
ঢাকা: চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি কোভিড ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কোনও অপশ্চিমা দেশের তৈরি করা প্রথম কোনো কোভিড টিকা ডব্লিউএইচও–এর অনুমোদন পেল।
এরই মধ্যে দেশে এবং ৪৫টি দেশে কয়েক মিলিয়ন লোককে এ চীনা টিকা প্রয়োগ করা হয়েছে।
এখন পর্যন্ত ডব্লিউএইচও–এর অনুমোদন পাওয়া টিকাগুলোর মধ্যে রয়েছে– ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার তৈরি টিকা।
তবে আফ্রিকা, লাতিন আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে বিশেষত দরিদ্র দেশগুলো এরই মধ্যে জরুরি ব্যবহারের জন্য চীনা টিকার অনুমোদন দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ অন্যতম।
সিনোফার্মের টিকার ব্যাপারে আন্তর্জাতিক পর্যায়ে খুব অল্প তথ্যই প্রকাশ করেছে চীন। এ টিকার কার্যকারিতা নিয়ে অনেক দিন ধরেই একটা অনিশ্চয়তা ছিল।
চীনের আরেকটি টিকা, সিনোভ্যাক ব্রাজিলে ট্রায়ালের সময় খুব ভালো ফল দেয়নি। সেখানে এটির কার্যকারিতা প্রায় ৫০ দশমিক ৪ শতাংশ পাওয়া গেছে। যেখানে ডব্লিউএইচও–এর অনুমোদনের জন্য ন্যূনতম কার্যকারিতা হার ৫০ শতাংশ। অবশ্য তুরস্ক এবং ইন্দোনেশিয়ার ট্রায়ালগুলোতে আবার এ টিকার উচ্চ কার্যকারিতার ইঙ্গিত মিলেছে।
ডব্লিউএইচও জানিয়েছে, জরুরি অনুমোদনের তালিকায় সিনোফার্মের ভ্যাকসিন যুক্ত করার ফলে স্বাস্থ্যকর্মী এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা সম্ভাবনা বাড়বে। ডব্লিউএইচও–এর পরামর্শ, এই টিকা ১৮ বছর বা এর বেশি বয়সীদের জন্য দুটি ডোজ নিতে হবে।
এদিকে সিনোভ্যাকের টিকার বিষয়েও কয়েক দিনের মধ্যে একটি সিদ্ধান্ত আশা করা হচ্ছে। রাশিয়ার স্পুটনিক ভি টিকার অনুমোদন এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, টিকা পেতে এরই মধ্যে রাশিয়া ও চীনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। চলতি মাসেই রাশিয়ার স্পুটনিক-ভি ৪০ লাখ, কোভ্যাক্স থেকে ফাইজারের এক লাখ ও চীনা সিনোফোর্মের পাঁচ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। এর মধ্যে আগামী ১২ মের মধ্যে সিনোফোর্মের টিকা পাওয়ার খবর দিয়েছে সরকার। বাকিগুলো কবে নাগাদ আসবে সেটি নিশ্চিত নয়। এছাড়া রাশিয়া আগামী এক বছরে সাড়ে তিন কোটি ডোজ টিকা দেওয়ার আগ্রহ দেখিয়েছে। দেশে টিকা উৎপাদনেরও তোড়জোড় চলছে।

ঢাকা: চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি কোভিড ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কোনও অপশ্চিমা দেশের তৈরি করা প্রথম কোনো কোভিড টিকা ডব্লিউএইচও–এর অনুমোদন পেল।
এরই মধ্যে দেশে এবং ৪৫টি দেশে কয়েক মিলিয়ন লোককে এ চীনা টিকা প্রয়োগ করা হয়েছে।
এখন পর্যন্ত ডব্লিউএইচও–এর অনুমোদন পাওয়া টিকাগুলোর মধ্যে রয়েছে– ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার তৈরি টিকা।
তবে আফ্রিকা, লাতিন আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে বিশেষত দরিদ্র দেশগুলো এরই মধ্যে জরুরি ব্যবহারের জন্য চীনা টিকার অনুমোদন দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ অন্যতম।
সিনোফার্মের টিকার ব্যাপারে আন্তর্জাতিক পর্যায়ে খুব অল্প তথ্যই প্রকাশ করেছে চীন। এ টিকার কার্যকারিতা নিয়ে অনেক দিন ধরেই একটা অনিশ্চয়তা ছিল।
চীনের আরেকটি টিকা, সিনোভ্যাক ব্রাজিলে ট্রায়ালের সময় খুব ভালো ফল দেয়নি। সেখানে এটির কার্যকারিতা প্রায় ৫০ দশমিক ৪ শতাংশ পাওয়া গেছে। যেখানে ডব্লিউএইচও–এর অনুমোদনের জন্য ন্যূনতম কার্যকারিতা হার ৫০ শতাংশ। অবশ্য তুরস্ক এবং ইন্দোনেশিয়ার ট্রায়ালগুলোতে আবার এ টিকার উচ্চ কার্যকারিতার ইঙ্গিত মিলেছে।
ডব্লিউএইচও জানিয়েছে, জরুরি অনুমোদনের তালিকায় সিনোফার্মের ভ্যাকসিন যুক্ত করার ফলে স্বাস্থ্যকর্মী এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা সম্ভাবনা বাড়বে। ডব্লিউএইচও–এর পরামর্শ, এই টিকা ১৮ বছর বা এর বেশি বয়সীদের জন্য দুটি ডোজ নিতে হবে।
এদিকে সিনোভ্যাকের টিকার বিষয়েও কয়েক দিনের মধ্যে একটি সিদ্ধান্ত আশা করা হচ্ছে। রাশিয়ার স্পুটনিক ভি টিকার অনুমোদন এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, টিকা পেতে এরই মধ্যে রাশিয়া ও চীনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। চলতি মাসেই রাশিয়ার স্পুটনিক-ভি ৪০ লাখ, কোভ্যাক্স থেকে ফাইজারের এক লাখ ও চীনা সিনোফোর্মের পাঁচ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। এর মধ্যে আগামী ১২ মের মধ্যে সিনোফোর্মের টিকা পাওয়ার খবর দিয়েছে সরকার। বাকিগুলো কবে নাগাদ আসবে সেটি নিশ্চিত নয়। এছাড়া রাশিয়া আগামী এক বছরে সাড়ে তিন কোটি ডোজ টিকা দেওয়ার আগ্রহ দেখিয়েছে। দেশে টিকা উৎপাদনেরও তোড়জোড় চলছে।

ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
১ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
২ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৪ ঘণ্টা আগে
আফগানিস্তানের রাজধানী কাবুলের অত্যন্ত সুরক্ষিত এলাকায় চীনাদের পরিচালিত একটি রেস্তোরাঁয় গতকাল সোমবারের বোমা হামলায় ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা দায় স্বীকার করেছে। এই বিস্ফোরণে সাতজন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে।
৪ ঘণ্টা আগে