
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। স্থানীয় সময় আজ শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় এই ঘোষণা দেয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘পেলোসি তাইওয়ান সফরের মাধ্যমে চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতরভাবে হস্তক্ষেপ করেছেন এবং চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে গুরুতরভাবে ক্ষুণ্ন করেছেন। এসব কারণে বেইজিং পেলোসি এবং তাঁর সংশ্লিষ্ট পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।’ তবে এই নিষেধাজ্ঞার আওতায় কে বা কারা পড়বেন এবং কবে, কখন কোন এলাকায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
চীন সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। চীনের মূল স্বার্থের বিরুদ্ধে কাজ করা এবং হংকং ও জিনজিয়াংয়ের মানবাধিকার ইস্যুতে উচ্চকিত হওয়ায় এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
চলতি বছরের মার্চে চীন দেশটির মানবাধিকার পরিস্থিতির বিষয়ে ‘মনগড়া মিথ্যা’ প্রকাশ করায় বেশ কয়েকজন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে কোন কোন কর্মকর্তার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তার কোনো তালিকা প্রকাশ করেনি চীন। তবে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল চীন।
এর আগে, গত সপ্তাহে তাইওয়ানের রাজধানী তাইপে সফর করেন ন্যান্সি পেলোসি। তাঁর ১৮ ঘণ্টার সফরের প্রতিক্রিয়া তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন। যুক্তরাষ্ট্র এবং তাইওয়ান উভয় দেশই চীনের এই মহড়াকে ‘উসকানিমূলক আচরণ’ বলে আখ্যা দিয়েছে।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। স্থানীয় সময় আজ শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় এই ঘোষণা দেয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘পেলোসি তাইওয়ান সফরের মাধ্যমে চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতরভাবে হস্তক্ষেপ করেছেন এবং চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে গুরুতরভাবে ক্ষুণ্ন করেছেন। এসব কারণে বেইজিং পেলোসি এবং তাঁর সংশ্লিষ্ট পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।’ তবে এই নিষেধাজ্ঞার আওতায় কে বা কারা পড়বেন এবং কবে, কখন কোন এলাকায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
চীন সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। চীনের মূল স্বার্থের বিরুদ্ধে কাজ করা এবং হংকং ও জিনজিয়াংয়ের মানবাধিকার ইস্যুতে উচ্চকিত হওয়ায় এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
চলতি বছরের মার্চে চীন দেশটির মানবাধিকার পরিস্থিতির বিষয়ে ‘মনগড়া মিথ্যা’ প্রকাশ করায় বেশ কয়েকজন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে কোন কোন কর্মকর্তার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তার কোনো তালিকা প্রকাশ করেনি চীন। তবে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল চীন।
এর আগে, গত সপ্তাহে তাইওয়ানের রাজধানী তাইপে সফর করেন ন্যান্সি পেলোসি। তাঁর ১৮ ঘণ্টার সফরের প্রতিক্রিয়া তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন। যুক্তরাষ্ট্র এবং তাইওয়ান উভয় দেশই চীনের এই মহড়াকে ‘উসকানিমূলক আচরণ’ বলে আখ্যা দিয়েছে।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৫ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৭ ঘণ্টা আগে