোনার প্রথম ঢেউয়ের পর সর্বোচ্চ শনাক্ত। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
দেশটির স্বাস্থ্য কমিশন বলছে, এসব করোনা রোগীর মধ্যে ১ হাজার ৪৫৫ জনের করোনার উপসর্গ রয়েছে, কিন্তু বাকি ১১ হাজার ৬৯১ জনের দেহে করোনার কোনো উপসর্গ ছাড়াই তাদের দেহে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে।
এরই মধ্যে চীনের বাণিজ্যকেন্দ্র সাংহাইয়ের আড়াই কোটি বাসিন্দার প্রায় সবাই গতকাল শনিবার ঘরে ছিল। এটি দেশটির গুরুতর করোনা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হওয়ায় সেখানে যেন করোনা না বাড়ে, সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ রোববার সাংহাইতে করোনা রোগী আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২০০। এটি দেশটির মোট করোনা রোগী আক্রান্তের ৭০ শতাংশ।
সাংহাইয়ের বিধিনিষেধগুলো খাদ্যপণ্য সরবরাহব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। শিপিং জায়ান্ট মেরস্ক গত শুক্রবার বলেছিল, শহরের কিছু ডিপো বন্ধ রয়েছে এবং লকডাউনের কারণে ট্র্যাকিং পরিষেবাগুলো সম্ভবত আরও ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে লকডাউন নিয়ে সাংহাইয়ের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। প্রাথমিকভাবে শহরের বাসিন্দাদের গণপরীক্ষা করার জন্য মাত্র চার দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছিল। তবে এখন এটি আগামী সপ্তাহের শেষের দিকে বা তার বেশি সময় পর্যন্ত স্থায়ী হতে পারে।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর বিশ্বব্যাপী এটি ছড়িয়ে পড়ে। ভাইরাসটির ডেলটা, ওমিক্রনসহ কয়েকটি ধরনে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়ে মারা গেছে। রোববার পর্যন্ত বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৬১ লাখ ৭৪ হাজার ৩১০ জন। এ ছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৯ কোটি ১০ লাখ ১৭ হাজার ৭২২ জন।

করোনা সংক্রমণের হার চীনে আবারও বাড়ছে। আজ রোববার দেশটিতে এক দিনেই ১৩ হাজার ১৪৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে, যা দেশটিতে দুই বছর আগে করোনার প্রথম ঢেউয়ের পর সর্বোচ্চ শনাক্ত। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
দেশটির স্বাস্থ্য কমিশন বলছে, এসব করোনা রোগীর মধ্যে ১ হাজার ৪৫৫ জনের করোনার উপসর্গ রয়েছে, কিন্তু বাকি ১১ হাজার ৬৯১ জনের দেহে করোনার কোনো উপসর্গ ছাড়াই তাদের দেহে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে।
এরই মধ্যে চীনের বাণিজ্যকেন্দ্র সাংহাইয়ের আড়াই কোটি বাসিন্দার প্রায় সবাই গতকাল শনিবার ঘরে ছিল। এটি দেশটির গুরুতর করোনা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হওয়ায় সেখানে যেন করোনা না বাড়ে, সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ রোববার সাংহাইতে করোনা রোগী আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২০০। এটি দেশটির মোট করোনা রোগী আক্রান্তের ৭০ শতাংশ।
সাংহাইয়ের বিধিনিষেধগুলো খাদ্যপণ্য সরবরাহব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। শিপিং জায়ান্ট মেরস্ক গত শুক্রবার বলেছিল, শহরের কিছু ডিপো বন্ধ রয়েছে এবং লকডাউনের কারণে ট্র্যাকিং পরিষেবাগুলো সম্ভবত আরও ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে লকডাউন নিয়ে সাংহাইয়ের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। প্রাথমিকভাবে শহরের বাসিন্দাদের গণপরীক্ষা করার জন্য মাত্র চার দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছিল। তবে এখন এটি আগামী সপ্তাহের শেষের দিকে বা তার বেশি সময় পর্যন্ত স্থায়ী হতে পারে।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর বিশ্বব্যাপী এটি ছড়িয়ে পড়ে। ভাইরাসটির ডেলটা, ওমিক্রনসহ কয়েকটি ধরনে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়ে মারা গেছে। রোববার পর্যন্ত বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৬১ লাখ ৭৪ হাজার ৩১০ জন। এ ছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৯ কোটি ১০ লাখ ১৭ হাজার ৭২২ জন।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারীরা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছেন। ধারণা করা হচ্ছে, মেঘাচ্ছন্ন আবহাওয়ায় সুলাওয়েসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর সময় বিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে ১১ জন আরোহী ছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে যোগ দিতে ইচ্ছুক দেশগুলোর কাছে ১ বিলিয়ন ডলার অর্থ জোগানোর শর্ত দিচ্ছেন। এই অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। এমনটি জানা গেছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের চালানো গণহত্যামূলক যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ট্রাম্প প্রথম এই বোর্ডের কথা প্রকাশ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই সংস্থাটি গাজায় ‘শাসনব্যবস্থা গড়ে তোলা, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ তহবিল সংগ্রহ এবং মূলধন ব্যবস্থাপনা’ তদারকি করবে।
৩ ঘণ্টা আগে
গাজায় প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য গঠিত নতুন ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি শান্তি, অর্থনৈতিক উন্নয়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এমনটি বলা হয়েছে কমিটির শীর্ষ কর্মকর্তা ড. আলী শাথ প্রকাশিত এক মিশন স্টেটমেন্টে।
৫ ঘণ্টা আগে