Ajker Patrika

চীনে বন্যায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৬: ০৬
চীনে বন্যায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু

চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশে বন্যায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে।  এই বন্যায় ১৮ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশটি মূলত শুষ্ক অঞ্চল। গত এক সপ্তাহে সেখানে তিন মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এছাড়া মুষলধারে বৃষ্টির সঙ্গে হচ্ছে ঝোড়ো হাওয়া। এর ফলে প্রদেশটির ৭০টি জেলাসহ বিভিন্ন শহরে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস।

 চীনের অন্যতম কয়লাখনি অধ্যুষিত প্রদেশ হলো শানসি।  তীব্র বন্যা ও বৃষ্টিপাতের কারণে প্রদেশটির কমপক্ষে ৬০টি কয়লাখনি অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। 

 স্থানীয় প্রশাসনের জরুরি বিভাগের কর্মকর্তা ওয়াং কিরুই এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, চারটি ছাড়া বাকি সব খনিতেই ফের কার্যক্রম শুরু হয়েছে।

ওয়াং আরও জানিয়েছেন, দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার কারণে প্রায় ১৯ হাজার ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও ১৮ হাজার স্থাপনা ‘মারাত্মক ক্ষতিগ্রস্ত’ হয়েছে।

সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা বলেন, মুষলধারে বৃষ্টি ও বন্যার কারণে ১৫ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আরও তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।

গত জুলাইতেও চীনের হেনান প্রদেশে বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত