Ajker Patrika

চীনের হাসপাতালে করোনা রোগীর চাপ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৯: ১১
চীনের হাসপাতালে করোনা রোগীর চাপ

করোনাভাইরাস সংক্রমণের ধাক্কা সামাল দিতে হিমশিম খাচ্ছে চীন। হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। প্রতিদিন ঠিক কতজনের মৃত্যু হচ্ছে, তা জানায়নি সরকারি কর্তৃপক্ষ। দেশটির করোনা পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন সম্ভবত ৫ হাজারের বেশি করোনা রোগীর মৃত্যু হচ্ছে। আজ শুক্রবারের মধ্য চীনের হাসপাতালগুলোয় করোনা রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। চংকিং শহরের পিপলস হাসপাতালের প্রধান প্রবেশদ্বার লবিকে অস্থায়ী কোভিড ওয়ার্ডে রূপান্তর করা হয়েছে। 

এদিকে এএফপির প্রতিনিধি হাসপাতাল ঘুরে দেখেছেন সাধারণ শয্যা, জরুরি বিভাগ ও ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) বয়স্ক ও মধ্যবয়স্ক রোগীর চাপ। তাঁরা সবাই করোনায় আক্রান্ত। চীনে করোনার কঠোর বিধিনিষেধ চলছিল। বিক্ষোভের মুখে চলতি মাসের শুরুর দিকে বেশির ভাগ বিধিনিষেধ তুলে নেয় সরকার। তারপর থেকেই দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে দেখা গেছে। 

একটি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী ও নার্স এএফপিকে জানান, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে প্রতিদিন বেশ কয়েকজনের মৃত্যু হচ্ছে। তবে করোনায় যে তাঁদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি সমাধিস্থল পরিদর্শন করেন এএফপির প্রতিনিধি। সেখানে দুই ঘণ্টায় ৪০টি মরদেহ নিতে দেখেছেন তিনি। স্বজনেরা জানিয়েছেন, করোনায় তাঁদের মৃত্যু হয়েছে। চীন সরকার করোনায় মৃত্যুর সংজ্ঞায় পরিবর্তন এনেছে। শুধু শ্বাসযন্ত্রের ব্যর্থতায় মৃত্যু এবং যারা আগে করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন না, সেগুলো গণনা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত