আজকের পত্রিকা ডেস্ক

তাইওয়ান দ্বীপ ও এশিয়া মহাদেশ বিভাজনকারী তাইওয়ান প্রণালিতে যুক্তরাজ্যের একটি যুদ্ধজাহাজ টহল দেওয়ার ঘটনায় খেপেছে চীন। তাদের সেনাবাহিনী এটিকে ‘ইচ্ছাকৃত উসকানি’ হিসেবে দেখছে। তারা মনে করছে, ব্রিটিশদের এই ধরনের কর্মকাণ্ড তাইওয়ান প্রণালি অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।
তবে ব্রিটিশ রয়্যাল নেভির ভাষ্য, তাদের যুদ্ধজাহাজ এইচএমএস স্পের বুধবারের টহল আগেই পরিকল্পনা করা ছিল এবং আন্তর্জাতিক আইন মেনেই তা করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, তাইওয়ান প্রণালিতে গত চার বছরের মধ্যে এই প্রথম কোনো যুদ্ধজাহাজের টহল পরিচালনা করেছে ব্রিটিশ নৌবাহিনী। কেবল জাহাজ নয়, তাদের একটি বড় নৌবহরও ওই অঞ্চলে পৌঁছেছে, যা কয়েক মাস সেখানেই থাকবে।
তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে চীন। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে দ্বীপটিকে নিজের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ইঙ্গিত বহুবার দিয়েছে দেশটি।
যদিও স্বশাসিত তাইওয়ান এই দাবি মানে না।
তাইওয়ান প্রণালিতে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ টহল দেওয়ার ঘটনার সমালোচনা করে চীনের নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, পশ্চিমা দেশটি এইচএমএস স্পের যাত্রাকে ‘প্রকাশ্যে অতিরঞ্জিত’ করছে। তাঁর মতে, এইচএমএস স্পের সাধারণ টহলকে প্রয়োজনের চেয়ে বেশি বড় করে দেখাচ্ছে যুক্তরাজ্য; এর গুরুত্ব বাড়িয়ে বলছে এবং এর মাধ্যমে একটি রাজনৈতিক বার্তা দিতে চাইছে।
তিনি বলেন, ‘এই ধরনের কার্যকলাপ ইচ্ছাকৃত উসকানি, যা পরিস্থিতি অশান্ত করে এবং তাইওয়ান প্রণালি অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করে।’
এক বিবৃতিতে চীনের নৌবাহিনী বলেছে, ‘তাইওয়ান প্রণালি পার হওয়ার পুরো সময়জুড়ে এইচএমএস স্পেকে নজরদারির মধ্যে রাখা হয়েছিল এবং চীনা সেনারা সব ধরনের হুমকি ও উসকানির কঠোর জবাব দেবে।’
এ বিষয়ে পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘তাইওয়ান প্রণালি দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলের অধিকারকে সম্মান করে চীন। তবে নৌ চলাচলের স্বাধীনতার নামে যেকোনো দেশের চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার হুমকি দৃঢ়ভাবে বিরোধিতা করে বেইজিং।’
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এই টহলকে তাইওয়ান প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষাকারী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছে।

তাইওয়ান দ্বীপ ও এশিয়া মহাদেশ বিভাজনকারী তাইওয়ান প্রণালিতে যুক্তরাজ্যের একটি যুদ্ধজাহাজ টহল দেওয়ার ঘটনায় খেপেছে চীন। তাদের সেনাবাহিনী এটিকে ‘ইচ্ছাকৃত উসকানি’ হিসেবে দেখছে। তারা মনে করছে, ব্রিটিশদের এই ধরনের কর্মকাণ্ড তাইওয়ান প্রণালি অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।
তবে ব্রিটিশ রয়্যাল নেভির ভাষ্য, তাদের যুদ্ধজাহাজ এইচএমএস স্পের বুধবারের টহল আগেই পরিকল্পনা করা ছিল এবং আন্তর্জাতিক আইন মেনেই তা করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, তাইওয়ান প্রণালিতে গত চার বছরের মধ্যে এই প্রথম কোনো যুদ্ধজাহাজের টহল পরিচালনা করেছে ব্রিটিশ নৌবাহিনী। কেবল জাহাজ নয়, তাদের একটি বড় নৌবহরও ওই অঞ্চলে পৌঁছেছে, যা কয়েক মাস সেখানেই থাকবে।
তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে চীন। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে দ্বীপটিকে নিজের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ইঙ্গিত বহুবার দিয়েছে দেশটি।
যদিও স্বশাসিত তাইওয়ান এই দাবি মানে না।
তাইওয়ান প্রণালিতে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ টহল দেওয়ার ঘটনার সমালোচনা করে চীনের নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, পশ্চিমা দেশটি এইচএমএস স্পের যাত্রাকে ‘প্রকাশ্যে অতিরঞ্জিত’ করছে। তাঁর মতে, এইচএমএস স্পের সাধারণ টহলকে প্রয়োজনের চেয়ে বেশি বড় করে দেখাচ্ছে যুক্তরাজ্য; এর গুরুত্ব বাড়িয়ে বলছে এবং এর মাধ্যমে একটি রাজনৈতিক বার্তা দিতে চাইছে।
তিনি বলেন, ‘এই ধরনের কার্যকলাপ ইচ্ছাকৃত উসকানি, যা পরিস্থিতি অশান্ত করে এবং তাইওয়ান প্রণালি অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করে।’
এক বিবৃতিতে চীনের নৌবাহিনী বলেছে, ‘তাইওয়ান প্রণালি পার হওয়ার পুরো সময়জুড়ে এইচএমএস স্পেকে নজরদারির মধ্যে রাখা হয়েছিল এবং চীনা সেনারা সব ধরনের হুমকি ও উসকানির কঠোর জবাব দেবে।’
এ বিষয়ে পরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘তাইওয়ান প্রণালি দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলের অধিকারকে সম্মান করে চীন। তবে নৌ চলাচলের স্বাধীনতার নামে যেকোনো দেশের চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার হুমকি দৃঢ়ভাবে বিরোধিতা করে বেইজিং।’
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এই টহলকে তাইওয়ান প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষাকারী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছে।

ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন সংঘাতের দোরগোড়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার পর তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হামলা হলে তারা কেবল যুক্তরাষ্ট্র নয়, বরং যেসব প্রতিবেশী দেশে মার্কিন..
৩৭ মিনিট আগে
দুই বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযানে গাজা উপত্যকা আজ শিশুদের জন্য এক ভয়াবহ নরকে পরিণত হয়েছে। আহত, পঙ্গু ও মানসিকভাবে বিপর্যস্ত ফিলিস্তিনি শিশুরা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে—যেখানে শৈশব, শিক্ষা ও স্বপ্ন সবই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে।
১ ঘণ্টা আগে
ভারতে ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি পরামর্শ জারি করে শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ সব ভারতীয় নাগরিককে সম্ভাব্য সব ধরনের
১ ঘণ্টা আগে
রাজ্যের বিদার জেলার তালামাদাগি সেতুর কাছ দিয়ে যাচ্ছিলেন সঞ্জুকুমার। এ সময় রাস্তার ওপর আড়াআড়িভাবে থাকা টানটান ঘুড়ির সুতায় তাঁর গলা গভীরভাবে কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পরও তিনি কোনোমতে তাঁর মেয়ের নম্বরে কল করতে সক্ষম হন।
২ ঘণ্টা আগে