
পৃথিবীর বুকে ১০ হাজার ৫২০ মিটারেরও বেশি গভীর গর্ত খুঁড়ছে চীনের বিজ্ঞানীরা। গতকাল বৃহস্পতিবার দেশটির বিজ্ঞানীরা পৃথিবীর গভীরে এই গর্ত খোঁড়ার কাজ শুরু করেছেন। দেশটি বলছে, আরও প্রাকৃতিক সম্পদের উৎস খুঁজতে এই গভীর গর্ত বা সুপার ডিপ বোরহোল খনন করা হচ্ছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১০ হাজার ৫২০ মিটার অর্থাৎ ৩৪ হাজার ৫১৪ ফুট গভীর গর্তটি খনন করা হচ্ছে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য সিচুয়ানের উপত্যকা অঞ্চলে। চীনের এই অঞ্চলটি তেল-গ্যাসসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ।
গত ৩০ মে চীনের তেল সমৃদ্ধ জিনজিয়াং প্রদেশে আরও একটি বোরহোল খননের কাজ শুরু করে। পৃথিবীর গভীরে মানুষ নির্মিত সরু ও গভীর গর্তকে বোরহোল বলা হয়। সাধারণত, তেল বা পানি এবং অন্যান্য খনিজ সম্পদ আহরণের জন্য এই গর্ত করা হয়। গভীর সেই বোরহোলটি পৃথিবীর অভ্যন্তরে ১০ টিরও বেশি মহাদেশীয় স্তর বা শিলার স্তর ভেদ করবে এবং পৃথিবীর ভূত্বকের ক্রিটেসাস সিস্টেমে পৌঁছে যায়।
এর আগে, ২০২১ সালে চীনের প্রেসিডেন্ট শি চিন পিং দেশের নেতৃস্থানীয় বিজ্ঞানীদের সামনে দেওয়া এক ভাষণে পৃথিবীর আরও গভীরের গবেষণার ক্ষেত্রে আরও অগ্রগতির আহ্বান জানান। তার মতে, এ ধরনের কাজ খনিজ ও জ্বালানি সম্পদ শনাক্ত করতে পারে এবং ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি গুলো মূল্যায়ন করতে সহায়তা করতে পারে।
উল্লেখ্য, পৃথিবীতে মানুষ নির্মিত সবচেয়ে দীর্ঘ বা গভীর বোরহোল হলো ‘কোলা সুপার ডিপ বোরহোল’। ১৯৮৯ সালে রাশিয়ার নরওয়ে সীমান্তের কোলা উপদ্বীপের পেচেংস্কি জেলার একটি অঞ্চলে বিজ্ঞানীরা এই বোরহোলটির খননকাজ শেষ করেন। খননকাজ শুরু হয়েছিল তারও ২০ বছর আগে। কোলা সুপার ডিপ বোরহোলটির গভীরতা ১২ হাজার ২৬২ মিটার বা ১২ কিলোমিটার ২৬২ মিটার। যা কিনা পৃথিবীর ব্যাসের চেয়ে মাত্র ৫০০ মিটার কম। বর্তমানে রুশ কর্তৃপক্ষ বোরহোলটি সিল করে দিয়েছে।

পৃথিবীর বুকে ১০ হাজার ৫২০ মিটারেরও বেশি গভীর গর্ত খুঁড়ছে চীনের বিজ্ঞানীরা। গতকাল বৃহস্পতিবার দেশটির বিজ্ঞানীরা পৃথিবীর গভীরে এই গর্ত খোঁড়ার কাজ শুরু করেছেন। দেশটি বলছে, আরও প্রাকৃতিক সম্পদের উৎস খুঁজতে এই গভীর গর্ত বা সুপার ডিপ বোরহোল খনন করা হচ্ছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১০ হাজার ৫২০ মিটার অর্থাৎ ৩৪ হাজার ৫১৪ ফুট গভীর গর্তটি খনন করা হচ্ছে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য সিচুয়ানের উপত্যকা অঞ্চলে। চীনের এই অঞ্চলটি তেল-গ্যাসসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ।
গত ৩০ মে চীনের তেল সমৃদ্ধ জিনজিয়াং প্রদেশে আরও একটি বোরহোল খননের কাজ শুরু করে। পৃথিবীর গভীরে মানুষ নির্মিত সরু ও গভীর গর্তকে বোরহোল বলা হয়। সাধারণত, তেল বা পানি এবং অন্যান্য খনিজ সম্পদ আহরণের জন্য এই গর্ত করা হয়। গভীর সেই বোরহোলটি পৃথিবীর অভ্যন্তরে ১০ টিরও বেশি মহাদেশীয় স্তর বা শিলার স্তর ভেদ করবে এবং পৃথিবীর ভূত্বকের ক্রিটেসাস সিস্টেমে পৌঁছে যায়।
এর আগে, ২০২১ সালে চীনের প্রেসিডেন্ট শি চিন পিং দেশের নেতৃস্থানীয় বিজ্ঞানীদের সামনে দেওয়া এক ভাষণে পৃথিবীর আরও গভীরের গবেষণার ক্ষেত্রে আরও অগ্রগতির আহ্বান জানান। তার মতে, এ ধরনের কাজ খনিজ ও জ্বালানি সম্পদ শনাক্ত করতে পারে এবং ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি গুলো মূল্যায়ন করতে সহায়তা করতে পারে।
উল্লেখ্য, পৃথিবীতে মানুষ নির্মিত সবচেয়ে দীর্ঘ বা গভীর বোরহোল হলো ‘কোলা সুপার ডিপ বোরহোল’। ১৯৮৯ সালে রাশিয়ার নরওয়ে সীমান্তের কোলা উপদ্বীপের পেচেংস্কি জেলার একটি অঞ্চলে বিজ্ঞানীরা এই বোরহোলটির খননকাজ শেষ করেন। খননকাজ শুরু হয়েছিল তারও ২০ বছর আগে। কোলা সুপার ডিপ বোরহোলটির গভীরতা ১২ হাজার ২৬২ মিটার বা ১২ কিলোমিটার ২৬২ মিটার। যা কিনা পৃথিবীর ব্যাসের চেয়ে মাত্র ৫০০ মিটার কম। বর্তমানে রুশ কর্তৃপক্ষ বোরহোলটি সিল করে দিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
২ ঘণ্টা আগে
কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
৪ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে