
করোনাভাইরাস সংক্রমণের ধাক্কা সামাল দিতে হিমশিম খাচ্ছে চীন। হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। প্রতিদিন ঠিক কতজনের মৃত্যু হচ্ছে, তা জানায়নি সরকারি কর্তৃপক্ষ। দেশটির করোনা পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন সম্ভবত ৫ হাজারের বেশি করোনা রোগীর মৃত্যু হচ্ছে। আজ শুক্রবারের মধ্য চীনের হাসপাতালগুলোয় করোনা রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। চংকিং শহরের পিপলস হাসপাতালের প্রধান প্রবেশদ্বার লবিকে অস্থায়ী কোভিড ওয়ার্ডে রূপান্তর করা হয়েছে।
এদিকে এএফপির প্রতিনিধি হাসপাতাল ঘুরে দেখেছেন সাধারণ শয্যা, জরুরি বিভাগ ও ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) বয়স্ক ও মধ্যবয়স্ক রোগীর চাপ। তাঁরা সবাই করোনায় আক্রান্ত। চীনে করোনার কঠোর বিধিনিষেধ চলছিল। বিক্ষোভের মুখে চলতি মাসের শুরুর দিকে বেশির ভাগ বিধিনিষেধ তুলে নেয় সরকার। তারপর থেকেই দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে দেখা গেছে।
একটি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী ও নার্স এএফপিকে জানান, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে প্রতিদিন বেশ কয়েকজনের মৃত্যু হচ্ছে। তবে করোনায় যে তাঁদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি সমাধিস্থল পরিদর্শন করেন এএফপির প্রতিনিধি। সেখানে দুই ঘণ্টায় ৪০টি মরদেহ নিতে দেখেছেন তিনি। স্বজনেরা জানিয়েছেন, করোনায় তাঁদের মৃত্যু হয়েছে। চীন সরকার করোনায় মৃত্যুর সংজ্ঞায় পরিবর্তন এনেছে। শুধু শ্বাসযন্ত্রের ব্যর্থতায় মৃত্যু এবং যারা আগে করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন না, সেগুলো গণনা করা হয়।

করোনাভাইরাস সংক্রমণের ধাক্কা সামাল দিতে হিমশিম খাচ্ছে চীন। হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। প্রতিদিন ঠিক কতজনের মৃত্যু হচ্ছে, তা জানায়নি সরকারি কর্তৃপক্ষ। দেশটির করোনা পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন সম্ভবত ৫ হাজারের বেশি করোনা রোগীর মৃত্যু হচ্ছে। আজ শুক্রবারের মধ্য চীনের হাসপাতালগুলোয় করোনা রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। চংকিং শহরের পিপলস হাসপাতালের প্রধান প্রবেশদ্বার লবিকে অস্থায়ী কোভিড ওয়ার্ডে রূপান্তর করা হয়েছে।
এদিকে এএফপির প্রতিনিধি হাসপাতাল ঘুরে দেখেছেন সাধারণ শয্যা, জরুরি বিভাগ ও ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) বয়স্ক ও মধ্যবয়স্ক রোগীর চাপ। তাঁরা সবাই করোনায় আক্রান্ত। চীনে করোনার কঠোর বিধিনিষেধ চলছিল। বিক্ষোভের মুখে চলতি মাসের শুরুর দিকে বেশির ভাগ বিধিনিষেধ তুলে নেয় সরকার। তারপর থেকেই দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে দেখা গেছে।
একটি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী ও নার্স এএফপিকে জানান, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে প্রতিদিন বেশ কয়েকজনের মৃত্যু হচ্ছে। তবে করোনায় যে তাঁদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি সমাধিস্থল পরিদর্শন করেন এএফপির প্রতিনিধি। সেখানে দুই ঘণ্টায় ৪০টি মরদেহ নিতে দেখেছেন তিনি। স্বজনেরা জানিয়েছেন, করোনায় তাঁদের মৃত্যু হয়েছে। চীন সরকার করোনায় মৃত্যুর সংজ্ঞায় পরিবর্তন এনেছে। শুধু শ্বাসযন্ত্রের ব্যর্থতায় মৃত্যু এবং যারা আগে করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন না, সেগুলো গণনা করা হয়।

গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, প্রচন্ড ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ৬ শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একইসঙ্গে, তেহরানের দমন-পীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
২৬ মিনিট আগে
মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১০ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগে