
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভূরাজনীতি ও বাণিজ্য বিরোধ এখন তুঙ্গে। এর মধ্যে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎকার করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার তাঁদের সাক্ষাৎ হয়। প্রেসিডেন্ট সি বিল গেটসকে ‘প্রথম আমেরিকান বন্ধু’ যে এ বছর বেইজিংয়ে এসে দেখা করেছে বলে উল্লেখ করেছেন।
তবে এটাও সত্যি যে, ডোনাল্ড ট্রাম্পের আমল থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চরমে পৌঁছালেও করোনা লকডাউন তুলে নেওয়ার পর ব্যবসায়িক কারণে বেশ কয়েকজন হাইপ্রোফাইল ব্যবসায়ী বেইজিং সফর। এর মধ্যে সর্বশেষ ব্যক্তি হলেন বিল গেটস।
এদিকে চলতি সপ্তাহের শেষ নাগাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনেরও চীন সফর করার কথা রয়েছে।
চীনা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট সি বিল গেটসকে বলেছেন, আমি প্রায়শই বলি যে, চীন-মার্কিন সম্পর্কের ভিত্তি জনগণ। আমরা সব সময় আমেরিকান জনগণের দিকে তাকিয়ে থাকি এবং আশা করি যে, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে।’
সাম্প্রতিক বছরগুলোতে কোনো বিদেশি ব্যবসায়িক ব্যক্তিত্বের সঙ্গে প্রেসিডেন্ট সির এটাই প্রথম বৈঠক। ২০২০ সালে করোনা মহামারিতে লকডাউন দেওয়ার পর থেকে বিদেশ ভ্রমণ করেননি সি। প্রেসিডেন্ট সি এবং বিল গেটস সর্বশেষ সাক্ষাৎ হয় ২০১৫ সালে।
চলতি বছর টেসলার মালিক ইলন মাস্ক, জেপি মরগানের জেমি ডিমন এবং অ্যাপলের টিম কুক চীন সফর করেছেন। তবে তাঁরা চীনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও প্রেসিডেন্ট সির সঙ্গে সাক্ষাৎ করেননি।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-চেয়ারম্যান হিসেবে বিল গেটস চীন ভ্রমণ করছেন। ২০২০ সালে গেটস বিশ্বব্যাপী স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনে পূর্ণকালীন সময় দিতে মাইক্রোসফটের পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেন। ১২ বছর আগে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়েন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ২০১৯ সালের পর প্রথম চীন সফরকারী মার্কিন মন্ত্রী হিসেবে সপ্তাহের শেষ নাগাদ বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের মধ্যে এই সফরে সম্পর্কে তেমন কোনো অগ্রগতি হবে বলে আশা করছেন না পর্যবেক্ষকেরা।

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভূরাজনীতি ও বাণিজ্য বিরোধ এখন তুঙ্গে। এর মধ্যে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎকার করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার তাঁদের সাক্ষাৎ হয়। প্রেসিডেন্ট সি বিল গেটসকে ‘প্রথম আমেরিকান বন্ধু’ যে এ বছর বেইজিংয়ে এসে দেখা করেছে বলে উল্লেখ করেছেন।
তবে এটাও সত্যি যে, ডোনাল্ড ট্রাম্পের আমল থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চরমে পৌঁছালেও করোনা লকডাউন তুলে নেওয়ার পর ব্যবসায়িক কারণে বেশ কয়েকজন হাইপ্রোফাইল ব্যবসায়ী বেইজিং সফর। এর মধ্যে সর্বশেষ ব্যক্তি হলেন বিল গেটস।
এদিকে চলতি সপ্তাহের শেষ নাগাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনেরও চীন সফর করার কথা রয়েছে।
চীনা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট সি বিল গেটসকে বলেছেন, আমি প্রায়শই বলি যে, চীন-মার্কিন সম্পর্কের ভিত্তি জনগণ। আমরা সব সময় আমেরিকান জনগণের দিকে তাকিয়ে থাকি এবং আশা করি যে, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে।’
সাম্প্রতিক বছরগুলোতে কোনো বিদেশি ব্যবসায়িক ব্যক্তিত্বের সঙ্গে প্রেসিডেন্ট সির এটাই প্রথম বৈঠক। ২০২০ সালে করোনা মহামারিতে লকডাউন দেওয়ার পর থেকে বিদেশ ভ্রমণ করেননি সি। প্রেসিডেন্ট সি এবং বিল গেটস সর্বশেষ সাক্ষাৎ হয় ২০১৫ সালে।
চলতি বছর টেসলার মালিক ইলন মাস্ক, জেপি মরগানের জেমি ডিমন এবং অ্যাপলের টিম কুক চীন সফর করেছেন। তবে তাঁরা চীনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও প্রেসিডেন্ট সির সঙ্গে সাক্ষাৎ করেননি।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-চেয়ারম্যান হিসেবে বিল গেটস চীন ভ্রমণ করছেন। ২০২০ সালে গেটস বিশ্বব্যাপী স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনে পূর্ণকালীন সময় দিতে মাইক্রোসফটের পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেন। ১২ বছর আগে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়েন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ২০১৯ সালের পর প্রথম চীন সফরকারী মার্কিন মন্ত্রী হিসেবে সপ্তাহের শেষ নাগাদ বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের মধ্যে এই সফরে সম্পর্কে তেমন কোনো অগ্রগতি হবে বলে আশা করছেন না পর্যবেক্ষকেরা।

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
৬ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
৭ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
৮ ঘণ্টা আগে