
যুক্তরাজ্যে নির্বাসনে থাকা গণতন্ত্রপন্থী ছয় নাগরিকের পাসপোর্ট বাতিল করেছে হংকং। দেশটির অভ্যন্তরীণ নতুন নিরাপত্তা আইন অনুসারে এই পদক্ষেপ নিয়েছে সরকার। এই ছয়জনকে ‘পলাতক অপরাধী’ হিসেবেও অভিহিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
হংকং সরকার বলেছে যে, পলাতক এই ছয়জনের ভ্রমণ নথি বাতিল করার পাশাপাশি হংকংয়ে সোনা এবং যেকোনো ব্যবসায়িক লেনদেন থেকেও তাদের নিষিদ্ধ করা হয়েছে।
স্থানীয় সময় আজ বুধবার হংকংয়ের একজন সরকারি মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘এই পলাতক অপরাধীরা যুক্তরাজ্যে লুকিয়ে আছে এবং তারা জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে এমন কর্মকাণ্ডে নির্লজ্জভাবে জড়িত।’
তিনি আরও বলেন, ‘হংকংয়ের বিশেষ প্রশাসনিক অঞ্চলকে কলঙ্কিত ও অপবাদ দেওয়ার জন্য তাঁরা মিথ্যা এবং ভয়ংকর মন্তব্যও করেছেন। তাঁরা নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য বহিঃশক্তির সঙ্গে যোগসাজশ চালিয়ে যাচ্ছেন। তাই তাঁদের শক্ত ধাক্কা দেওয়ার জন্য আমরা এমন ব্যবস্থা নিয়েছি।’
হংকংয়ে জাতীয় নিরাপত্তা অপরাধের অভিযোগে অভিযুক্ত এবং পুলিশ কর্তৃক পলাতক এই ছয়জনের মধ্যে সাবেক আইনপ্রণেতা নাথান ল এবং ব্রিটিশ দূতাবাস কর্মী সাইমন চেং রয়েছেন। সাইমন চেংকে ২০১৯ সালের আগস্টে চীনে ১৫ দিনের জন্য আটক করা হয়েছিল। অন্যরা হলেন ফিন লাউ, শ্রমিক অধিকার কর্মী ক্রিস্টোফার মুং, ফোক কা-চি ও চোই মিং-দা।
সামাজিক প্ল্যাটফরম এক্সে নির্বাসিত ফিন লাউ হংকং সরকারের এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক দমন-পীড়নের একটি সুস্পষ্ট উদাহরণ’ হিসেবে আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে লাউ বলেন, যে মতবাদে তিনি বিশ্বাস করেন, এসব পদক্ষেপ তাঁকে সেসবের প্রচার করা থেকে বিরত রাখতে পারবে না। তিনি কখনো পাসপোর্টের জন্য আবেদন করেননি বলেও মন্তব্য করেন।
ফিন লাউ বলেন, ‘এসব নিপীড়নমূলক পদক্ষেপ আমাকে মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে ওকালতি করতে বাধা দিতে পারবে না। আমার মতো আরও অনেক হংকংবাসীর মধ্যেই লড়াইয়ের মনোভাব রয়ে গেছে।’
২০২০ সালের জুলাই মাসে বেইজিং কর্তৃক আরোপিত একটি নিরাপত্তা আইনের সঙ্গে চলতি বছরের মার্চে হংকংয়ের আইনসভা আর্টিকেল ২৩ নামে নতুন একটি নিরাপত্তা আইন পাস করে। বিতর্কিত এই আইনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনাও ঘটেছে দেশটিতে। তবে স্থিতিশীলতার জন্য এসব আইন জরুরি—এমনটি বলছে হংকং ও বেইজিং। তবে সমালোচকেরা বলছেন, এসব আইন হংকংয়ের স্বাধীনতাকে ধ্বংস করেছে।
হংকং পুলিশ ঘোষণা দিয়েছিল যে, বিদেশে বসবাসকারী হংকংয়ের ১৩ জন গণতন্ত্রকামীকে গ্রেপ্তারের জন্য সহায়ক তথ্য যে দিতে পারবে, তাকে ১০ লাখ হংকং ডলার (১ লাখ ২৮ হাজার মার্কিন ডলার) পুরস্কার দেওয়া হবে। পাসপোর্ট বাতিল হওয়া ছয়জনও আছেন এই ১৩ জনের তালিকায়।

যুক্তরাজ্যে নির্বাসনে থাকা গণতন্ত্রপন্থী ছয় নাগরিকের পাসপোর্ট বাতিল করেছে হংকং। দেশটির অভ্যন্তরীণ নতুন নিরাপত্তা আইন অনুসারে এই পদক্ষেপ নিয়েছে সরকার। এই ছয়জনকে ‘পলাতক অপরাধী’ হিসেবেও অভিহিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
