
করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে দেওয়া লকডাউন আর বৈশ্বিক মন্দার শঙ্কায় বড় ধাক্কার মুখে পড়েছে চীনের অর্থনীতি। দেশটির মোট দেশজ উৎপাদনও (জিডিপি) কমেছে। চলতি বছরের সর্বশেষ তিন মাসের অর্থনীতির হিসেবে এমন তথ্য এসেছে। আগের তিন মাসের চেয়ে এপ্রিল-জুনে জিডিপি কমেছে ২ দশমিক ৬ শতাংশ। জুন মাসে তরুণদের মধ্যে বেকারত্বের হার রেকর্ড ১৯ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে করোনাভাইরাস মহামারি শুরুর পরে ওই বছরের প্রথম তিন মাসে চীনের প্রবৃদ্ধি সবচেয়ে খারাপ অবস্থায় ছিল। এই সময়টুকু বাদ দিলে ১৯৯২ সালের পর গত ৩০ বছরে এই প্রথমবারের মতো দ্বিতীয় প্রান্তিকে দেশটির জিডিপির প্রবৃদ্ধি এত খারাপ অবস্থায় পৌঁছাল।
জরিপের ভিত্তিতে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির আশা করা হচ্ছিল ১ শতাংশ। তবে সম্ভাবনা সত্যি হয়নি। এপ্রিল-জুন প্রান্তিকে এই প্রবৃদ্ধি মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ।
‘শূন্য কোভিড নীতি’র আওতায় চীনে কঠোর বিধিনিষেধ চলছিল। দেশটির অর্থনীতির কেন্দ্র সাংহাইও এর আওতায় আসে। এমন পরিস্থিতিতে খারাপের দিকে যেতে থাকে অর্থনৈতিক অবস্থা। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক মন্দার ভয়, সরবরাহ চেইন ক্ষতিগ্রস্ত হওয়া ও সুদের হার বেড়ে যাওয়ার ঘটনাও দেশটির অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলেছে।
তবে সম্প্রতি লকডাউন তুলে নেওয়ায় চীনের অর্থনৈতিক পরিস্থিতি আবার ভালো হতে পারে বলে জানিয়েছেন অক্সফোর্ড ইকোনমিকসের প্রধান অর্থনীতিবিদ টমি উ। এ বছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৫ নির্ধারণ করেছে চীন। তবে দেশটি এই লক্ষ্যমাত্রা ছুঁতে পারবে কি না সেটি নিয়ে সন্দিহান অর্থনীতিবিদরা।

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে দেওয়া লকডাউন আর বৈশ্বিক মন্দার শঙ্কায় বড় ধাক্কার মুখে পড়েছে চীনের অর্থনীতি। দেশটির মোট দেশজ উৎপাদনও (জিডিপি) কমেছে। চলতি বছরের সর্বশেষ তিন মাসের অর্থনীতির হিসেবে এমন তথ্য এসেছে। আগের তিন মাসের চেয়ে এপ্রিল-জুনে জিডিপি কমেছে ২ দশমিক ৬ শতাংশ। জুন মাসে তরুণদের মধ্যে বেকারত্বের হার রেকর্ড ১৯ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে করোনাভাইরাস মহামারি শুরুর পরে ওই বছরের প্রথম তিন মাসে চীনের প্রবৃদ্ধি সবচেয়ে খারাপ অবস্থায় ছিল। এই সময়টুকু বাদ দিলে ১৯৯২ সালের পর গত ৩০ বছরে এই প্রথমবারের মতো দ্বিতীয় প্রান্তিকে দেশটির জিডিপির প্রবৃদ্ধি এত খারাপ অবস্থায় পৌঁছাল।
জরিপের ভিত্তিতে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির আশা করা হচ্ছিল ১ শতাংশ। তবে সম্ভাবনা সত্যি হয়নি। এপ্রিল-জুন প্রান্তিকে এই প্রবৃদ্ধি মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ।
‘শূন্য কোভিড নীতি’র আওতায় চীনে কঠোর বিধিনিষেধ চলছিল। দেশটির অর্থনীতির কেন্দ্র সাংহাইও এর আওতায় আসে। এমন পরিস্থিতিতে খারাপের দিকে যেতে থাকে অর্থনৈতিক অবস্থা। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক মন্দার ভয়, সরবরাহ চেইন ক্ষতিগ্রস্ত হওয়া ও সুদের হার বেড়ে যাওয়ার ঘটনাও দেশটির অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলেছে।
তবে সম্প্রতি লকডাউন তুলে নেওয়ায় চীনের অর্থনৈতিক পরিস্থিতি আবার ভালো হতে পারে বলে জানিয়েছেন অক্সফোর্ড ইকোনমিকসের প্রধান অর্থনীতিবিদ টমি উ। এ বছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৫ নির্ধারণ করেছে চীন। তবে দেশটি এই লক্ষ্যমাত্রা ছুঁতে পারবে কি না সেটি নিয়ে সন্দিহান অর্থনীতিবিদরা।

অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে ২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শিক্ষার্থী ভিসা রয়েছে প্রায় ৮ হাজারের বেশি। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টেট ডিপার্টমেন্ট জানায়...
২ ঘণ্টা আগে
কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের খবরে বলা হয়েছে, ইরানের জন্য পরিচালিত যুক্তরাষ্ট্রের ‘ভার্চুয়াল অ্যাম্বাসি’ ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘এখনই ইরান ত্যাগ করুন।’ এতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে ইরান ছাড়ার জন্য নিজস্ব পরিকল্পনা রাখুন।’
৩ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। চাইলে ওয়াশিংটন ‘যাচাই’ করে দেখতে পারে। তবে ইরান আলোচনার জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভ দমনের জবাবে সামরিক পদক্ষেপ নেওয়ার...
৩ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগে