
সরাসরি সামরিক মহড়া চালিয়েছে তাইওয়ান। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার তাইওয়ানের সেনাবাহিনী এই মহড়া চালায়। গত বুধবার তাইওয়ানের চারপাশে সরাসরি সপ্তাহব্যাপী সামরিক মহড়া শেষ করার ঘোষণা দেয় চীন। চীনের সামরিক মহড়ার জবাবেই তাইওয়ানের এই মহড়া বলে ধারণা বিশ্লেষকদের।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, তাইওয়ানের অষ্টম আর্মি কর্পসের মুখপাত্র লু উওই–জাই বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন—বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তাইওয়ানের দক্ষিণাঞ্চলের সর্বশেষ প্রান্ত পিংটংয়ে সামরিক মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের সেনাবাহিনী হাউটজার দিয়ে গোলাবর্ষণ করা হয়।
এ ছাড়া, উপকূলীয় অঞ্চলটিতে তাইওয়ানের বিভিন্ন এলাকা আরও হাউটজার এনে জড় করা হয়। সেই হাউটজারগুলো থেকে সাগরে একের পর এক গোলাবর্ষণ করে। গত মঙ্গলবারও এই অঞ্চলে মহড়া দিয়েছে তাইওয়ান। এতে তাইওয়ান সেনাবাহিনীর কয়েক শ সৈন্য অংশগ্রহণ করে।
এদিকে, তাইওয়ানের সামরিক বাহিনী জানিয়েছে—চীনের সৃষ্ট যুদ্ধ যুদ্ধ খেলায় তাইওয়ান এই মহড়া দেয়নি। মহড়াটি আগে থেকেই নির্ধারণ করা ছিল। এ প্রসঙ্গে লু উওই–জাই বলেন, ‘দুটি উদ্দেশ্য সামনে রেখে আমরা মহড়া দিয়েছি। কামান সঠিক অবস্থায় আছে কি না, তা যাচাই করা, তার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।’
চীনের সামরিক বাহিনী বুধবার তাদের মহড়া শেষ করার ঘোষণা দিয়েছে। দেশটি বলছে—তাইওয়ান প্রণালিতে তারা সফলভাবে তাদের কাঙ্ক্ষিত কাজ সফলভাবে শেষ করেছে। দেশটি তাইওয়ানের আশপাশের জলসীমায় নিয়মিত টহল অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে। কিন্তু একই ঘোষণায় চীন জানিয়েছে-তারা সামরিক প্রশিক্ষণ এবং যুদ্ধের জন্য প্রস্তুতি চালিয়ে যাবে।

সরাসরি সামরিক মহড়া চালিয়েছে তাইওয়ান। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার তাইওয়ানের সেনাবাহিনী এই মহড়া চালায়। গত বুধবার তাইওয়ানের চারপাশে সরাসরি সপ্তাহব্যাপী সামরিক মহড়া শেষ করার ঘোষণা দেয় চীন। চীনের সামরিক মহড়ার জবাবেই তাইওয়ানের এই মহড়া বলে ধারণা বিশ্লেষকদের।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, তাইওয়ানের অষ্টম আর্মি কর্পসের মুখপাত্র লু উওই–জাই বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন—বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তাইওয়ানের দক্ষিণাঞ্চলের সর্বশেষ প্রান্ত পিংটংয়ে সামরিক মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের সেনাবাহিনী হাউটজার দিয়ে গোলাবর্ষণ করা হয়।
এ ছাড়া, উপকূলীয় অঞ্চলটিতে তাইওয়ানের বিভিন্ন এলাকা আরও হাউটজার এনে জড় করা হয়। সেই হাউটজারগুলো থেকে সাগরে একের পর এক গোলাবর্ষণ করে। গত মঙ্গলবারও এই অঞ্চলে মহড়া দিয়েছে তাইওয়ান। এতে তাইওয়ান সেনাবাহিনীর কয়েক শ সৈন্য অংশগ্রহণ করে।
এদিকে, তাইওয়ানের সামরিক বাহিনী জানিয়েছে—চীনের সৃষ্ট যুদ্ধ যুদ্ধ খেলায় তাইওয়ান এই মহড়া দেয়নি। মহড়াটি আগে থেকেই নির্ধারণ করা ছিল। এ প্রসঙ্গে লু উওই–জাই বলেন, ‘দুটি উদ্দেশ্য সামনে রেখে আমরা মহড়া দিয়েছি। কামান সঠিক অবস্থায় আছে কি না, তা যাচাই করা, তার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।’
চীনের সামরিক বাহিনী বুধবার তাদের মহড়া শেষ করার ঘোষণা দিয়েছে। দেশটি বলছে—তাইওয়ান প্রণালিতে তারা সফলভাবে তাদের কাঙ্ক্ষিত কাজ সফলভাবে শেষ করেছে। দেশটি তাইওয়ানের আশপাশের জলসীমায় নিয়মিত টহল অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে। কিন্তু একই ঘোষণায় চীন জানিয়েছে-তারা সামরিক প্রশিক্ষণ এবং যুদ্ধের জন্য প্রস্তুতি চালিয়ে যাবে।

দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
২৯ মিনিট আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
১ ঘণ্টা আগে
চীনের ওপর খনিজ সম্পদের নির্ভরতা কমিয়ে আনতে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সমুদ্র অভিযান শুরু করেছে জাপান। আজ সোমবার জাপানের একটি জাহাজ টোকিও থেকে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত মিনামিতোরি দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছে। সমুদ্রের তলদেশ থেকে দুর্লভ খনিজ সমৃদ্ধ কাদা বা স্লাজ সংগ্রহ
২ ঘণ্টা আগে