হংকং সরকার বলেছে যে, পলাতক এই ছয়জনের ভ্রমণ নথি বাতিল করার পাশাপাশি হংকংয়ে সোনা এবং যেকোনো ব্যবসায়িক লেনদেন থেকেও তাদের নিষিদ্ধ করা হয়েছে।
স্থানীয় সময় আজ বুধবার হংকংয়ের একজন সরকারি মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘এই পলাতক অপরাধীরা যুক্তরাজ্যে লুকিয়ে আছে এবং তারা জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে এমন কর্মকাণ্ডে নির্লজ্জভাবে জড়িত।’
তিনি আরও বলেন, ‘হংকংয়ের বিশেষ প্রশাসনিক অঞ্চলকে কলঙ্কিত ও অপবাদ দেওয়ার জন্য তাঁরা মিথ্যা এবং ভয়ংকর মন্তব্যও করেছেন। তাঁরা নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য বহিঃশক্তির সঙ্গে যোগসাজশ চালিয়ে যাচ্ছেন। তাই তাঁদের শক্ত ধাক্কা দেওয়ার জন্য আমরা এমন ব্যবস্থা নিয়েছি।’
হংকংয়ে জাতীয় নিরাপত্তা অপরাধের অভিযোগে অভিযুক্ত এবং পুলিশ কর্তৃক পলাতক এই ছয়জনের মধ্যে সাবেক আইনপ্রণেতা নাথান ল এবং ব্রিটিশ দূতাবাস কর্মী সাইমন চেং রয়েছেন। সাইমন চেংকে ২০১৯ সালের আগস্টে চীনে ১৫ দিনের জন্য আটক করা হয়েছিল। অন্যরা হলেন ফিন লাউ, শ্রমিক অধিকার কর্মী ক্রিস্টোফার মুং, ফোক কা-চি ও চোই মিং-দা।
সামাজিক প্ল্যাটফরম এক্সে নির্বাসিত ফিন লাউ হংকং সরকারের এই পদক্ষেপকে ‘আন্তর্জাতিক দমন-পীড়নের একটি সুস্পষ্ট উদাহরণ’ হিসেবে আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে লাউ বলেন, যে মতবাদে তিনি বিশ্বাস করেন, এসব পদক্ষেপ তাঁকে সেসবের প্রচার করা থেকে বিরত রাখতে পারবে না। তিনি কখনো পাসপোর্টের জন্য আবেদন করেননি বলেও মন্তব্য করেন।
ফিন লাউ বলেন, ‘এসব নিপীড়নমূলক পদক্ষেপ আমাকে মানবাধিকার ও গণতন্ত্রের পক্ষে ওকালতি করতে বাধা দিতে পারবে না। আমার মতো আরও অনেক হংকংবাসীর মধ্যেই লড়াইয়ের মনোভাব রয়ে গেছে।’
২০২০ সালের জুলাই মাসে বেইজিং কর্তৃক আরোপিত একটি নিরাপত্তা আইনের সঙ্গে চলতি বছরের মার্চে হংকংয়ের আইনসভা আর্টিকেল ২৩ নামে নতুন একটি নিরাপত্তা আইন পাস করে। বিতর্কিত এই আইনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনাও ঘটেছে দেশটিতে। তবে স্থিতিশীলতার জন্য এসব আইন জরুরি—এমনটি বলছে হংকং ও বেইজিং। তবে সমালোচকেরা বলছেন, এসব আইন হংকংয়ের স্বাধীনতাকে ধ্বংস করেছে।
হংকং পুলিশ ঘোষণা দিয়েছিল যে, বিদেশে বসবাসকারী হংকংয়ের ১৩ জন গণতন্ত্রকামীকে গ্রেপ্তারের জন্য সহায়ক তথ্য যে দিতে পারবে, তাকে ১০ লাখ হংকং ডলার (১ লাখ ২৮ হাজার মার্কিন ডলার) পুরস্কার দেওয়া হবে। পাসপোর্ট বাতিল হওয়া ছয়জনও আছেন এই ১৩ জনের তালিকায়।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
৬ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
৮ ঘণ্টা আগে
ফোরামে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। আমি বিশ্বাস করি, তাঁরা এখন এমন এক জায়গায় আছে, যেখান থেকে এক হয়ে চুক্তি সম্পন্ন করতে পারে। আর যদি তাঁরা তা না করে, তবে তাঁরা স্টুপিড। আমি জানি তাঁরা আসলে নির্বোধ নন, কিন্তু এই সমাধান করতে না পারলে তাঁদের নির্বোধই বলতে হবে।’
৮ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আবারও গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ফোরামে দেওয়া ভাষণে তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইউরোপীয় মিত্রদের প্রতি হুঁশিয়ারি...
৯ ঘণ্টা আগে